![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদের কলঙ্ক কি আমার জানা নেই
আমি তার শূন্যতা উপলব্ধি করেছি
বিদঘুটে আমাবস্যার রাতে,
কোনো শোকাতুর ক্ষনে চাঁদ ছাড়া
পৃথিবী দেখেছি আমি নিকষ কালোতে
প্রদীপ আলোয় হেসেছি আমি মলিন হাসি ৷
যদি বলি সে চাঁদ কোন মানবীরে
আলোকিত কোল যার খাতিরে,
কিন্তু সে মানবীরে আমি পাই খুঁজে
কোন অন্ধকার কূপের তলানীতে
যুগের পর যুগ এভাবেই রয়েছে পড়ে
সভ্য সামাজ কূলে ৷
যার স্বপ্নরা আজ নিভৃত গারদেই
থেকে যায় আজন্ম,
রূপ-গুন তার তুচ্ছ হয় সর্বভূকের কাছে ৷
অধিকার ! সেতো মরিচিকা,
পেত্নী আর প্রাণ সংহারী হিন্দার
বিভৎসতায় ভীতরা
আজও বদলায় না স্বীয় কৃপায়,
অভিমান আর প্রতিহিংসায়
গা ভাসায় সে ভাটির টানে ৷
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! আনন্দময় এবং নিরাপদ হোক আপনার ব্লগযাত্রা!
প্রথম কবিতার বক্তব্যটা আমার কাছে পরিস্কার হয়নি, কবিতাটিকে কাব্যিকও মনে হয়নি।