![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গ :
সেই প্রিয়সীকে..... যে ছলনার ভূমিকায় অনন্য চরিত্রময়ী.........
প্রিয়তমা
টিটো
যখন আকাশে তারা ফুটে ফুটন্ত রূপ ধরবে
তখন তুমি কেমন করে আমায় ভুলে থাকবে।
নবীণ-প্রবীণ স্মৃতিগুলো ভেসে উঠবে আকাশে
আমায় তোমার পড়বে মনে নতুন অবকাশে।
নৈপথ্যে শুনবে তুমি আমার কন্ঠসুর
তারাগুলো ডুবে যাবে হয়ে যাবে ভোর।
এই যে এত আবিজাত্যের বড়াই-অহংকার
বিধাতা চাইলে তোমার জীবনও হবে অন্ধকার।
পাবেনা যখন কোথাও খুজে কোন কূল;
বুঝবে জীবনটা তখন ষোল আনাই ভুল।
চিৎকার করে বলবে তুমি; কর আমায় ক্ষমা
কেউ তখন এসে নতুন সাজে বলবে না প্রিয়তমা।
©somewhere in net ltd.