![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যে স্বপ্নের প্রিয়তমা
টিটো
অবনীতে তোমায় রূপসী গড়েছেন বিধি
উপামাও দিয়েছি মুগ্ধ হয়ে সুধানিধি।
এই যদি ভুল হয় আমার; করিও তুমি ক্ষমা,
তবুও বেসে যাব ভাল; কারন তুমি যে স্বপ্নের প্রিয়তমা।
জানি, স্থান পাবনা কখনোই তোমার অন্তরে,
তবুও তোমার ছবিটা সযত্নে রাখলাম বুকের ভিতরে।
ভালবাসা পেতেও নয; এমনকি দিতেও নয়
অভিনয়ে কিছুটা সময় শুধু অপচয়।
অযতা শুধু বিষাদময় করেছি আমার জীবন;
অদ্যবদী বুঝতে পারিনি কি সেই কারন?
উদাসীনতার জন্য দায়ী কি আমার মনোসত্ত্বা;
নাকি ভুল করেছে; গড়ে তোমায় সুন্দরী, সৃষ্টিকর্তা।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
েপরুসবাঙ্গালী বলেছেন: +++ গুড ভেরি গুড