![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চরম টানাপড়েন শুরু হয়েছে বাংলাদেশের। ঢাকা থেকে একজন পাকিস্তানি নারী কূটনীতিককে প্রত্যাহার করে নেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদ থেকে বাংলাদেশি একজন নারী কূটনীতিককে প্রত্যাহার করে নিতে বলেছে পাকিস্তান। এরপর মৌসুমী রহমান নামে ওই কূটনীতিককে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ দিয়েছে ঢাকা। আজই সেখানে যোগ দেবেন মৌসুমী রহমান। তবে ইসলামাবাদে নতুন কাকে মৌসুমী রহমানের স্থলাভিষিক্ত করা হবে তা এখনো ঠিক হয়নি। এ ঘটনা দুই দেশের সম্পর্কের টানাপড়েন আরও বাড়িয়ে দেবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রাখার বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। জ্যেষ্ঠ কূটনীতিক মৌসুমী রহমানকে কেন প্রত্যাহার করতে হবে, সে বিষয়ে ইসলামাবাদ ব্যাখ্যা দিতে পারেনি। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। আমরা ধৈর্য সহকারে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার বিষয়টি পর্যবেক্ষণ করছি।
জানা গেছে, এক বছর আগে থেকেই নিরাপত্তাসহ নানা কারণে পাকিস্তানি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে ঢুকতে দেয় না ঢাকা। ভিসা প্রদানেও কড়াকড়ি করেছে। এর প্রভাব পড়েছে কূটনীতিসহ নানা ক্ষেত্রে। এ বছর বিশ্ব ইজতেমায় যোগ দিতে যেসব পাকিস্তানি ভিসার জন্য আবেদন করেছেন তাদের সম্পর্কে অনুকূল গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরই কেবল ভিসা দেওয়া হচ্ছে। রোববার ১৩০ জন পাকিস্তানির জন্য ইতিবাচক প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা। যারা এর আগেও বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। কিছুদিন আগে অন অ্যারাইভাল ভিসায় পাকিস্তানি একজন নারী ব্যাংকার বাংলাদেশে একটি সেমিনারে অংশ নিতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে অবস্থানের পরের দিন ফিরতি ফ্লাইটে তিনি ইসলামাবাদে ফিরে যান। এ ঘটনাতেও ইসলামাবাদ ঢাকার ওপর নাখোশ বলে জানা গেছে।
গত নভেম্বরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদ- কার্যকর করার পর দেখা দেয় এই টানাপড়েন। ওই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘গভীর উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করে একটি বিবৃতি দেয়। পরবর্তীকালে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহার করে নিতে বলে বাংলাদেশ। ইসলামাবাদ ২৩ ডিসেম্বর পাকিস্তান দূতাবাসের দ্বিতীয় সচিব ফারিনা আরশাদকে ফেরত নেয় ঢাকা থেকে। এরই জের ধরে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত নিতে মঙ্গলবার সময়সীমা বেঁধে দেয় পাকিস্তান। তবে কী কারণে মৌসুমী রহমানকে প্রত্যাহার করতে বলা হল তার কোনো কারণ ব্যাখ্যা করেনি পাকিস্তান। যদিও ফারিনার বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের সুস্পষ্ট অভিযোগ ছিল। কিন্তুÍ মৌসুমী রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি ইসলামাবাদ।
যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা এবং একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের দেওয়া বিবৃতির প্রতিবাদে নভেম্বরে বাংলাদেশের বিভিন্ন সংগঠন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাতে শুরু করে। এ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন হয়। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে শিক্ষা সম্পর্ক ছিন্ন করেছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে পাকিস্তানের সঙ্গে চলমান সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা চলছে। মৌসুমী রহমানের প্রত্যাহার ঘিরে ঢাকার পরবর্তী করণীয় কী হবে তা নিয়েও আলোচনা হচ্ছে। তবে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো উদ্যোগ সহসা নেওয়া হচ্ছে না বলে একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশে জঙ্গিবাদে অর্থায়ন, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে গত এক বছরে ঢাকা থেকে অন্তত ২০ জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতের বিভিন্ন রাজ্যে জাল রুপির চালান পৌঁছতে পাকিস্তান গত কয়েক বছর ধরে বাংলাদেশের ভূখ- ব্যবহার করে আসছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল রুপির চালান ঠেকাতে কয়েক বছর ধরে কাজ করছে। বাংলাদেশবিরোধী নানা কর্মকা-েও যুক্ত রয়েছে পাকিস্তান। - See more at: Click This Link
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
বাংলার জামিনদার বলেছেন: ফাকিস্তানের সাথে সমস্ত কিছু ধুয়ে দেওয়া হোক।