নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রক

আমি আমার দেশের জন্যে

মন্ত্রক › বিস্তারিত পোস্টঃ

দুঃখ প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা এবং গণহত্যার জন্য পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দু:খ প্রকাশ করেছিলেন। ২০০২ সালে বাংলাদেশ সফরে এসে তিনি এই দু:খ প্রকাশ করেন। এটাই ছিল পাকিস্তানের কোনো সামরিক শাসকের পক্ষ থেকে প্রথম দু:খ প্রকাশের ঘটনা। অথচ এখন পাকিস্তান বলছে, তারা ১৯৭১ সালে বাংলাদেশে কোনো গণহত্যা কিংবা নৃশংসতা চালায়নি। উল্লেখ্য, ২০০২ সালে বাংলাদেশে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। ওই বছরের ৩১ জুলাই ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পাকিস্তানের ইসলামাবাদ থেকে প্রতিবেদনটি করেছিলেন ডেভিড ব্লেয়ার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গতকাল (৩০ জলাই, ২০০২) সাহসী পদক্ষেপ নিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দু:খ প্রকাশ করলেন। তার এই দু:খ প্রকাশ নিয়ে বাংলাদেশ সরকারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বিরোধী দল (ওই সময় বিরোধী দল ছিল আওয়ামী লীগ) বলছে, দু:খ প্রকাশই যথেষ্ট নয়।

জেনারেল (অব:) মোশাররফ বাংলাদেশ সফরে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন। তিনি পরিদর্শন বইয়ে মন্তব্য করেন এবং স্বাক্ষর করেন। পারভেজ মোশাররফ লেখেন, ১৯৭১ সালের ঘটনায় আপনাদের পাকিস্তানি ভাই-বোনেরাও আপনাদের ব্যথায় ব্যথিত। তিনি লেখেন, ওই সময়টা (১৯৭১ সাল) খুবই দুর্ভাগ্যজনক এবং দু:খের। আসুন, মহানুভবতার সঙ্গে আমরা অতীতকে কবর দিই। ভবিষ্যতকে যেন আমরা নিভে যেতে না দিই। এরপর পারভেজ মোশাররফ আবারো ঢাকায় একটি অনুষ্ঠানে ১৯৭১ সালের ঘটনায় দু:খ প্রকাশ করেন Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.