![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরের পাখি হইয়্যা যহন উড়াল দিমু আসমানে, তহন হয়তো বন্ধু আমার আইব খুঁজতে এইহানে... [email protected]
নীল আকাশের গা ঘেঁষে ঐ, শুভ্র মেঘের পাহাড়
ভাসতে থাকে খেলতে থাকে, শূন্যতারই বাহার
ইচ্ছে ঘুঁড়ির সূতো কেঁটে, যাই হারিয়ে হেসে
মেঘের রেশে মেঘের দেশে, মেঘের সাথে ভেসে
সূর্য্যি মামার বাড়িতে আজ, রাঙা আলোর মেলা
সেই মেলাতে চলছে দেখো, শুভ্র মেঘের খেলা
মেঘ পাহাড়ে উড়তে যে আজ, চায় যে কেবল মন
মেঘ যে আমায় ডাকছে তোরা, কান পেতে ঐ শোন
সারি সারি ঐ গাছ গুলিও, মাথা দুলিয়ে কয়
মেঘের দেশে যাওনা চলে, দেরি কেন মহাশয়
জলের মাঝে মেঘের ছায়ায়, মন যে কেমন করে
মেঘ বলে গো এসো এসো, পাবে না আর পরে
সবুজ ঘাসের আড়াল হয়ে, ঐ সাদা মেঘ যায়
তাদের মতন মেঘ হয়ে যাই, আত্মা যে মোর চায়
২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আসলে আমি নিজেও বুঝি নাই
থেংকু
২| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৪৫
অন্ধ আগন্তুক বলেছেন: কংগ্র্যাটস ফর আ ডাবল ট্রিপল সেঞ্চুরী !!!
২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৪৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: থেংকু বস
৩| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৪৫
সোমহেপি বলেছেন: +++++++++
২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৪৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভাইডি
৪| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৫৫
আফসার নিজাম বলেছেন: 'সারি সারি ঐ গাছ গুলিও, মাথা দুলিয়ে কয়
মেঘের দেশে যাওনা চলে, দেরি কেন মহাশয়
সবুজ ঘাসের আড়াল হয়ে, ঐ সাদা মেঘ যায়
তাদের মতন মেঘ হয়ে যাই, আত্মা যে মোর চায়'
সবগুলোই সুন্দর হয়েছে
শুধু উপরের দুইটি প্যারা বাদে
চমৎকার।
২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নিজাম ভাই।
৫| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৫৭
রাজসোহান বলেছেন:
২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
৬| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:০১
মে ঘ দূ ত বলেছেন: অভিনন্দন
২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:০০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ধন্যবাদ মেঘদূত
৭| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:০৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক অনেক ভাল লাগলো! ৬০০ তম পোস্টের জন্য অভিনন্দন!
২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:০২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ধন্যবাদ ভাইডি
৮| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:২৫
একলিম বলেছেন: অনেক ভাল লাগলো ++
২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:০২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: কৃতজ্ঞতা
৯| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৭
বড় বিলাই বলেছেন: অনেক অনেক অভিনন্দন। মেঘের ছায়ার ছবিটা অসাধারণ লাগল।
২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:০৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শুভকামনা আপুমনি
১০| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৮
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: ৬০০ !!!!!
২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:০৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
১১| ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৫
অবাক মানুষ বলেছেন: ছবি আর কবিতা মিলে খুব সুন্দর একটি প্রয়াস মনসুর। অভিনন্দন। তবে আফসার নিজামের সাথে আমিও একমত। ওই দুটি প্যারায় মাত্রার হের ফের হবার কারনে ছন্দে কিছুটা হোঁচট খেতে হয়। কয়েকবার পড়লেও আপনিও বুঝবেন। ছবি কবিতার এই আইডিয়াটা নিয়ে আরো কাজ করতে পারলে চমৎকার ব্যাপার হবে। ভালো থাকবেন।
২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:০৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বস মাত্রাতো ঠিক আছে মনে হলো। তবে, তালে কিছুটা হেরফের আমার কাছেও মনে হলো। অনেক ধন্যবাদ বস সুন্দর কমেন্টির জন্য। ভালো থাকবেন।
১২| ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১১
চিন্তিত তাপস পাল বলেছেন: Nimno shrenir pranira odhik proshob kore....
২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আপনি খুব উঁচু শ্রেণীর প্রাণী জেনে আনন্দিত হলুম। শুভকামনা।
১৩| ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩০
তানজীল ইসলাম বলেছেন: ভাইয়া, আগের মত পোষ্ট সংখ্যা হিসাবে যদি প্রথম পাতায় নাম দেখাতো তবে আপনি আমার অনেক উপরে থাকতেন কিন্তু অহন আর হইবো না!!!!
লাভলু ভাইরে ধইন্যা
২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
১৪| ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩২
তানজীল ইসলাম বলেছেন: @ চিন্তিত তাপস পাল: আপনের কমুন্ট কানা বুঝলুম না, একটু বুঝিয়ে বলেন দেকিনি!!!
২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বালা কইরা পইড়া দেহো, বুঝবা। অনেক দামী কমেন্ট।
১৫| ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৯
আর.এইচ.সুমন বলেছেন: বড়ই সৌন্দর্য্য ...............
ভাই ৬০০ পোস্ট উপলক্ষ্যে একটা পাট্টি দিলে ভাল হত.....
২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
১৬| ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
জেরী বলেছেন: অভিনন্দন
২৪ শে জুন, ২০১০ রাত ৮:৫১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: থেংকু
১৭| ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
কি নাম দিব বলেছেন: দারুণ!!
পাট্টি খামু...............।
২৪ শে জুন, ২০১০ রাত ৮:৫১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: খাওয়ামু
১৮| ২৪ শে জুন, ২০১০ রাত ৮:০৫
সায়েম মুন বলেছেন: অভিনন্দন।
নাহ আপনের পারফর্মেন্স কইম্মা যাইতাছে। এই রেকর্ড টা কবে ভাঙবে --অক্টোবর,২০০৯(১১৪)।
২৪ শে জুন, ২০১০ রাত ৯:৪০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: থেংকু
অহন কিচু কমুনা ভাইডি।
১৯| ২৪ শে জুন, ২০১০ রাত ১১:১৭
শোশমিতা বলেছেন: চমৎকার !!!ছবি আর কবিতা মিলে খুব সুন্দর +
২৪ শে জুন, ২০১০ রাত ১১:৪৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: থেংকু আপুমনি।
২০| ২৫ শে জুন, ২০১০ রাত ১:৪৭
তাসনীম বলেছেন: অভিনন্দন
২৫ শে জুন, ২০১০ রাত ২:০৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: থেংকু থেংকু
২১| ২৫ শে জুন, ২০১০ রাত ২:১৮
মিরাজ is বলেছেন: অভিনন্দন এবং ভাল লাগল । আশা করি ৬০০ কে ৬০০০ বা তার অধিক নিয়ে যাবেন । +
২৫ শে জুন, ২০১০ সকাল ১০:২০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ইনশাআল্লাহ।
২২| ২৫ শে জুন, ২০১০ সকাল ১০:৩০
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ৬০০ পোস্ট!!! বাপরে! ক্যামনে দিলেন ভাই?
আমি যদি ৬০টা পোস্টও করতে পারি লাইফে, নিজের জীবন স্বার্থক মনে করব।
অনেক অভিনন্দন।
২৫ শে জুন, ২০১০ দুপুর ১২:১৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: থেংকু থেংকু
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৭
ফাহিম আহমদ বলেছেন: ৬০০ তম পোষ্টে মেঘের সাথে কি সম্পর্ক বুঝলাম না।
পুপি