![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়ে যাওয়া বেলার ক্ষোভ দেখ গোধুলির ঐ লালিমায়
সবুজ আঁচল হল
কেন আধারের স্তুপ ?
কি করেছি কি করিনি
তার হিস্যা নেই আমার কাছে ৷
সকাল-দুপুর গড়িয়ে সন্ধ্যা-রাত
আসবে আবার রাঙ্গা প্রভাত,
হয়নি এখনও হিসেব দেবার পালা
সেই সাক্ষী মহাকালের
আমার অদৃশ্য দিনলিপির সবটাই
তার জানা ৷
থমকে যাওয়া
দমকা হাওয়ার জোরে
সে জানাতে চায় আমার জীবন খেলাঘরে অবহেলার দিনাতিপাত ৷
সে অস্থির হয়ে যায় ছুটে
বিশ্ব মহাজনের কাছে করতে আমার দরবার ৷
সে কোন অভিযোগকারী ?
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরুটা চমৎকার হয়েছে।