![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতিশীল জীবন
টিটো
এই যেন হয় জীবনের মানে
জীবন যেন কারো জন্যে থাকে না থেঁমে।
স্বপ্ন দেখবে, যতনে স্বপ্ন গাঁথবে;
এই স্বপ্ন কাচেঁর মত ভাঙ্গবে।
তবুও এগিয়ে যেতে হবে
স্বাথর্কতা জীবনে তখনই পাবে।
দুঃখ-কষ্ঠ সবই থাকবে
তাই বলে কি জীবন থামিয়ে রাখবে।
এগিয়ে যেতে হবে প্রতিটি পদক্ষেপে
শত লাঞ্জনা-গঞ্জনার আক্ষেপে।
©somewhere in net ltd.