![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সকালে উঠে সোনালী ব্যাংকের বুথে চলে গেলাম শুনেছি ভীড় হবে তাই। সাধারন পাসপোর্টের জন্য ৩০০০/- এবং জরুরী পাসপোর্টের জন্য ৬০০০/- টাকা জমা দিতে হয়। আমার আগে অনেকেই সেখানে উপস্থিত, অগত্যা দাড়িয়ে গেলাম। যেহেতু অফিসের কাজে আমাকে সিঙ্গাপুর যেতে হবে খুব বেশি সময় হাতে নেই। তাই জরুরী পাসপোর্টের জন্য ৬০০০/-টাকা হাতে নিয়ে কাউন্টারে পৌছালে আমাকে জানানো হলো আরো ২০/- টাকা দেন, দিলাম(এই ২০/-টাকার কোনো রশিদ আমাকে ভদ্রলোক দেননি)। স্লিপ নিয়ে প্রায় দৌড়ে দৌড়ে চললাম পাসপোর্ট অফিসের দিকে। ওখানেও নাকি দীর্ঘ লাইন পার হয়ে- আপনি ঠিকঠাক ফর্ম পূরণ করেছেন কিনা সেটা দেখা হয়। চুন থেকে পান খসলেই ওনারা ফর্মটি ছুড়ে মারছেন এবং গ্রাহককে বলছেন ঠিক করে আনতে। বিশাল লম্বা লাইন দেখে আমি একটু পাশে দাড়িয়ে এই কান্ড দেখছিলাম আর চিন্তা করছিলাম-অফিসে যেতে হবে ১২টায় এখন ১১টা বাজে লাইনে দাড়ালে ২টার আগে বের হতে পারবো না, অফিসে যেতে যেতে প্রায় ৪টা। চলে গেলাম ওপর তলায়। কোন একজনকে আমার সমস্যার কথাটি খুলে বললাম। তিনি আমাকে বললেন কোন ব্যাপার না আপনি ১০ মিনিট বসেন, ২০ মিনিটের মধ্যে আপনার সব কাজ হয়ে যাবে তবে ১৫০০/- টাকা দিতে হবে। আমি খুব অনুনয় করে বললাম ১০০০/- টাকাতে করে দিতে, তিনি রাজি হলেন না। বললাম- ঠিক আছে। আমি অবাক হয়ে দেখলাম সত্যি সত্যিই ২০ মিনিটও লাগলো না সব কাজ শেষ করে আমাকে পাসপোর্ট অফিস থেকে বরোতে। স্যরি, এই ১৫০০/- টাকারও কোনো রশিদ আমার কাছে নেই।
তথাকথিত বুদ্ধিজীবীদের মতো বলতে চাইনা কি করলে সমস্যার সমাধান হবে। শুধু বলতে চাই আমাদের মতো আমজনতাদের নীতি নির্ধারকেরা কি সুন্দর ম্যাংগো বানিয়ে চলছেন।
সাকূল্যে, আমার পাসপোর্ট বানানো বাবদ খরচ ৭৫২০/- (যাতায়াত বাদে)
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
মুর বলেছেন: তোর মাথাটা যে চিবিয়ে খাইনি! সেইতো ভাগ্য!!!---ঠিকই বলেছেন,ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
রাকিব হাসান (সাব্বির) বলেছেন: আপনাদের মতো লোকেদেরই এমনটা হয়। এখন পাসপোটর্ এর আবেদন করা আগের থেকে অনেক সহজ। আর কেউ যদি অনলাইনে ফরম পূরণ করে নিয়ে যায় তাহলে আরো সহজ। অনলাইনে ফরম পূরণ করতে সময় লাগে ২০ মিনিট। অনলাইনে আবেদন করার ১৫ দিনের মধ্যে পাসপোটর্ অফিসে যেতে হয়। তারপর টাকা জমা দিয়ে ৪ তলার ঘরে গিযে ছবি তুল্লেই শেষ। অনলাইনে ফরম পূরণ করলে বড় লাইনে দাড়াতে হয় না। আর আপনি নিজে নিজেই যদি বলদ হতে চান অন্য কেউ করবে না কেন বলেন।
ও আরো একটা কথা-
৭৫০০ এর সাথে আরো ৫০০-১০০০ টাকা যোগ করে রাখুন, কারণ পুলিশ ভেরিফিকেশনের সময় আপনাকে ঐ টাকা গুণতে হতে পারে।
এইটা সহ আমার পাসপোটের্র দাম ৪০০০ টাকা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
মুর বলেছেন: আপনি নিজে কি অনলাইনে ফরম পূরণ করে পাসপোর্ট বানিয়েছেন ? যা হোক ৬০০০/- টাকা জমা দিয়ে আমার পুরনো পাসপোর্ট জমা দিয়েছি পুলিশ প্রতিবেদন আমার লাগবে না। তারপরও আমার পাসপোর্ট ডেলিভারি ডেট ১০দিন পর। কেন? তিন দিনে আমার পাসপোর্ট দরকার হবে, সেটা যদি পাই তাহলে ওই ১৫০০/- টাকার জোরেই পাবো। নিজে নিজেই বলদামি করে ভালো করেছিনা বলেন তো ? ধন্যবাদ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০
রাতপ্রহরী বলেছেন: রাকিবের সাথে আমি পুরোপুরি একমত। আমি গতকালকেই অনলাইনে আবেদন করে ছবি তুলে আসছি। সময় লেগেছে সর্বমোট সোয়া ১ ঘণ্টা। দুই জায়গায়(ফর্ম ভেরিফাই আর ছবি তোলা) লাইন ধরাতে এই টাইম লেগেছে।
আশা করছি রাকিবের চেয়ে কম খরচেই করাতে পারবো
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
মুর বলেছেন: আপনারা একটা কথা বোঝেননি, আমারটা জরুরি পাসপোর্ট। জমা ৬০০০/- তারপরও ডেলিভারি ডেট ১০ দিন পর। জরুরি পাসপোর্ট করতে কেন ১০ দিন লাগবে ? যেখানে পুলিশ প্রতিবেদন দরকার নেই।
ধন্যবাদ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮
রাংরাং পাখি বলেছেন: রাকিব হাসান (সাব্বির) এর সাথে একমত
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩
অবুজ বালক বলেছেন: পুলিশ ভেরিফিকেশন সহ আমার পাসপোটের্র দাম ৩৫০০ টাকা।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কাউকে চারানা পয়সা দেইনাই। তবে আমার গেছে সারাদিন আর পরের দিন দুপুর পর্যন্ত! ভুল হলো, অনলাইনে এপ্লাই করলেও কবে যাবো এমন একটা অপসন আছে যেখানে পোস্ট দিতে হয়, সেইটা পোস্ট দেইনাই। ফলে সারা দিন গাধার খাটনি খাটতে হলো। তাতেও শান্তি। অন্যদের কষ্টটা তো বুঝেছি। আর যাই হোক পরামর্শ তো দিতে পারবো।
ভালো থাকুন, আর এই রকম ঘুষ দেয়া থেকে নিজেকে দূরে রাখুন। তাতে আপনার চাকরির খুব একটা সমস্যা হতো না। আপনি আসলে ঘুষ দেয়ার জন্য প্রস্তুত ছিলেন বলেই দিতে হয়েছে। এর চেয়ে আর কি বলবো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
মুর বলেছেন: কিনতু আমি আপনার মতো দেড় দিন সময় দিতে পারতাম না বলেই। টাকা দেয়ার জন্য আমার আফসোস নয়, আফসোস মানুষের কষ্ট দেখে। ধন্যবাদ।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২
ভিটামিন সি বলেছেন: ২০০৭ এ করা আমারটার দাম ই বেশি বলে মনে হচ্ছে। আমার পাসপোর্ট অতি জরুরী ময়মনসিংহ অফিস ৮,৭০০.০০ টাকা। পাসপোর্ট পাইছি ৩ মাস পরে। যদিও আমি নিজে ৫০০০ টাকা সোনালী ব্যাংকে জমা দিছি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
মুর বলেছেন: ও মাই গড !
আমার আগেরটাও ২০০৭ এ করা। ধন্যবাদ।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
ক্যাচালবাজ বলেছেন: আমিও অনেক কমে করাইছিলাম
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঘের গলার কাটা তুলে দেয়া সারস পাখিটার কথা মনে আছে?
কাজের আগে প্রতিশ্রুতি ছিল পুরস্কারের।
আর কাজ শেষে-তার স্মরণ করাতে মেলে হুমকি-
তোর মাথাটা যে চিবিয়ে খাইনি! সেইতো ভাগ্য!!!!
আমরা পুরা জাতি সারস ভাগ্যে ভাগ্যবান
বাঘ মামারা যে আমাদের চিবিয়ে খাচ্ছেন না এইতো দয়া