নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি স্বপ্ন বুনি সাথে নিয়ে সবাইকে

মনির হেট মি

কিছু না

মনির হেট মি › বিস্তারিত পোস্টঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ৩৪ তম ব্যাচের শিক্ষার্থী এনায়েত করিম রাসেল পরিশ্রম করো, সাফল্য তোমার হাতের মুঠোয়

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ৩৪ তম ব্যাচের শিক্ষার্থী এনায়েত করিম রাসেল। আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র রাসেল ৩৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে ৪৭তম স্থান অধিকার করেছেন।



ওয়ান থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে তার অবস্থান ছিল প্রথম। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবেন। স্বাভাবিকভাবেই জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে থেকে স্নাতক পরীক্ষা দেওয়ার পরপরই ছুটেছেন বিসিএস ক্যাডার হওয়ার পিছনে।



অ্যাপেয়ার্ড সার্টিফিকেট দিয়েই ৩০তম বিসিএস পরীক্ষায় অংশ নেন তিনি। বই নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে নিয়মিত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলিয়ে যান তার পড়ালেখা। রাতে খাওয়া শেষে ফিরে আবার পড়ালেখা।



প্রথমে প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় হয়েছেন অনুত্তীর্ণ। এরমধ্যে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হলে আবারও মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হন।



বয়স, আত্মীয়-স্বজন ও আশপাশের মানুষের প্রত্যাশা যেন কাঁটা হয়ে বিঁধছিলো তার বুকে।



কিন্তু বিসিএস তার একমাত্র লক্ষ্য। কারও কথায় কান না দিয়ে তাই পরিশ্রম তিনি ঠিকই করেছেন। পরিশ্রম যে বিফলে যায় না তা ৩৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে ৪৭তম স্থান অধিকার করে প্রমাণ দিলেন তিনি।



সাফল্যেও সবটুকু অর্জনের কৃতিত্ব তিনি তার বাবা-মাকে দিতে চান। কারণ তার বাবারও স্বপ্ন ছিল দেশের সেবা করার জন্য ছেলেকে বিসিএস ক্যাডার বানাবেন। তাই ছোটখাটো কোনো চাকরিতে না ঢুকে তিনি তার ছেলেকে শুধুই পড়তে উৎসাহ দিয়েছেন এবং তার ফলাফল তিনি পেয়েছেন।





নতুনদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে একটা লক্ষ্য স্থির করে অটল থাকো। হতাশ না হয়ে ধৈর্য ধরে পরিশ্রম করো। সাফল্য তোমার হাতের মুঠোয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: আরেকটা ঘুষখোর জাতির ঘাঁড়ে উঠলো, তার ভালো কামনা করছি না।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: ক্লাশে সব সময় প্রথম হতো?

ক্লাশে ছাত্র ১ জন ছিল?

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

মনির হেট মি বলেছেন: পাঠক১৯৭১ আপনি কি ঘুষ খান।এই রকম মন্তব্য করা ঠিক না।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ধানের চাষী বলেছেন: ভাই , বিসিএসের প্রস্তুতি যে কেমনে নেয় এরা, সেইটা লাইব্রেরিতে না গেলে বুঝাই যায় না।

পাঠক১৯৭১ ভাই মনে হয় বিসিএসে গো* মারা খাইছে এইবার ........ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.