![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুনকির নাঈম। শৈশব থেকেই সাহিত্য ও জ্ঞানোর্জনে আসক্তি। শুধুমাত্র নির্দিষ্ট কোন বিষয়ের উপর বিশেষায়িত হওয়ার চেয়ে অনেক কিছুর উপরই সাম্যক ধারণা লাভে গুরুত্বারোপ করি। ভিন্ন নিকে সামুতে ব্লগিং করছি ২০১০ থেকে। প্রকৃত পরিচয়ে আপনাদের সামনে আবির্ভূত হয়েছি নিজের একান্ত অনুভূতিগুলো তুলে ধরার জন্য। পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর উপর। ভালবাসি ভ্রমণ,আড্ডা, সংগীত, কলা ,প্রযুক্তি, স্বেচ্ছাসেবাদান এবং সর্বোপরি জীবনকে উপভোগ করা। ঘৃণা করি ভণ্ডামি এবং ভণ্ডদের। আমি খুব প্রাণবন্ত উচ্ছল একজন মানুষ যে কিনা বিষণ্ণতার চাদরে সর্বদা নিজেতে অবগুণ্ঠিত থাকে। ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা।
কর্তৃত্ববাদীরা সর্বদা অন্যের মাথা সবচেয়ে সস্তায় কিনে নেওয়ার অভিসন্ধিতে তৎপর থাকে ।
যে কোন ক্রেতাই সর্বনিম্ন মূল্যে কোন কিছু কিনতে চায় । বাজারে বিদ্যমান অধিকাংশ ক্রেতাই ‘অল্প তেলে কড়া ভাজা’ স্টাইলে উৎকৃষ্ট মানের পণ্যও সস্তায় কিনতে আগ্রহী থাকে । এমনকি তাদের প্রত্যাশিত ক্রয়মূল্য বিক্রেতার পক্ষে উৎপাদন খরচও তুলে আনতে সমর্থ কিনা সে ব্যাপারে এই ধরনের ক্রেতারা ভ্রূক্ষেপহীন উদাস নয়ন । তেমনি কর্তৃত্ববাদী নেতিবাচক চরিত্রের মানুষগুলো অন্যের মাথা কিনে নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগে আগ্রহী ।
প্রথমত নেতিবাচক কর্তৃত্ববাদী ব্যাক্তি অন্যকে ডমিনেট করতে চায় । ডমিনেট করা আর নেতৃত্ব এক ব্যাপার নয় । নেতা অন্যকে রুল করে সর্বাধিক উতপাদনের লক্ষ্যে গাইড করার জন্য । কর্তৃত্ববাদী আপনাকে ডমিনেট করে আপনার মুন্ডু দিয়ে ফুটবল খেলার জন্য । নেতার নেতৃত্বের প্রতি অবিডিয়েন্সিতে আপনার স্বীয় স্বার্থ হাসিল হয়, কর্তৃত্ববাদীর ডমিনেশনে মূলত তাকে মাতবরির লাগাম প্রদান করা হয় । কর্তৃত্ববাদী চাঁদাবাজ সন্ত্রাসী কিংবা সামন্তপ্রভুর সাথে তুলনীয় । অতীতে সামন্তপ্রভুরা তার আওতাধীন সকল প্রজাদের কাছ থেকে চাঁদা (খাজনা) নিত, এমনকি তুলনামূলক ক্ষুদ্র সামন্তপ্রভুর কাছ থেকেও । বেশিরভাগ ক্ষেত্রেই কর্তৃত্ববাদী নিজেকে বিগ ফিশ/ রাঘব বোয়াল হিসেবে জাহির করে যে কিনা মূলত অন্য ছোট মাছকে খেয়ে নিজে বড় হতে চায় । অন্যদিকে নেতা নেতৃত্ব দিয়ে ছোট মাছকে বড় হতে সাহায্য করে । প্রকৃত নেতা ইতিবাচক কর্তৃত্ববাদীতা বহন করে যেখানে একজন নেতিবাচক কর্তৃত্ববাদী আপনাকে ব্যবহার করে আপনাকেই খুবলে খেতে চায় , কিংবা শুধুই মাতবরি করার মাধ্যমে আপনার জীবনে ‘গায়ে মানে না আপনি মোড়ল’ হতে চায় ।
একজন নেতিবাচক কর্তৃত্ববাদী প্রকৃত নেতা নয় । তার মধ্যে নেতৃত্বের কোন গুণাবলী থাকে না যা দ্বারা সে অন্যের উপকারের স্বার্থে অন্যকে লীড/রুল করবে । একজন কর্তৃত্ববাদী মূলত আপনার উপর প্রভুত্ব ফলাতে চায়, আপনাকে নেতৃত্বের আওতায় নিয়ে আসতে নয় ।
যেহেতু, একজন কর্তৃত্ববাদীর মূল লক্ষ্য আপনার উপর প্রভুত্ব ফলানো তাই সে আপনাকে প্রকৃত সহযোগীতা না করে সহযোগীতার ভাণ করবে । যখন আপনার লাঞ্চের ক্ষুধা লাগবে তখন সে আপনাকে সামর্থ্য থাকা সত্ত্বেও দুপুরে নাস্তা খাওয়াবে । কথা হচ্ছে, আপনাকে সাহায্য সহযোগীতা করতে কি কেউ বাধ্য ? না, অবশ্যই না । এমনকি কর্তৃত্ববাদীরও কোন দায়বদ্ধতা নেই আপনাকে সহযোগীতা করার । কিন্তু, কর্তৃত্ববাদী সহযোগীতার ভাণে মূলত আপনার মাথা কিনতে আপনার কাছে এগিয়ে আসবে । আপনার মাথার যোগ্য মূল্য প্রদান না করেই আপনার নিয়ন্ত্রণ নিয়ে প্রভুত্ব ফলাতে চাইবে ।
মানুষ নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়, মাথা বিক্রি করতে নয় । আংশিক মানুষ প্রকৃত মূল্যে অন্যের কাছে নিজের মাথা বিক্রি করে দিতে আগ্রহী । অপরপক্ষে , কিছু মানুষ জগতের সমস্ত কিছুর বিনিময়েও মাথা বিক্রি করতে চায় না । এই শেষ প্রকার মানুষেরা কর্তৃত্ববাদীদের নিকট গণশত্রু, ভীষণ অজনপ্রিয় ।
আমাদের সমাজ কর্তৃত্ববাদীতে সয়লাব । দেখাদেখি নেতিবাচকতার চর্চা চলায় এবং পারিবারিক ও ব্যাক্তিগত শিক্ষায় নৈতিকতার চর্চার অভাব মানুষকে ক্রমান্বয়ে সকল প্রকার নেতিবাচক বৈশিষ্ট্যের অধিকারী করছে । কর্তৃত্ববাদ তেমনি এক নেতিবাচক বৈশিষ্ট্য । নেতিবাচকতার মাকড়সার জাল বিছানো সমগ্র সমাজজুড়ে ।
আপনাকে শাসন করার জন্য কর্তৃত্ববাদী ফাঁদ পেতে বসে থাকে । সে ফাঁদে পা দিয়ে নিজের সার্বভৌমত্ব বিক্রি করবেন নাকি মাথা বাঁচিয়ে চলবেন তা আপনার রুচি, যোগ্যতা এবং পরিস্থিতির উপর নির্ভরশীল ।
নেতা চিনুন, কর্তৃত্ববাদী চিনুন, প্রকৃত নেতাকে মূল্যায়ন করতে শিখুন । কর্তৃত্ববাদ নিপাত যাক, সার্বভৌমত্ব মুক্তি পাক ।
লেখনী ও লেখনীর স্বত্বাধিকার : মুনকির নাঈম সানি
সৃজিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৭
*লেখকের অনুমতি ব্যতীত লেখার কোন প্রকার অংশ গ্রহণ এবং প্রকাশ করা যাবে না ।
----------------------------------------------------------------------------------------------------------
লেখকের অন্যান্য পোস্ট :
#দু মুহূর্তের অনুভূতি (ছোট গল্প )
#জীবন কড়চা (নিবন্ধ)
#মানুষ কেন ভালবাসে? /প্রেমাখ্যান (নিবন্ধ)
#ভালবাসায় ঠগবাজি এবং প্রাচ্য ভাবনা (নিবন্ধ)
©somewhere in net ltd.