![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
ভোরের সূর্য বলেছেন: মীনা চরিত্রটি নির্দিষ্ট কার তৈরি এটা জানা যায়নি। আর এটা যে মোস্তফা মনোয়ার তৈরি করেছেন এই তথ্য মনে হয় সম্পূর্ণ ঠিক নয়।
মীণা আসলে ইউনিসেফের তত্বাবধানে ভারতে তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে ভারত, বাংলাদেশ,পাকিস্তান,নেপাল সব দেশেই দেখানো হয়। আর মীনার চরিত্রের কনসেপ্ট টা নেয়া হয়েছে ভারতের বিহার রাজ্যের রুপা সিং নামের একটি বাস্তব চরিত্রের মেয়ের সাথে যার বর্তমান বয়স ২০ বছর।
তাই যেহেতু পুরা কার্টুন টি ভারতে তৈরি হয়েছে এবং ভারতের বিহার রাজ্য থেকে বাস্তব কনসেপ্ট টি নেয়া হয়েছে তাই মীনা চরিত্রটি বাংলাদেশের মোস্তফা মনোয়ারের হবার কোন কারন নেই। এখানে দেখুন
মোস্তফা মনোয়ারের জীবনী পড়ে যা জানা যায় যে তিনি ‘মীনা কার্টুন’ বা অ্যানিমেশন ফিল্মের পরিকল্পকদের মধ্যেও তাঁর অবস্থান বেশ পোক্ত ছিল। তার মানে এই না যে মূল মীনা চরিত্রটি তার সৃষ্টি। এখানে দেখুন
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০
ভূতের কেচ্ছা বলেছেন: আমারই তৈরি করা কথা ছিল...........কিন্তু দেরী হচ্ছিল দেখে
"মোস্তফা আনোয়ার "তৈরি করেছে.........
মীনা : কেন্দ্রীয় চরিত্র। সে বিদ্যালয়ে যেতে ভালবাসে এবং নতুন কোন কিছু সম্পর্কে শিখতে ও জানতে চায়। প্রকৃতি প্রদত্ত ইন্দ্রিয়ের সাহায্যে ভাল-মন্দ বোঝার সক্ষমতা তার রয়েছে। গ্রামের যে কোন সমস্যা মোকাবিলা করতে গিয়ে পিছু হটে না। তার এ শক্তিশালী ক্ষমতা দিয়ে দক্ষিণ এশিয়ার শিশুদের উজ্জ্বল ভবিষ্যত সম্ভাবনার কথা তুলে ধরে। মীনা তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে প্রয়োজনীয় কাজ করে যায় ও কথা বলে চলে।
রাজু : মীনার পিঠেপিঠি ভাই।
মিঠু : মীনার সবচেয়ে কাছের বন্ধু ও তার পোষা টিয়া।
রাণী : মীনা-রাজুর ছোট্ট বোন।
দাদী : মীনা-রাজুর বৃদ্ধা দাদী।
বাবা-মা : মীনা-রাজুর বাবা-মা।
লালী : মীনাদের গরু।
মুনমুন : মীনাদের ছাগল।
মোড়ল : গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।
দোকানদার : সামন্ততান্ত্রিক, অত্যাচারী, শঠ চরিত্রের লোক। বাজারে তার দোকান আছে এবং তার ছেলে শহর থেকে ডাক্তারি পাশ করে এসেছে। কার্টুন ধারাবাহিকগুলোতে তিনিই মূলত খলনায়ক।
রিতা : মীনার স্কুলের উপরের শ্রেণীতে পাঠরত একজন আপু। পরবর্তীকালে তাঁর সাথে দোকানদারের ছেলের বিয়ে হয়।
দিপু : মীনার একজন দুষ্টু বন্ধু। বিভিন্ন সময়ে দিপুকে সচেতন করতে সহায়তা করেছে মীনার টিয়া মিঠু।
স্কুলের বড় আপা বা শিক্ষিকা : ইনি মীনাকে বিভিন্ন সমস্যায় সময় ও বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করেছেন।