![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গ :
সেই প্রিয়সীকে যার ভালবাসা স্বপ্নেই সুন্দর বাস্তবে অবান্তর...।
ভালবাসায় দ্বন্ধ
টিটো
তুমি হতে পারনি বনলতা সেন
আমি ও হতে পারিনি জীবনানন্দ
তাই তোমার আর আমার ভালবাসায়
আজীবন রয়ে গেল দ্বন্ধ।
আমিও দেইনি তোমায় ছাড়
তুমিও মাননি তোমার হার।
তুমি প্রতিষ্ঠিত করেছ তোমার অহংকার
আমার জীবনে যা বয়ে এনেছে ঘোর অন্ধকার।
অন্ধকার জীবন নিয়ে পথ চলি একা
মাঝে মধ্যে স্বপ্নে তোমায় যায় দেখা।
বিষাদময় জীবন নিয়ে পথ চলি
বুকে কেবল স্মৃতির পাহাড়়
তুমিতো সুখেই আছ
সুখের রাজ্যে দিয়েছ খেয়াপার।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
েপরুসবাঙ্গালী বলেছেন: ++++