নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নই সাধারন তবু নই অসাধারন!!জীবনকে ভালোবাসি ,মানুষকে ভালোবাসি তবে কোন মানুষ নামের পশুকে ভালোবাসিনি!! মানুষ হিসেবে একদমই সাদামাটা আমি,কেউ চাইলেই আমার সরলতাকে খুন করে রক্তাক্ত করতে পারে!!কিন্তু ক্ষত হলেও ক্ষতি করতে পারবেনা!!

জাহান জারা মুন

দেহের কোথাও অন্তরালে মনের ভেতরইতো মানুষের বসবাস; সুতরাং মৃত্যুটা তো ছোট গল্প বেঁচে থাকাটাই উপন্যাস।তবুও আমরা ছুটছি জীবনের পিছু.।

জাহান জারা মুন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার রং

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৪

আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়।
তেমনি ভালোবাসি মুখে বারবার বললেই ভালোবাসা নয় ৷
কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি। প্রথমে ভালো লাগাটাই আসে পরে ভালো লাগার গভীরতা সৃষ্টি করে ভালোবাসা ৷

একদিন সব ভালো লাগার রাস্তা মিলে গেলেই , যোগ হতে শুরু করে ভালোবাসার গভীরতা ৷

সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি।

ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই।

একটা মনপাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই, যার আছে সেই ভালোবাসাকে পুষে রাখতে জানে ৷
সোজাকথায় বলতে ভালবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়াকেই বুঝায় ৷ এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না, হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে ৷

এই ভালোবাসা কখনও মানুষকে কাঁদায়, কখন হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়,কেউ বিশ্বাসঘাতকতা স্বিকার হয় ,কেউ ছলনার,কেউ পায় দিগন্ত জোড়া প্রশান্তি ৷

মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য। আবার এই ভালবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোস ও কখনো হয় না ৷

মোটকথা ভালোবাসাটা হলো বিবেক ও মনের যুদ্ধ ৷ তবে সব সময় মনেরই জয় হয় ৷আর তখনি একজন মানুষ ভালবাসা অনুভব করতে পারে এবং ভালোবাসার মূল্য দিতে পারে ৷ আর যখন বিবেক বা স্বার্থ দেখে মনের জয় হয়না তখনই ভালোবাসার মৃত্যু ঘটে ৷

আর আপনি এমন কাউকে জীবনে বেছে নিন যার ভেতরে প্রতিটি গুন বিদ্যমান ৷এমন কাউকে জীবনে বেছে নিন, যে আপনাকে পেয়ে গর্ব বোধ করবে ৷

আপনাকে অগাদ বিশ্বাসের চূড়ায় বসাবে ৷ আপনাকে হারানোর ভয়ে ভীত থাকবে ৷ আপনার ইচ্ছা গুলোকে পূরণ করার প্রচেষ্টায় থাকবে ৷

আপনাকে সম্মান করে আপনার যথেষ্ট কেয়ার অথবা যত্ন করবে ৷আপনি কিছু বলার আগেই সে অনেক কিছুই সে বুঝে ফেলবে ৷ছোট ছোট কারনে রাগ অভিমান আর ঝগড়া হতেই পারে তবে কখনই আপনাকে ছেরে থাকতে পারবে না ৷

আপনার গুণ,ভালো,মন্দ লক্ষ্য করে ভালো কে ভালো এবং খারাপ কে খারাপ-নির্দ্বিধায় বলে ফেলবে ৷ কারন সত্যিকার অর্থেই সে আপনাকে ভালোবাসে এবং আপনাকে সে সুখী দেখতে চায় ৷

ভালোবাসাতো এটাই প্রকৃতপক্ষে আর যার মাঝে এসবের ছিটেফাটা থাকেনা সত্যি বলতে সে লোক ভালোবাসতেই জানে না কোথাও না কোথাও সে ভালোবাসাতে ফরমালিন আছে৷
সে ফরমালিন ভালোবাসাগুলো কখনই দুটি মনের সমান্তরল রেখায় চলে না বরং যে যার মতো চক্রাকারে বৃত্ততে ঘূর্নায়মান রেখাতে ঘুরে ৷♥♥.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.