![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেহের কোথাও অন্তরালে মনের ভেতরইতো মানুষের বসবাস; সুতরাং মৃত্যুটা তো ছোট গল্প বেঁচে থাকাটাই উপন্যাস।তবুও আমরা ছুটছি জীবনের পিছু.।
আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়।
তেমনি ভালোবাসি মুখে বারবার বললেই ভালোবাসা নয় ৷
কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি। প্রথমে ভালো লাগাটাই আসে পরে ভালো লাগার গভীরতা সৃষ্টি করে ভালোবাসা ৷
একদিন সব ভালো লাগার রাস্তা মিলে গেলেই , যোগ হতে শুরু করে ভালোবাসার গভীরতা ৷
সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি।
ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই।
একটা মনপাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই, যার আছে সেই ভালোবাসাকে পুষে রাখতে জানে ৷
সোজাকথায় বলতে ভালবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়াকেই বুঝায় ৷ এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না, হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে ৷
এই ভালোবাসা কখনও মানুষকে কাঁদায়, কখন হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়,কেউ বিশ্বাসঘাতকতা স্বিকার হয় ,কেউ ছলনার,কেউ পায় দিগন্ত জোড়া প্রশান্তি ৷
মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য। আবার এই ভালবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোস ও কখনো হয় না ৷
মোটকথা ভালোবাসাটা হলো বিবেক ও মনের যুদ্ধ ৷ তবে সব সময় মনেরই জয় হয় ৷আর তখনি একজন মানুষ ভালবাসা অনুভব করতে পারে এবং ভালোবাসার মূল্য দিতে পারে ৷ আর যখন বিবেক বা স্বার্থ দেখে মনের জয় হয়না তখনই ভালোবাসার মৃত্যু ঘটে ৷
আর আপনি এমন কাউকে জীবনে বেছে নিন যার ভেতরে প্রতিটি গুন বিদ্যমান ৷এমন কাউকে জীবনে বেছে নিন, যে আপনাকে পেয়ে গর্ব বোধ করবে ৷
আপনাকে অগাদ বিশ্বাসের চূড়ায় বসাবে ৷ আপনাকে হারানোর ভয়ে ভীত থাকবে ৷ আপনার ইচ্ছা গুলোকে পূরণ করার প্রচেষ্টায় থাকবে ৷
আপনাকে সম্মান করে আপনার যথেষ্ট কেয়ার অথবা যত্ন করবে ৷আপনি কিছু বলার আগেই সে অনেক কিছুই সে বুঝে ফেলবে ৷ছোট ছোট কারনে রাগ অভিমান আর ঝগড়া হতেই পারে তবে কখনই আপনাকে ছেরে থাকতে পারবে না ৷
আপনার গুণ,ভালো,মন্দ লক্ষ্য করে ভালো কে ভালো এবং খারাপ কে খারাপ-নির্দ্বিধায় বলে ফেলবে ৷ কারন সত্যিকার অর্থেই সে আপনাকে ভালোবাসে এবং আপনাকে সে সুখী দেখতে চায় ৷
ভালোবাসাতো এটাই প্রকৃতপক্ষে আর যার মাঝে এসবের ছিটেফাটা থাকেনা সত্যি বলতে সে লোক ভালোবাসতেই জানে না কোথাও না কোথাও সে ভালোবাসাতে ফরমালিন আছে৷
সে ফরমালিন ভালোবাসাগুলো কখনই দুটি মনের সমান্তরল রেখায় চলে না বরং যে যার মতো চক্রাকারে বৃত্ততে ঘূর্নায়মান রেখাতে ঘুরে ৷♥♥.
©somewhere in net ltd.