![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"'জাত-পাত, দেব-ধর্ম-অধর্ম, উচুঁ-নিচু সব শাস্ত্র-দর্শনের উর্ধ্বে : আমি মানুষ""
একদল নিজেদেরকে মুক্তমনা, আরেক দল ধর্মমনা প্রমান করতে মরিয়া,,,!!!
বিশ্বাস করুন এই দু'দলই লোকালয়ের জন্য ক্ষতিকর,,,!!!
বুঝি না মুক্তমনা হওয়ার জন্য কেনো সমলিঙের প্রতি কামুক হতে হবে,,,??? আর ধার্মিক হতেও কেনো তাদের গলায় ছুরি বসাতে হবে,,,?? ছুরি বসাতে না পারলে নিদেনপক্ষে ফেসবুকে বিশ্রী গালাগাল দিয়ে তাদের গুষ্টি উদ্ধার করতে হবে,,,!!!
কবে যে আমাদের, যে কোনো বিষয়ে ২ ভাগ হওয়ার প্রবনতা শেষ হবে??? জানি না,,!!
আমি সমকামী-সমপ্রেমী না হয়েও অন্যের অধিকারের প্রতি সম্মান আর সমর্থন জানাতেই পারি ! আমি ধার্মিক না হয়েও ধার্মিকের অধিকারের জন্য জানও দিতে পারি ! আবার ধার্মিক হয়ে অধার্মিকের গলা কাটা থেকে গুষ্টি উদ্ধারও করতে পারি না ! তাই আমি 'মানুষ' আর নিরন্তর মানুষ হওয়ার চেষ্টায় আছি !
★ যারা সমকামে বিশ্বাসী(শুধু বাংলাদেশি) বলে স্ট্যাটাস দিয়ে রীতিমতো প্রথম সমকামী শহীদের তকমা নিচ্ছেন তাদেরকে বলছি : যে দেশে এখনো পুরোপুরি ভাতের অধিকার প্রতিষ্ঠা হয় নি সেখানে এটা অনধিকার চর্চাই হবে হয়তো,,,!! দেখুন কিছু কিুছু বিষয়ে রক্ষণশীল হওয়া ভালো!! অতি আধুনিকতা-অতি প্রগতিশীলতা আমাদের সমাজের মেরুদন্ডে আঘাত হানছে ! নষ্ট করে দিচ্ছে আমাদের হাজার বছরের সংস্কৃতি-সাংস্কৃতিক ভিত্তি ; এমনকি আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে দুর্বল করে দিচ্ছে !! আমরা ভুলে যাচ্ছি আমাদের আছে শক্ত সাংস্কৃতিক-ঐতিহ্যগত শক্তির গৌরব করার মতো একটা প্লাটফর্ম ! আর দুঃখজনক হলেও সত্য এই প্লাটফর্মে দাঁড়িয়েই তৈরী হচ্ছে সাংস্কৃতিক বিশ্বাসগত বিভেদ !
★ যারা সমকামে বিশ্বাসী(শুধু বাংলাদেশি) নন বলে বিশ্বাসী পক্ষকে গালিতে ভরপুর অখাদ্য-কুখাদ্য স্ট্যাটাস প্রসব করছেন আর ভাবছেন আপনিতো দিব্যি একবিংশ শতকে ধর্মের ত্রানকর্তা হয়ে গেলেন!!! ভুল করছেন ! আর আপনি বোকায় বোকাময়, বোকায় ভরপুর একটা অতি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বোকার নরকে বাস করছেন !! আর আপনার অনুভূতির জায়গাটাকে একটু কেটে-ছেঁটে ম্যাক্রো সাইজ করে নিন !!
অবশ্য আপনি 'ভলতেমিয়ার' এর মন্ত্রে দিক্ষীত হতে পারলে চটজলদি আরোগ্য লাভ করবেন বলে মনে হয় "আমি তোমার মতের সাথে একমত নাই হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারি"
সবশেষে বলবো, বিশ্বাসী-অবিশ্বাসী ; ধার্মিক-অধার্মিক ; আস্তিক-নাস্তিক ; শত্রু-মিত্র ; চোর-সাধু সকলের জীবন মঙ্গলময় হোক।।
২| ২৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩০
সনজিম বলেছেন: ভায়ের কি সমস্যা আছে নাকি, বাড়ীতে জানে?
৩| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:২৮
মুনিম ইমন বলেছেন: ভয়ংকর বিশু # গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।!!
আপনি যে লাইনটা উল্লেখ করেছেন, তার আগে আমি নিজেই বলেছি, বুঝি না ! অতএব আমাকে পুনরায় এই প্রশ্নটা করে কী লজ্জা দিতে চাইছেন নাকি ??
আর বিষয়টা আমি কয়েকদিনের পর্যবেক্ষন থেকে লিখেছি ! আমেরিকায় সমকামিতার বিষয়ে রায় হওয়ার পর বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রভাব থেকেই আমি এই লাইনটা সন্নিবেশ করেছি ! লক্ষ্য করলাম একটা অংশ বিষয়টার পক্ষে লিখে মুক্তমনা হওয়ার অপচেষ্টা করছে ! আবার আরেকটা অংশ বিষয়টার বিপক্ষে লিখেই নিজেদেরকে ধার্মিক প্রমান করার চেষ্টা করছে !!
আর মজার ব্যাপার হচ্ছে পক্ষে বলনেওয়ালাদেরকে বিপক্ষের লোকগুলো ''মুক্তমনা/নাস্তিক ব্লগার ইত্যাদি বলে গালাগাল করছে !! আর বিপক্ষে বলনেওয়ালাকে পক্ষের লোকগুলো গোঁড়া ধার্মিক/সেকেলে/জঙ্গী ইত্যাদি বলে গোষ্ঠী উদ্ধারে নেমেছে !!
আর ব্যক্তিগতভাবে শিকার হওয়ার কথা যদি বলেন তাহলে বলবো - অনেকেই ঢালাওভাবে মুক্তমনাদেরকে সমকামীর কাতারে ফেলে দিচ্ছে বলেই লিখেছি যে এভাবে মুক্তমনা হতে হবে কেনো???
৪| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৩৬
মুনিম ইমন বলেছেন: সনজিম # জনাব আমার পিতার একটা ছোট বস্তি আছে !! সেই বস্তিতেই পরিবারের সাথে আমার বাস !! অতএব আমি যা কিছুই করি পরিবারের গোচরেই করি বা করার চেষ্টা করি !! আর আপাতত আমার কোনো সমস্যা নাই তবে ভবিষ্যতে সমস্যা হলে যথাসময়ে আপনাকে স্মরন করার চেষ্টা করবো !! আর দয়া করে জানাবেন আপনার চেম্বারেরর ঠিকানাটা !! মন্তব্য করার জন্য ধন্যবাদ,,,!!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ রাত ১১:৪৫
ভয়ংকর বিশু বলেছেন: মুক্তমানারা সমলিংগের প্রতি কামুক---এ কথা আপনাকে কে বল্ল? নাকি আপনি ব্যাক্তিগত ভাবে এর শিকার হয়েছেন?