![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামের সার্থকতা রক্ষার চেষ্টায় আছি।
১৭ই মার্চ ১৯৩৫, রবিবার।
সকালবেলা।
খবরের কাগজ খোলার সাথে সাথে পুরো বিশ্ববাসীর কাছে ধরা পড়ে এক চাঞ্চল্যকর তথ্য। প্রায় প্রতিটি দেশের সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পায় নিম্মলিখিত এই খবরটি...
"১৯১৮ সালে, প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের শাস্তি স্বরূপ, জার্মানির উপর আরোপিত ভার্সাই চুক্তির একটি প্রধান শর্ত অমান্য করে, জার্মান একনায়ক অ্যাডলফ হিটলার একটি নতুন আইন জারি করেছেন। এই আইন জারির মাধ্যমে হিটলার জার্মান সমরাস্ত্রীকরণকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলেন। গতকালের ভাষণে হের হিটলার ভার্সাই চুক্তি অনুমোদিত আকারের চেয়েও বড় আকারের একটি সেনাবাহিনীর অস্তিত্বের কথা স্বীকার করে নেন। তিনি এও বলেন যে বর্তমান শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর আকার ধরা হয়েছে ১২টি আর্মি কর্প্স, যার অধীনে থাকবে ৩৬টি আর্মি ডিভিশন।........."
এর আগের দিন, তথা ১৬ই মার্চ, হিটলার যখন সমরাস্ত্রীকরণের ঘোষণাটি দিচ্ছিলেন, সত্যই তিনি ছিলেন অতি আত্মবিশ্বাসী। তবে তার এই আত্মবিশ্বাস বিফলে যায়নি। অনেকে বলাবলি করছিলেন যে এমন ঘোষণা দেওয়ার সাথে সাথে, দুই ইউরোপীয় পরাশক্তি তথা ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ব্রিটেন না করলেও অন্তত ফ্রান্স যে করবে এ বিষয়ে অনেকেই মতামত প্রকাশ করতে থাকেন। কিন্তু বাস্তবে তা হয়নি। হিটলারের ধারণাকে সত্য প্রমাণিত করে ব্রিটেন এবং ফ্রান্স তীব্র ভাষায় প্রতিবাদ ব্যতিরেকে আর কিছুই করল না। ফলে ঘোষণাটি দেওয়ার মাধ্যমে হিটলার যে জুয়া খেলেছিলেন, তাতে তিনি জিতে যান।
ইংরেজীতে একটি প্রবাদ আছে, "Keep your friends close, but your enemies closer"। হিটলার তার শত্রুদের মন মানসিকতা সম্পর্কে ভালো করে জানতেন। তিনি সঠিকভাবে ধারণা করতে পেরেছিলেন যে, ব্রিটেন এবং ফ্রান্স নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে এতই ব্যস্ত রয়েছে যে, আরেকটি যুদ্ধ শুরু করবার মত ক্ষমতা তাদের নেই। ফ্রান্স আক্রমণের চেয়ে রক্ষণের দিকে মনোযোগ দিয়েছিল বেশী। সে তার অর্থনীতির একটি বিরাট অংশ খরচ করে জার্মান-ফ্রেঞ্চ সীমান্তে যুগান্তকারী ম্যাজিনো লাইন(একটি ডিফেন্সিভ লাইন) তৈরিতে। ফ্রান্সের বিশ্বাস, কোনো জার্মান সেনাবাহিনীই, তা যত বড়ই হোক না কেন, এই লাইন পেড়িয়ে ফ্রান্সে প্রবেশ করতে পারবে না।
ম্যাজিনো লাইন। লক্ষ্য করুন লাইনের দুর্বল এবং শক্তিশালী অংশগুলোর দিকে। ফ্রান্সের ইচ্ছা ছিল লাইনটিকে উত্তরে সমুদ্র পর্যন্ত দুর্ভেদ্য করে গড়ে তোলার। কিন্তু অর্থ সল্পতার কারণে, জার্মান-ফ্রেঞ্চ সীমান্তে, লাইনের অংশগুলোকে কেবলমাত্র তারা আপাত দুর্ভেদ্যরূপে গড়ে তুলতে পেরেছিল। আরও লক্ষ্য করুন, উত্তরে জার্মানির সাথে ফ্রান্সের সরাসরি সীমান্ত ছিল না। এই কারণে সেখানে লাইনের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল ছিল। তাছাড়া ফ্রেঞ্চ-বেলজিয়াম সীমান্তে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল "আর্দেন" নামক ঘন বনাঞ্চল। ফ্রেঞ্চরা আর্দেন বনকে একটি প্রাকৃতিক দেয়াল হিসেবে ধরে নিয়েছিল। তারা ভেবেছিল কোনো জার্মান বাহিনী এই আর্দেন দিয়ে ঢুকতে পারবে না। আর জার্মানি ফ্রান্সের এই ভুল বিশ্বাসেরই সুযোগ নেয়। ১৯৪০ সালে ফ্রান্সের যুদ্ধে জার্মান প্যানযার বাহিনী বিদ্যুৎ গতিতে এই আর্দেন দিয়েই ম্যাজিনো লাইন ভেদ করে ফ্রান্সে ঢুকে পড়ে।
আর ব্রিটেন, সে তখনও ১৯৩০ সালের অর্থনৈতিক মন্দার কুপ্রভাব থেকে কাটিয়ে উঠতে পারেনি। তাছাড়া ব্রিটেন যে কোনো মূল্যে আরেকটি মহাযুদ্ধ এড়ানোর চেষ্টা করেছিল। এই জন্যে সে বেছে নিয়েছিল আপোষের নীতি। ব্রিটেনের অনেকেই মনে করতেন যে, জার্মানির সাথে ১৯১৮ সালে মাত্রাতিরিক্ত কঠোর আচরণ করা হয়েছে। এই কারণে হিটলারকে কিছুটা ছাড় দেওয়া যেতেই পারে। এই ছিল ব্রিটেনের মনোভাব।
****
সত্যই জার্মানির জন্যে এটি ছিল একটি বড় ধরণের অর্জন। আর তা শুধু মাত্র সম্ভব হয়েছিল এ অদ্ভুত গোফওয়ালা একনায়কের কারণে। ১৭ই মার্চ, পুরো জার্মানি জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ভার্সাই চুক্তির করালগ্রাস থেকে জাতি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। অধিকাংশ জার্মান মনে করেন, হের হিটলারের কারনে জাতির সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই দিন বার্লিনের স্টেট অপেরা হাউসে হিটলার নিজে উপস্থিত ছিলেন। তার পাশে ছিল তার অনুগত জেনারেলগণ। জেনারেলগণের চেহারা দেখেই বলে দেওয়া যাচ্ছিল যে, বিস্ময়ের ঘোর তারা এখনো কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু তারা যারপরনাই খুশি। খুশি হবার আরেকটি কারণ হল, সেনাবাহিনীর আকার ৩৬টি ডিভিশন পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ১৯৩৫ সালে সেনাবাহিনীর আকার ২১টি ঢিভিশন পর্যন্ত রাখার পরিকল্পনা করা হয়েছিল। ৩৬টি ডিভিশন ছিল অপ্রত্যাশিত এক উপহার। হিটলারের নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে, হিটলারের প্রতি জেনারেলদের কৃতজ্ঞতার শেষ থাকে না।
***
ফেব্রুয়ারী ১৯৩২ সাল, হিটলারের ক্ষমতা গ্রহণের এক বছর আগের কথা।
বিশ্ব নিরস্ত্রীকরণ সভা(World Disarmament Conference),
জেনেভা।
সভায় দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে। উভয় পক্ষের গোয়ার্তুমির কারণে কোনো ধরণের সমঝোতায় পৌছানো সম্ভব হচ্ছে না। সভায় জার্মান ওয়াইমার রিপাবলিক সরকারের কূটনীতিকদের তখন এক দফা এক দাবি, তা হল "Gleichberechtigung", অর্থাৎ সকল পরাশক্তির অস্ত্র ভাণ্ডারে সমতা আনায়ন করা। এটি দুভাবে করা যাবে, হয় জার্মানিকে অন্যদের সমপর্যায়ে পৌছুতে সুযোগ দিতে হবে, অথবা বাকিদের জার্মানির পর্যায়ে নেমে আসতে হবে।
কিন্তু অন্য দিকে ফ্রান্সের দাবি হল তার নিজের নিরাপত্তা নিশ্চিত করা। জার্মানিকে সমরাস্ত্রীকরণের সুযোগ দিলে তা ফ্রান্সের জন্যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। জার্মানির পর্যায়ে নেমে আসার তো প্রশ্নই আসে না। ফ্রান্সের দাবি হল, ভার্সাই চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদের শর্তটিকে বহাল রাখা। পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জার্মানির সেনাবাহিনীর সৈন্য সংখ্যা হবে ১ লাখ মাত্র। আবার জার্মানির দাবি মেনে নিলে এই শর্তটিকে অমান্য করতে হবে, কিন্তু এতে ফ্রান্সের দাবি উপেক্ষিত হবে। সমঝোতাকারী হিসেবে সভায় যোগদান করা ব্রিটেন পুরোপুরি বিপাকে পড়ে যায়।
কিন্তু ব্রিটেন এ কথাটি জানত যে ততকালীন সময়ে জার্মানিতে ওয়াইমার রিপাবলিক সরকারের অবস্থা ছিল শোচনীয়। ওয়াইমার রিপাবলিক সরকারের কতিপয় উল্লেখযোগ্য ব্যর্থতা, বিশেষ করে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে ব্যর্থতার কারণে, তারা জনগণের সমর্থন হারাচ্ছিল। ব্রিটেন এও জানত যে, জার্মানিতে এক নতুন শক্তির আবির্ভাব ঘটেছে। এই নতুন শক্তির নেতা একজন অতি দক্ষ সংঘটক এবং এক দারুণ বক্তা। নাম অ্যাডলফ হিটলার। দিন দিন তার অনুসারীর সংখ্যা বাড়ছে। আঁতকে উঠার মত আরেকটি ব্যাপার হল এই যে, নেতাটি একনায়কতন্ত্রে বিশ্বাসী। তিনি নির্বাচনে জিতলে জার্মানিতে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এখন জনগণের সমর্থনের পাল্লা পুনরায় ওয়াইমার রিপাবলিকের অনুকূলে আনবার জন্যে দরকার একটি বড় ধরণের সাফল্য। ওয়াইমার রিপাবলিক সেই লক্ষ্য অর্জন করতে চাচ্ছিল বিশ্ব নিরস্ত্রীকরণ সভায় সাফল্য তথা "Gleichberechtigung" অর্জনের মাধ্যমে। কিন্তু ফ্রান্সের কারণে তা সম্ভব হচ্ছিল না। অবশ্য, পরবর্তীতে ব্রিটেনের অনবরত চাপের কারণে, ফ্রান্স তার অনড় অবস্থান থেকে সরে আসে এবং জার্মানির সমরায়নের ব্যাপারে সে নিমরাজি হয়। কিন্তু সমরায়নের মাত্রা সম্পর্কে সেদিন আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
****
১৯৩৩ সাল, এবার জার্মানির গদিতে হিটলার।
বিশ্ব নিরস্ত্রীকরণ সভা(World Disarmament Conference),
জেনেভা।
এবারের সভায় জার্মান পরিকল্পনা হল ফ্রান্সকে ফাঁদে ফেলে ব্রিটেনের সমর্থন আরো ভালো ভাবে আদায় করে নেওয়া, যাতে সমরাস্ত্রীকরণের মাত্রা সম্পর্কে আলোচনার সময় সুবিধা পাওয়া যায়। সেদিন সভা শুরু হবার পর থেকেই সমরাস্ত্রীকরণের মাত্রা বিষয়ক প্রতিটি জার্মান প্রস্তাব ফ্রান্স কর্তৃক প্রত্যাখ্যাত হচ্ছিল। আসলে এটি ছিল ফ্রান্সের জন্যে পাতা জার্মানির ফাঁদ। জার্মানি প্রকৃতপক্ষে এভাবে ফ্রান্সের ধৈর্য পরীক্ষা করছিল। জার্মানি জানত যে ফ্রান্স তাদের কোনো প্রস্তাবই মেনে নিবে না। অন্যদিকে ফ্রান্সের এমন আচরণে ব্রিটেনের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। সেদিন সভা চলাকালীন সময়েই জার্মানি রাগান্বিত হয়ে সভা ত্যাগ করে। জার্মানরা জোড় গলায় বলতে লাগলো যে গোয়াড় ফরাসীদের সাথে কোনো শান্তিপূর্ণ চুক্তি করাই সম্ভব না। পুরো বিশ্ববাসীর কাছে তখন এই ধারণা বলবৎ হয়ে যায় যে, একমাত্র ফ্রান্সের সুবিধাবাদী মনোভাবের কারণে গোটা ইউরোপীয় শান্তি অর্জনের সম্ভাবনা জলে গেল।
ফ্রান্সকে কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটা জার্মানি খুব ভালো করেই জানে!!!
****
ভার্সাই চুক্তি অনুসারে, জার্মানির ক্ষেত্রে সমরাস্ত্রীকরণের উপর নিষেধাজ্ঞা আরোপিত হলেও, প্রকৃতপক্ষে সেই ১৯২০ সাল থেকে জার্মানি অত্যন্ত গোপনে সমরাস্ত্রীকরণ করে আসছিল। হিটলারের আমলে এসে এই সমরাস্ত্রীকরণ এমন বৃহৎ আকার ধারণ করে যে তা আর গোপন রাখা সম্ভবপর হয়নি। ব্রিটেন এবং ফ্রান্সের নাকের ডগা দিয়ে হিটলার পাড় পেয়ে যাচ্ছিলেন। আর তাছাড়া ভার্সাই চুক্তির অনেকগুলো শর্তে বেশ গড়মিল ছিল। যেমন, ভার্সাই চুক্তি জার্মান সাবমেরিন ক্রুদের বিদেশে ট্রেনিং নেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। এভাবে আইনের ফাঁক গলে জার্মানি সমরায়ন চালিয়ে যেতে থাকে।
১৯৩৩ সালে, হিটলার সেনাবাহিনীর সৈন্যসংখ্যা ১ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ করবার অনুমতি প্রদান করেন। সেই সাথে প্রাথমিকভাবে ১০০০ যুদ্ধবিমান বিশিষ্ট একটি বিমানবাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। হিটলার বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব দেন ১ম বিশ্বযুদ্ধের ফাইটিং এইস হেরমান গোয়েরিংকে। সেনাবাহিনী এবং বিমানবাহিনী সম্প্রসারণের জন্যে প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হয় ভুয়া কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে।
ওয়াইমার রিপাবলিক সরকারের আমলে বিমানবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হত অত্যন্ত গোপনে। বেসামরিক পাইলটদের প্রশিক্ষণ কেন্দ্রে সামরিক পাইলটদের প্রশিক্ষণ প্রদান করা হয়। কিন্তু এতে পাইলটদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হচ্ছিল না। কেননা উন্নতমানের প্রশিক্ষণ বিমান ব্যবহার করলে, ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। এই কারণে জার্মানি তার আদর্শগত শত্রু সোভিয়েত ইউনিয়নের কাছে শরণাপন্ন হয়। সোভিয়েত শহর লিপ্সটেকে প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয় এবং জোড় কদমে প্রশিক্ষণ চলতে থাকে।
তবে হিটলারের ক্ষমতা গ্রহণের পর জার্মানির অভ্যন্তরেই উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। German Air Sports Association নামক একটি ক্রীড়া সংস্থার আড়ালে প্রশিক্ষণ প্রদান চলতে থাকে।
****
২১শে মার্চ ১৯৩৫ সাল।
সন্ধ্যাবেলা।
সমরাস্ত্রীকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাঁচ দিন পর, হিটলার পুনরায় খবরের কাগজের শিরোনাম হলেন। এবার তিনি আবির্ভুত হলেন শান্তির দূত হিসেবে। বিশ্ববাসীর কাছে তিনি নিজেকে তুলে ধরলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাওয়া এক অকুতোভয় সৈনিক হিসেবে। সহিষ্ণুতা এবং শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে সেদিন তিনি গোটা বিশ্ববাসীর মন জয় করে নিয়েছিলেন। সেদিন হিটলার তার ভাষণে বলেন, "যুদ্ধ বিভীষিকারই নামান্তর। ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোকে দখল করার ইচ্ছা জার্মানির আর নেই। জার্মানি শান্তি কামনা করে কেননা জার্মান রাষ্ট্রের শান্তির বড়ই প্রয়োজন। চূরান্ত শান্তি অর্জনের লক্ষ্যে জার্মানি এরই মধ্যে ফ্রান্সের দখল করা আলসাস এবং লোরেইনের উপর তার সকল দাবী তুলে নিয়েছে। পোল্যান্ডের সাথে জার্মানি যে দশ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছে, জার্মানি তা করেছে একমাত্র শান্তির জন্যে, এবং সে এমন কোনো কিছু করবে না যাতে শান্তি ব্যহত হয়। পোল্যান্ড আমাদের কাছে এক মহান রাষ্ট্র হিসেবে গণ্য হবে। জার্মানি এমন কিছু করবে না, যাতে বন্ধু রাষ্ট্র অষ্ট্রিয়ার সার্বভৌমত্বে কোনো ধরনের ক্ষতি হয়.........।"
****
২১শে মার্চ, ১৯৩৫ সাল।
সেই ঐতিহাসিক শান্তির বাণী প্রচারের কয়েক ঘন্টা আগে।
হিটলার অতি গোপনে জার্মান প্রতিরক্ষা আইন পাশ করলেন। এই আইন অনুযায়ী ডক্টর জালমার শাখ্টকে জার্মান সমরকালীন অর্থনীতির দায়িত্ব প্রদান করা হয়। সেই সাথে সেনাবাহিনীর নতুন নাম রাখা হয় ওয়েরমাখ্ট। মিনিস্টার অফ ডিফেন্স ভন ব্লমবার্গকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তাকে অতিরিক্ত একটি পদও প্রদান করা হয়, তা হল সেনাবাহিনীর কমান্ডার ইন চীফ। আর সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার স্বয়ং হিটলার। চীফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব প্রদান করা হয় জেনারেল বেককে।
এই ঘটনার কয়েক ঘন্টা পর হিটলার যখন সেই বিখ্যাত শান্তির ভাষণ প্রদান করেন, তখন তার কণ্ঠ একটুও কাঁপেনি।
****
ভার্সাই চুক্তির চতুর্থ অনুচ্ছেদে অনুযায়ী জার্মান নৌবাহিনীর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। ভার্সাই চুক্তি অনুযায়ী, নৌবাহিনীতে কোনো সাবমেরিন থাকতে পারবে না। থাকতে পারবে না নৌবাহিনীর বিমান এবং ব্যটলশীপ। নৌবাহিনীতে ১০০০০টনী হেভী ক্রুজার থাকতে পারবে সর্বোচ্চ ছয়টি। ৬০০০টনী লাইট ক্রুজার থাকতে পারবে সর্বোচ্চ ছয়টি। ৮০০টনী ডেস্ট্রয়ার থাকতে পারবে ১২টি। টরপেডো বোট থাকতে পারবে ১২টি।
স্পষ্টতই ভার্সাই চুক্তির চতুর্থ নং পরিচ্ছেদের উদ্দেশ্য ছিল জার্মান নৌবাহিনীকে পঙ্গু করে রাখা।
১৯৩৪ সালের নভেম্বর মাসে, ব্রিটেনের কাছে জার্মানি থেকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব আসে। প্রস্তাবটি বড়ই অদ্ভুত। প্রস্তাবে বলা হয় যে জার্মানি ব্রিটেনের সাথে নৌবাহিনী গড়ার প্রতিযোগিতায় যেতে চায় না। সে নৌ পথে ব্রিটেনের আধিপত্য মেনে নিতে রাজি আছে। বিনিময়ে জার্মান নৌবাহিনীকে ব্রিটেনের মোট নৌবাহিনীর ৩৫% পর্যন্ত সম্প্রসারণের সুযোগ দিতে হবে। এই প্রস্তাবটি ছিল পুরোপুরি হিটলারের মস্তিষ্ক প্রসূত।
এই প্রস্তাবটি ১৯৩৫ সালের ১৮ই জুন ব্রিটেন গ্রহণ করে এবং জার্মানি এবং ব্রিটেনের মধ্যে নৌ চুক্তি সাক্ষরিত হয়।
এখন প্রশ্ন উঠতে পারে যে, স্বয়ং হিটলার এমন অদ্ভুত প্রস্তাব করতে গেলেন কেন?
১ম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ব্রিটেনের সাথে নৌশক্তিতে টক্কর দেওয়ার চেষ্টা করে। এতে তার সম্পদের প্রভূত ক্ষতি হয়। ১ম বিশ্বযুদ্ধের একজন অভিজ্ঞ সৈনিক হিসেবে হিটলার এই অসম প্রতিযোগিতার কুফল অনুধাবন করতে পেরেছিলেন। এ কারণে চ্যান্সেলর হবার পরে হিটলার ব্রিটেনের সাথে নৌশক্তিতে টেক্কা দেওয়ার পরিকল্পনা বাদ দেন। হিটলারের মতে, ব্রিটেনের সাথে ৩৫:১০০ অনুপাতের একটি চুক্তি করলে এক দিক দিয়ে যেমন ভার্সাই চুক্তিকে অমান্য করা যায়(৩৫% ছিল ভার্সাই চুক্তি অনুমোদিত নৌবাহিনীর মাত্রা থেকে অনেক বেশী), তার উপর এই চুক্তির বদৌলতে ব্রিটেনও জার্মানিকে সম্ভাব্য শত্রু তালিকা থেকে বাদ দিবে। সহজেই ব্রিটেনের সুনজরে থাকা যাবে। আর তাছাড়া ব্রিটেনের সাথে যদি কোনোকালে যুদ্ধ বেঁধেও যায়, তাহলে নিজেদের অতি পরাক্রমশালী সেনাবাহিনী তো আছেই। ব্রিটিশরা মুড়ি মুরকির মত উড়ে যাবে জার্মানদের বিদ্যুতগতি মোকাবেলা করতে গিয়ে।
অন্য দিকে জার্মানদের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে ব্রিটিশরা উৎফুল্ল হয়ে উঠল। ১ম বিশ্বযুদ্ধের বিরক্তিকর প্রতিযোগিতার কথা তারাও ভুলেনি। আর তাছাড়া অর্থনৈতিক মন্দার কারণে ব্রিটিশদের অনেক সীমাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছিল। এমতাবস্থায় জার্মানরা যদি ১ম বিশ্বযুদ্ধের মত প্রতিযোগিতায় নামে তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে। এ কারণে ব্রিটিশদের কাছে এই চুক্তিই শ্রেয় বলে মনে হল। ব্রিটিশদের মতে, ৩৫:১০০ অনুপাত মেনে চললে তাদের পক্ষে জার্মান নৌবাহিনী সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হবে। তারা এও ভেবে বের করল যে, ৩৫% পর্যন্ত পৌছুতে জার্মানির সর্বনিম্ম ১৯৪২ সাল পর্যন্ত সময় লেগে যাবে। এ অনুপাতের কারণে যে কোনো ধরনের নৌ যুদ্ধে অবধারিতভাবে তাদের হারিয়ে দেওয়া যাবে।
এছাড়া ব্রিটিশ ধারণা ছিল, এই চুক্তির মাধ্যমে জার্মানির সাথে পরবর্তীতে বিভিন্ন ধরণের নিরস্ত্রীকরণ চুক্তি সম্পাদন করা সম্ভবপর হবে।
এসব কারনে ব্রিটিশরাও এই চুক্তিতে রাজি হয়ে যায়।
১৯৩৫ সালের জুনের ১৮ তারিখ, নিজের ঘনিস্ট মিত্র তথা ফ্রান্সের সাথে কোনো পরামর্শ না করেই, ব্রিটেন জার্মানির সাথে এই চুক্তি সাক্ষর করে ফেলে।
****
হিটলারের স্বপ্ন ছিল একটাই, তার জার্মানির মানুষের জন্যে দুবিঘা জমির ব্যবস্থা করা। এই দুবিঘা জমির জন্যে ১৯৩৯ সালের অগাস্ট মাসে যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, তখন হিটলারের জার্মান সেনাবাহিনীতে ছিল ১০লাখ সৈন্য। বিমানবাহিনীতে ৮৬২০টি বিমান। এত অল্প সময়ের মধ্যে তিনি কি করে একটি পঙ্গু রাষ্ট্রকে একটি যোদ্ধা জাতিতে পরিণত করেছিলেন, তা ভাবলে অবাক হতে হয়।
****
এই সিরিজের অন্যান্য পর্বগুলোঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ(অষ্টম পর্ব) "যে সমাজে বই পুড়িয়ে ফেলা হয়, সে সমাজের মানুষগুলোর আগুনে পুড়ে মৃত্যু নিয়তি নির্ধারিত।"
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ(সপ্তম পর্ব) গেস্টাপো(GeStaPo)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ(ষষ্ঠ পর্ব) The Triumph of the Will(ছবি+মুভি ব্লগ)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ(৫ম পর্ব) "হিটলার, জার্মানির ফুয়েরার"।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ(৪র্থ পর্ব) operation hummingbird
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ(৩য় পর্ব) the night of the long knives
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ(২য় পর্ব) Hitler becomes Dictator
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ(১ম পর্ব) রাইখস্টাগ অগ্নিকান্ড(The Reichstag on fire)
****
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমার আগের সব লেখার লিংক।
৩০ শে জুন, ২০১৩ রাত ১:৩৪
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অবশ্যই। অনেক ধন্যবাদ টুম্পা মনি।
২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয়তে নিয়ে রাখলাম। ধীরে ধীরে সবগুলো পোস্ট আবার পড়তে হবে।
দুর্দান্ত পোস্টে ++++
৩০ শে জুন, ২০১৩ রাত ১:৪৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই আমি অনেক দিন ব্লগে আসতে পারি নাই। আপনার অনেক লেখা মিস হয়েছে।
আপনি কেমন আছেন?
কষ্ট করে আবার পড়বেন শুনে যারপরনাই ভালো লাগলো।
৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:১০
অ্যামাটার বলেছেন: এক টানে পড়লাম। হিটলারের বিমান ক্রু-রা প্রশিক্ষন নিয়েছে সোভিয়েত ইউনিয়নে। আবার সোভিয়েতের সাথে তাদের অনাক্রমন চুক্তিও ছিল। তাহলে কেন অহেতুক অর্ধেক ইউরোপ দখন করার পরও বিশাল সোভিয়েত আক্রমন করতে গেল, সেটাই প্রশ্ন! জার্মানির অজেয় সৈন্যবাহিনী তো তখন চাইলেই ব্রিটেন দখল করে ফেলতে পারত, তাহলে হয়ত ইতিহাসের গতি ঘুরে যেত।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৫২
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আসলে ওয়াইমার সরকারের আমলে জার্মান পাইলটরা সোভিয়েতে গিয়ে গোপনে প্রশিক্ষণ নিয়ে আসত।
হিটলার ক্ষমতা দখলের বছরেই এটি বন্ধ করে দেন এবং নিজ দেশেই ট্রেনিং এর ব্যবস্থা করেন।
আর সোভিয়েত জার্মান অনাক্রমণ চুক্তি হয় ১৯৩৯ এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্র কয়েকদিন আগে। হিটলার ব্রিটেন এবং ফ্রান্সকে বাঁশ মারার জন্যে এবং সেই সাথে উভয় ফ্রন্টে যুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্যে এই কাজটি করেছিলেন।
৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:৪৬
রামন বলেছেন:
উচ্চাভিলাষ থাকা ভাল কিন্তু মাত্রাধিক্য যে কোনো কিছুই হিতে বিপরীত হয়। হিটলারের মাত্রাধিক্য উচ্চাভিলাষ ছিল তার পতনের মূল কারণ। ইতিহাস থেকে আমাদের অনেক কিছুই শিক্ষনীয় আছে। পোস্টে প্লাস।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৪
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হুম হিটলার ভেবেছিলেন যে শত্রুর মন তিনি পড়তে পারতেন। অনেকাংশে তিনি এতে সফল ছিলেন বটে। পরে আত্মবিশ্বাস এত বেশী বেড়ে গিয়েছিল যে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এ জন্যে তাকে পস্তাতে হয়।
৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ৩:৩৬
বাংলার হাসান বলেছেন: দুর্দান্ত পোস্টে +++
তথ্য বহুল পোষ্টের জন্য ধন্যবাদ রইল।
পরের পর্বের অপেক্ষায়।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ বাংলার হাসান।
৬| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৭
বাংলাদেশী দালাল বলেছেন:
পুরো সিরিজটা পরার নেশায় চেপে গেলো। পরের পর্বের অপেক্ষায় আর তাবতাক অগের গুলো পড়তে থাকি।
++++ সহ ধন্যবাদ।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আশা করি আপনি পড়েছেন এবং আশা করি আপনি নিরাশ হন নাই।
ধন্যবাদ ভাই।
৭| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:২৪
উড়োজাহাজ বলেছেন: হুম! আকর্ষনীয় বিষয়। প্রিয়তে রাখলাম। হিটলারকে খুব ভাল লাগে।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৬
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ।
৮| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৯
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল। অনেক দিন পরে আসলেন। ভাল থাকুন।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই ঢাকাবাসী, কেমন আছেন আপনি?
হ্যাঅনেক দিন পরে আসলাম। আপনার লেখাগুলো মিস করেছি। কিন্তু চিন্তার কিছু নেই, অবশ্যই তা পড়ে নেওয়া হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু লেখা দিয়েছেন দেখছি, সেগুলাই অগ্রাধিকার পাবে।
৯| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:০৭
নীল বরফ বলেছেন: আপনার এই লেখাগুলো অসাধারন।পড়ে অনেক ভালো আর কাজে লাগে ভাই।++++।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আরে ভাই কেমন আছেন? আপনি নতুন আর ফটোপোস্ট দেননি কেন?
অনেক ধন্যবাদ ভাই প্রশংসার জন্যে।
১০| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++
অনেক কিছুই জানতাম না।
আপনার সবগুলো পোস্ট একটা একটা করে পড়ছি
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাই, কষ্ট করে পড়ার জন্যে। জানাবার জন্যেই তো লিখি, আপনাদের সামান্য উপকার হলেই আমি সার্থক।
১১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৫
জামিনুর রহমান বলেছেন: লেকাটা ভালো লাগলো ।োনেক কিছু জানলাম
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৮
joos বলেছেন: অবশেষে শেষ পোস্টটাও শেষ করে ফেললাম। পরের পর্ব দিতে দেরি করবেন না। ধৈর্য্য কম। ভাল থাকবেন, লিখতে থাকবেন একই ছন্দে।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার পোস্টগুলো পড়ার জন্যে। আর লেখা অবশ্যই দ্রুত দিব এবার ইনশাআল্লাহ
১৩| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গল্প লেখা ধরেছি। আপনার পোস্ট থেকে কিছু টা ধার করতে পারি, মাইনড খাইয়েন না কিন্তু!
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: বাহ আপনি তো অত্যন্ত সুন্দর একটা প্রজেক্টে হাত দিয়েছেন ভাই। অবশ্যই দার করতে পারেন, মাইন্ড করব না। তবে একটা অনুরোধ, গল্প লিখতে গিয়ে ইতিহাসকে পাল্টে ফেলবেন না। কাল্পনিক চরিত্র সৃষ্টি করাটা ঠিক আছে, কিন্তু ইতিহাস বিকৃতি করা বড় ধরণের ভুল।
আপনাকে এটা কেন বলছি তা আমি জানি না। আপনার এটা জানারই কথা। ভালো থাকবেন।
১৪| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সুফিয়ান সাওরী বলেছেন: দুর্দান্ত পোস্টে ++++
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ।
১৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৫
রিফাত হোসেন বলেছেন: +
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধইন্যা।
১৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:০১
নাজমুল রনি বলেছেন: আপনি কি আন্তর্জাতিক বিভাগ বা ইতিহাসের ছাত্র ছিলেন? যদি এ দুটোর কোনটাই না হন তবে বলতে হয় এই বিষয়ে আপনার সত্যিই অনেক বাড়তি পড়াশুনা আছে!!
অনেক ধন্যবাদ এই কারনে যে এই বিষয় টা আমার অন্যতম প্রিয় বিষয়।পোষ্টটা প্রিয়তে রাখলাম।
আর কিছু বিষয় নিয়ে জানার ইচ্ছে আছে।বাকি পর্বগুলো পড়ে জানাবো।
আশা করি লেখা চালিয়ে যাবেন।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: না ভাই, আমি আন্তর্জাতিক বিভাগ অথবা ইতিহাসের ছাত্র ছিলাম না। তবে ক্লাস নাইন টেন থেকেই মাথায় ভুত চাপছিল ইতিহাসের ছাত্র হবার। তবে হ্যা এখন আমাকে সৌখিন ইতিহাসের ছাত্র বলতে পারেন।
পোস্ট প্রিয়তে নেওয়ার জন্যে ধন্যবাদ। বাকি পর্বগুলোও আপনার ভালো লাগবে আশা করি।
১৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:১৮
মায়াবী রূপকথা বলেছেন: হিটলার কি ছিলেন সেটা একটা ধাঁধাঁ। তবে এতো অল্প সময়ে একটা জাতিকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেটা কখনো মানব্জাতির ইতিহাসে আর ঘটবে কিনা কেউ বলতে পারেনা।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১৬
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: মায়াবী রূপকথা, আপনাকে আমার ব্লগে আবারো দেখে অনেক ভালো লাগলো।
১৮| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
অগ্নি সারথি বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ।
১৯| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৩১
গ্রীনলাভার বলেছেন: এই পোষ্টের জন্য আপনেরে কোটি কোটি কোটি কোটি বস্তা ধইন্যা। হিটলার রকজ্
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
২০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩২
মহামহোপাধ্যায় বলেছেন: নাহ !! মানতেই হবে হিটলারের অসাধারণ সব কূটনৈতিক কর্মকান্ডগুলো অতুলনীয় এবং কার্যকরী ছিল।
অনেকদিন পর এলেন, আশা করি ভালো আছেন
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো আছি ভাই। আপনি ভালো আছেন তো?
২১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯
ভবঘুরে তানিম বলেছেন: আপনার সবগুলো ব্লগ সংগ্রহে রাখার মত । হিটলার সম্পর্কে জানার ইচ্ছে ছিল খুব। আপনাকে অনেক ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: জি আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করি পড়বেন সবগুলো।
২২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮
আমি তুমি আমরা বলেছেন: এত অল্প সময়ের মধ্যে তিনি কি করে একটি পঙ্গু রাষ্ট্রকে একটি যোদ্ধা জাতিতে পরিণত করেছিলেন, তা ভাবলে অবাক হতে হয়।
এজন্যই কেবল হিটলার নিজেই তার তুলনা
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: জি ভাই
২৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১০
আমি মুখতার বলেছেন: ভাই, আপনে আইসেন!?!?! আপ্নেরে কত মিসাইছি!!
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হুম আসলাম রে ভাই। তবে পড়াশুনার চাপে এখনো নিয়মিত হতে বেগ পেতে হচ্ছে।
২৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: ২৭শে মার্চের পর আপনার পোষ্ট নেই, (?)
আপনার ব্লগে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল !
দেখলাম আপনার দুটা পোষ্ট এসেছে ( ৩০শে জুন, ৩রা জুলাই )
অনেক ভাল খবর। অনেক ভাল খবর।
আর আমার পোষ্টই আমি এখন অনিয়মিত!
তবু আপনার দুটা পড়ব তাড়াতাড়ি -ই ।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ।
২৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
সাইবার অভিযত্রী বলেছেন: পড়লাম, আগের মতই তুখোড় পোষ্ট!
হিটলারের স্বপ্ন ছিল একটাই, তার জার্মানির মানুষের জন্যে দুবিঘা জমির ব্যবস্থা করা। - বিশ্ব মোড়ল হওয়ারও একটা বিষয় ছিল মনে হয়!
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫২
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হিটলারের স্বপ্ন ছিল একটাই, তার জার্মানির মানুষের জন্যে দুবিঘা জমির ব্যবস্থা করা। - বিশ্ব মোড়ল হওয়ারও একটা বিষয় ছিল মনে হয়!
হা হা হা। হুম সহমত।
২৬| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২
ফোনেটিক বলেছেন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ স্বপ্নের থার্ড রাইখ, আর কোন পর্ব হবে, না এখানেই শেষ ??
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪০
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: না রে ভাই। সময় পাচ্ছি না পোস্ট দেওয়ার। তাছাড়া একেকটা পোস্ট দেওয়ার আগে আমাকে বিস্তর পড়াশুনা করতে হয় পোস্টের উপর, এটাই প্রধান ফ্যাক্টর।
২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
দাম বলেছেন: +
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ রাত ১:৩১
টুম্পা মনি বলেছেন: আপনাকে অনুসারিত করলাম। কারণ ইতিহাসের প্রতি আমার আগ্রহ আছে। একদিন সময় করে আপনার পোষ্টগুলো পড়ব। ভালো থাকুন।