নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা নষ্ট

ব্লগার

মুর

মাথা নষ্ট

মুর › বিস্তারিত পোস্টঃ

যেখানেই যাও ভালো থেকো...

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

আমাদের মধ্যে কেউ একজন দোকানটার নাম দিয়েছিলেন জিএফসি ( গিয়াস ফাউল চিকেন )। দোকানের মালিকের নাম গিয়াস। বীরউত্তম জিয়াউর রহমান সড়কে মাছরাঙ্গা টেলিভিশনের আশেপাশে ওই একটা দোকানই ক্ষুধা মারার একমাত্র ঠিকানা ছিল, পরে অবশ্য আরো দু'টো এ ধরনের জন্মেছে।



এখানেই শেষ দেখা হয়েছিল চন্দন ভাইয়ের সংগে। বাংলাভিশনের পাশের গলিতে যেমন আড্ডা হতো তার সংগে, তেমনিই বসে গেলাম অনেকদিন পর অপরিচ্ছন্ন জিএফসি-র সিংগাড়া আর পানসে চা আর সিগারেট নিয়ে। চন্দন ভাই তার স্বভাবসুলভ ভংগিতেই হড়বড় করে অনেক কিছু বলে দিলেন। চান্স পেয়ে এবং বুঝতে পেরেই জানতে চাইলাম কবে জয়েন করছেন এখানে। উত্তরে বললেন, হবেনা, আমি ওখানে যা পাই এখানে তা দিবেনা।



অনেক স্মৃতি হাতড়ানোর পর তাকে বিদায় জানালাম। তার সেই হাসি মুখটাই এখনো আমি মনে করতে পারি। মৃত মুখটা দেখলে ওটাই সারাজীবন আমাকে দেখতে হতো।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: উনি মারা গিয়েছেন কিভাবে? কোন অসুখ ছিল?

২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

মুর বলেছেন: হার্ট এ্যাটাক।

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

:(

উনার আত্মার মাগফেরাত কামনা করছি।।

৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৬

পার্থ তালুকদার বলেছেন: খুবই কষ্টের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.