![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরের পাখি হইয়্যা যহন উড়াল দিমু আসমানে, তহন হয়তো বন্ধু আমার আইব খুঁজতে এইহানে... [email protected]
ভালবাসার ময়না পাখি
ভাল মোরে বাসে,
হাজার সুখে পাখি আমার
মিষ্টি মিষ্টি হাসে।
মায়ার সুরে সোনা পাখি
গুনগুন কইরা গায়,
গুনগুনানি সেই গানে
মন ভোমরা হারায়।
শত দুঃখেও পাখি আমায়
ছাড়েনাতো কভু,
ভালবাসার ময়নার জন্য
শুকরিয়া তোমার প্রভু।
ময়নার মাঝেই প্রভু আমার
বেহেশত আমি পাই,
পরকালের শত শাস্তির পরে
এই বেহেশতই চাই।
আমার দোয়া কবুল কর
হে রহিম রহমান,
ময়নারে আমার কইরা তুমি
পাঠাও ফরমান।
ময়না পাখি সোনা পাখি
ভালবাসার তরী,
বেহেশত আমায় দিছে প্রভু
তোমারে আমার করি।
পরকালেও তোমারে আমি
পাইমু এমনি করে,
তখনও রাখমু তোমায়
এমনি জড়ায়ে ধরে।
কথা দাও প্রাণের বন্ধু
থাকবে আমার বুকে,
চিরজনম পাশাপাশি
থাকবে সুখে-দুখে।
২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হুম... দোয়া রাইখেন..
২| ২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
পাপতাড়ুয়া বলেছেন: ময়না,বেহেস্ত.....ভালো লাগলো।
২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ধন্যবাদ..
৩| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৮
রোদেলা বলেছেন: ময়না পাখী ময়না পাখী
শুনছো নাকি ডাকাডাকি ?
২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হুম... এখনও বোধ হয় শুনতে পায়নি.. তবে একদিন না একদিনতো শুনতে পাবেই.. সে আশাতেই বুক বেঁধে আছি এই বালুচরে..
৪| ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব ভালো লাগলো।
২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ধন্যবাদ..
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
মোজাম্মেল প্রধান বলেছেন:
ময়নার মাঝেই প্রভু আমার
বেহেশত আমি পাই,
পরকালের শত শাস্তির পরে
এই বেহেশতই চাই।
ময়নার মাঝে বেহেশত ? বুঝবেন পরে ... !