নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

কুত্তার বাচ্চা............................X(X(X(X(X(

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫২



বিডিনিউজ থেকে





নাটোরের সিংড়ায় বেড়াতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।



শুক্রবার রাতে সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।



ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই কিশোরীর প্রেমিকসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



গ্রেপ্তারকৃতরা হলো- প্রেমিক সাব্বির হোসেন (১৮) এবং তার বন্ধু রেজোয়ানুল ওরফে রাব্বী, নাজমুল হক, রাজিবুল হাসান, মনিরুল, আতাউল, খায়রুল ও রেজাউল করিম।



সিংড়া থানার ওসি এ এস এম ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের সাব্বিরের সঙ্গে একই গ্রামের ওই কিশোরী শুক্রবার বিকেলে কলম মির্জাপুর এলাকার একটি বাগানে বেড়াতে যায়।



এ সময় সাব্বিরকে বেঁধে রেখে তার বন্ধুরা ওই কিশোরীকে কলম মির্জাপুর মাঠে নিয়ে গিয়ে গভীর রাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।



রাত ১টার দিকে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে এবং দুর্বৃত্তদের আটক করে সিংড়া থানায় দেয়।



এ ঘটনায় কিশোরীর বাবা ১১ জনকে আসামি করে সিংড়া থানায় অপহরণ ও গণধর্ষণের মামলা করেছেন।



.............কুত্তার বাচ্চাদের ইয়ে গুলা কাইটা দিতে পারতাম X((X((X((X((X((

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৯

রিফাত হোসেন বলেছেন: হতবাক করা অবস্থা ....

২| ২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এটা পরিকল্পিত ঘটনা মনে হচ্ছে। প্রেমিককে বেঁধে রাখাও সম্ভবত পরিকল্পনার অংশ, যাতে সে নিজেকে নির্দোষ প্রমান করতে পারে। মানুষ আর মানুষ নাই।

৩| ২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: জানোয়ারের বাচ্চাগুলারে সরাসরি গুলি করে মারা উচিৎ X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৪| ২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

ভুলোমন বলেছেন: কুত্তার বাচ্চারা X( X( X(

৫| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২৪

স্বপ্ন বাংলা বলেছেন: আমরা বোধ হয় মানুষ আর হতে পরলাম না।
X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

৬| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৯:১৩

সায়েম মুন বলেছেন: ওদের সবটিরে সাউথ আফ্রিকান মাগুরের চৌবাচ্চায় কয়েকদিন গলায় দড়ি দিয়ে ডুবিয়ে রাখা উচিত। X( X((

৭| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ২:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ইনডিয়ায় কোন ধরনের যেন সাধু আছে দেখছিলাম, যাদের সাধুগিরির শুরুতে পুরুষত্ব কেড়ে নেয়া হয়।
এই শুয়োরগুলোর ও একই অবস্থা করা হোক।

২২ শে অক্টোবর, ২০১২ রাত ২:৫৭

মুনসী১৬১২ বলেছেন: সম্ভবত নাগা সন্ন্যাসী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.