নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রক

আমি আমার দেশের জন্যে

মন্ত্রক › বিস্তারিত পোস্টঃ

৭৩ শতাংশ বাংলাদেশি মনে করেন দেশ সঠিক

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

৭৩ শতাংশ বাংলাদেশি মনে করেন দেশ সঠিক পথেই আছে। ৮৩ শতাংশ মনে করেন, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি ভালো। আর ৭৭ শতাংশ মনে করেন দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল।
জরিপকারী প্রতিষ্ঠান নিয়েলসন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপে এ তথ্য উঠে এসেছে। বুধবার জরিপের এ ফল প্রকাশিত হয়। ২০০৮ সাল থেকে বাংলাদেশ নিয়ে নিয়মিত জরিপ করছে আইআরআ​ই।
ক্ষমতাসীন দলের দুই মন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ ও আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জরিপের এই ফলের সঙ্গে একমত পোষণ করেছেন।
জরিপের ফলে উঠে এসেছে, বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক দিকেই যাচ্ছে। জরিপ থেকে দেখা গেছে, ২০১৫ সালের নভেম্বরের জরিপ তুলনায় এই সংখ্যা ৯ শতাংশ বেশি। গত দুই বছরে এ ধারণা পোষণকারীদের সংখ্যা ৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
সামগ্রিকভাবে, জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ৮৩ শতাংশই মনে করেন, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি খুব ভালো বা কিছুটা ভালো। ৭৭ শতাংশ বলেছেন, তাঁরা মনে করেন দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল।
জরিপে অংশ নেওয়া বেশির ভাগ উত্তরদাতা দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। ৭২ শতাংশ মানুষ বিশ্বাস করেন, তাঁদের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা বা পরিস্থিতি আগামী বছরের মধ্যে উন্নত হবে এবং ৬৫ শতাংশের বিশ্বাস, বাংলাদেশ রাজনৈতিকভাবে আরও স্থিতিশীল হয়ে উঠছে।
তবে ২০১৫ সালের নভেম্বরের চেয়ে নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। আর ২১ শতাংশ মনে করেন, এখন বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি মোকাবিলা করছে তা হলো অর্থনীতি।
জরিপে অংশ নেওয়া ৯ শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশ এখন দুর্নীতির সমস্যা মোকাবিলা করছে। তবে ২০১৫ সালে নভেম্বরে এ সংখ্যা ছিল ১৮ শতাংশ। অর্থাৎ ওই সময়ে ১৮ শতাংশ মনে করতেন বাংলাদেশ দুর্নীতির সমস্যা মোকাবিলা করছে। দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ বলেন, চাকরির ক্ষেত্রে তাঁদের ঘুষ দিতে হয়েছে।
ধর্মের চেয়ে রাজনৈতিক চরমপন্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন
আইআরআই এর আগেও বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, দুর্নীতি, সামাজিক ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে জরিপ চালালেও এই প্রথম চরমপন্থা নিয়ে জরিপ চালায়। উত্তরদাতাদের ৫৩ শতাংশ মনে করেন, বাংলাদেশে রাজনৈতিক চরমপন্থা একটি বড় সমস্যা। আর ৪৪ শতাংশ মনে করেন, ধর্মীয় চরমপন্থা বাংলাদেশে বড় একটি সমস্যা। উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই চরমপন্থার প্রধান কারণ কী? ৩৮ শতাংশ বলেন, এর প্রধান কারণ হলো ‘রাজনৈতিক মতপার্থক্য বা মতভিন্নতা’। ৬ শতাংশ মনে করেন, ধর্মীয় চরমপন্থা এবং ৪৭ শতাংশ উত্তর দানের বিরত ছিলেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন, উত্তরদাতাদের ১ শতাংশ সহিংসতাকে সমর্থন করলেও ৯৩ শতাংশ বলেছেন যে সহিংসতা সমর্থনযোগ্য নয়।
চলতি বছরের ৪ থেকে ২১ ফেব্র“য়ারি পর্যন্ত জরিপ চালানো হয়। জরিপে সম্ভাব্যতা নমুনা, ব্যক্তি এবং বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। আটটি (ময়মনসিংহসহ) বিভাগ, জেলা, শহর ও গ্রামাঞ্চলে জরিপ চালানো হয়েছে।
১৮ বছর বয়সী ২ হাজার ৫৫০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৪ শতাংশ জরিপে সাড়া দিয়েছেন। আন্তর্জাতিক মান বজায় রেখে জরিপ চালানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, আজ গ্রামগঞ্জে মানুষের অর্থনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ জন্য সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি। এ জন্য স্বাভাবিকভাবেই সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন আইনের মধ্যে থেকে শেখ হাসিনার মোকাবিলা, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন, বাজার স্থিতিশীল, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাখায় সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ছে। প্রথম আলো

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

ম্যাক্সিম বলেছেন: ৯৫ শতাংশ বললে কী দোষ ছিল !!!!!

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ৬০% নাম লিখতে জানে, বাকীরা জানে না; ৭৩% জরিপে মতামত দিতে পারে, কেমনে কি?

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

অদৃশ্য প্রতিভা বলেছেন: আমি মনে করি বাংলাদেশ শতভাগ উন্নয়নের সহিত এগুচ্ছে ! ৩০০০ কিংবা ৮০০ কোটি টাকা চুরি হলেও যেহেতু আমরা বলি এতো কিছুইনা তাতেই বোঝা যাচ্ছে আমরা কি পরিমান এগুচ্ছি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.