![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গ :
সেই প্রিয়সীকে..... যার চরিত্র মোনালিসার মত...
সেই তুমি
টিটো
আমার জীবনের বিশ্বস্ততার একমাত্র
অবলম্বন তুমি।
অথচ! আমার জীবন ধ্বংসের একমাত্র
কারনও সেই তুমি।
তোমার প্রতি ছিল; অগাধ যে বিশ্বাস
আমার জীবনে তা বয়ে এনেছে সর্বনাশ।
একবার মনে করতো; জীবনের অতীত প্রেমময়,
শুধু তোমাকে ঘিরে কত সময় করেছি অপচয়।
ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের মূল্যহীনতা
হারিয়ে ফেলেছি জীবনের স্বাধীনতা।
পরাধীনতা শিকল পড়িয়ে আমার জীবনে,
অথচ! তুমি চলে গেলে অন্য কারো ভূবনে।
©somewhere in net ltd.