নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র ।

মনজুর নোমানী

মনজুর নোমানী › বিস্তারিত পোস্টঃ

অারাকানের মজলুম

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬



দেখ দেখ রক্ত নদী বয়ে যায় অারাকানে
নরপশুর অাঘাতে অাহতদের অাহাজারী, পৌছে না তাদের কানে ।
কি অপরাধ ছিল তাদের ?
গ্রামের পর গ্রাম জালিয়ে করছে ছারখার কার অাহ্বানে
নারী-শিশুর বুকফাটা অার্তনাদে ,
ফুলগুলো ঝড়ে পড়ে বেদনায় বাগানে ।
ধর্ষিতার বিলাপে,লজ্জায় প্রকৃতি হয়েছে অন্ধ
বাতাসে পোড়া লাশের গন্ধ।
ধ্বংস্তুপে পড়ে থাকা স্মৃতি
হাতড়ে দেখার বৃথা চেষ্টায়
বৃদ্ধ-বৃদ্ধার অাকুতি,
প্রতিহিংসার অাগুনে স্তব্ধ।
সাক্ষী থেকো পৃথিবী সাক্ষী থেকো
মানব তারা হয়েছে দানব অন্ধদের চোখে
মজলুম তারা নিপীড়ত জালেমের দোযখে ।

২৭-১১-১৬ ইং

ছবি: ইন্টারনেট হতে সংগৃহিত

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২২

মাহমুদুর রহমান বলেছেন: এতো হিংসা আসে কই থেকে তাঁদের মনে?
মায়া-দয়া কি তবে উঠে গেছে হৃদয় থেকে?
এই হিংসা প্রতিহিংসা বন্ধ কর ওহে বর্বর,
নিরীহ আত্মা কষ্ট পেলে পাবি নাকো পার।

এই নিরীহ আত্মার শক্তি যেন হিংস্র তলোয়ার,
ভাগ ভাগ হয়ে যাবি জানোয়ার কোথাকার!
ধিক্কার ধিক্কার তোদের পাণ্ডিত্যকে ধিক্কার,
পাপবোধকে দিয়েই তোদের করাবো বলৎকার।

লাভ হবে না সেদিন আর করবি যত চিৎকার
সকল রোষাগ্নির করবো চৌদ্দগুষ্ঠি উদ্ধার,
মাটির তৈরি মানুষ তুই কিসের এতো অহংকার?
অহংকারকে ধরে আমি করবো জবাই বারংবার।

সন্ত্রাস নাশকতা করবো আমি জুতা-পেটা,
লাঠিয়াল বাহিনী দিয়ে ভাগাবো হিংসা,
মিথ্যার দেহে প্রবেশ করাবো কুকুরের লালা,
জলাতংকে মরবে সকল অন্যায়ের পিতা।

ওহে শোন মানুষ শোন, অন্যায়কারীকে ইতিহাস কভু ভোলে না,কভু ক্ষমা করে না।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

মনজুর নোমানী বলেছেন: মাহমুদুর রহমান , অসাধারন ভাবে সমাপ্ত করেছেন ।
ওহে শোন মানুষ শোন, অন্যায়কারীকে ইতিহাস কভু ভোলে না,কভু ক্ষমা করে না।
ধন্যবাদ প্রিয় ।

৩| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:০১

মনজুর নোমানী বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.