![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমার মনে হয় (ব্যক্তিগত ধারনা) শাহবাগের দাবি দাওয়ার দফাগুলি সংক্ষিপ্ত আকার প্র্য়োজন। শাহবাগের আপাতত: দুই দফা নিয়েই এগোনো উচিৎ।
১। কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর সাজা মৃত্যুদন্ড দিতে হবে ও
২। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।"
উপরোক্ত কথাগুলি আমি আমার আগের পোষ্টটিতে লিখেছিলাম। মাহমুদুর রহমান বা আমার দেশ পত্রিকা শাহবাগের মূল এজেন্ডায় অন্তর্ভূক্ত হওয়া কতখানি সঙ্গত হচ্ছে আমি জানিনা। মাহমুদুর রহমান বা আমার দেশ পত্রিকা এ দেশে নতুন কিছু নয়। এদের সম্পর্কে মানুষ অবগত।
"শাহবাগের ঘোষণাকারীকে গ্রেফতারে
আল্টিমেটাম সাংবাদিক নেতাদের"-নিউজটি পড়ে মনে হলো শাহবাগকে আরো বেশি কৌশলী হওয়া প্রয়োজন। যদিও সম্মিলিত জনশক্তির কাছে সবকিছুই অনেক তুচ্ছ তারপরও মনে রাখতে হবে শাহবাগ কাদের বিরুদ্ধে লড়ছে। তারা কতখানি সংগঠিত।
জনতার জয় হোক...
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
মুর বলেছেন: জয় হোক, ধন্যবাদ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
ধ্রুপদী সত্য বলেছেন: মুর ভালো বলেছেন। আসলেই বিষয়টা ভেবে দেখা দরকার। কিছু প্রতিষ্ঠান নিষিদ্ধ করার দাবী উঠেছে, অবশ্যই এইসব প্রতিষ্ঠান নিষিদ্ধ করতে হবে এই যুক্তিতে যে এগুলোও সাধারণ মানুষের সাথে ধর্মের কথা বলে প্রতারণা করছে যেমন ইসলামি ব্যাংক সুদ মুক্ত ব্যাঙ্কিকের কথা বলে মুনাফা, মুদারাবা নামক সুদি তত্ত্ব হাজির করেছে। কিন্তু প্রশ্ন হোল শুধুমাত্র জামাত দ্বারা পরিচালিত বলে এই ব্যাংক নিষিদ্ধ করার দাবী এই মুহূর্তে কতটুকু যুক্তিযুক্ত তা ভেবে দেখা দরকার কারণ জামাত শিবির করেনা এই রকম হাজার হাজার লোকজন শুধুমাত্র পেটের তাগিদে এই প্রতিষ্ঠানে চাকরি করে, ফলে এইসব চাকুরী ভুক্ত লোকজনের কাছে শাহাবাগের আন্দোলন প্রশ্ন বিদ্ধ হবে। ব্যবসায়ীদের কোন জাত নেই, কোন ধর্ম নেই; তারা বুঝে শুধু মুনাফা। এখন জামাতের রাজনীতি নিষিদ্ধ করার লড়াইটাই প্রধান হওয়া দরকার। কথায় আছে না কান টানলে মাথা আসে, ফলে সময়ই বলে দিবে কি করতে হবে...
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
মুর বলেছেন: আপনার সংযুক্তি খুবই যথাযথ, অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
নন্দনপুরী বলেছেন: জনতার জয় হোক...