নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
এক ছোট ভাইয়ের ফেসবুক স্টাটাস দেখে প্রথমে জানতে পারি বাসরী নামে কোন ফুল আছে।আর এই ফুল ফুটেছে আমাদেরই গ্রামে সেই ছোট ভাইটির বাসায়। তাকে ইনবক্সে বললাম আমি এই বাসরী ফুল দেখতে চাই। ছোট ভাই বলল,এবার বাসায় এলে দেখে যাবেন।তবু যেন তর সইছে না বাসরী ফুল দেখার। ভাইটিকে বললাম আমাকে বেশ কিছু ছবি ইনবক্স কর,পরে বাসায় গেলে সরাসরি দেখব।
আমি এই বাসরী ফুল সম্মন্ধে তেমন কিছুই জানিনা। তবে এই ফুলের জন্ম নাকি ইংল্যান্ডে।
সৌন্দর্যময় বাসরী লতা এক ব্যতিক্রম ফুল । এ ফুল ফোটে সাধারণত নভেম্বর মাসে এবং স্থায়িত্ব প্রায় ছয় থেকে আট মাস। এর সৌন্দর্য সহজেই মানুষকে আকৃষ্ট করে। হালকা বাতাসে দুলতে থাকে। অনেকেই এই বাসরী লতা ফুলকে ফুলের রানীও বলে থাকে।
বাড়ির উঠনে ফুটে আছে বাসরী ফুল।
বাসরী ফুল বাড়ি থাকলে আর বাসর ঘর সাজানোর জন্য অন্য কিছু দরকার হবে না।
খুব কাছ থেকে বাসরী ফুল।
কেবল কুড়ি এখনও ফোটেনি বাসরী ফুল।
আহা কি সুন্দর বাসরী ফুল!
বাসরী ফুল নিয়ে একখানা কবিতাও পেলাম তবে এর লেখক ভদ্রলোককে আমি চিনি না।
বাসরী ফুল
- আব্দুল্লাহ আল নোমান (বৃত্ত)
বাসরী ফুল-
ভালোবেসে একদা মন করেছিল ভুল,
এই শীতে আবার ফুটেছে বাসরী ফুল,
ভালোবেসে আবারও মন করিতে চায় একই সে ভুল-
হায় বাসরী ফুল!
ছবি কৃতজ্ঞতা আমার সেই ছোট ভাইটি। নামঃ- ইকবাল হোসেন
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের গ্রামেই আছে এই ফুল গাছ তাও আবার মাত্র একটিই।আমি ও আগে কখনও দেখিনি।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩
কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল ধন্য়বাদ।
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কানিজ আপু
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ফুল !!
ধন্যবাদ শেয়ার করার জন্য
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মনিরা আপু। আমার হিমুরাইজ সিরিজের বেশ কয়েকটি পর্ব দিয়েছি পড়েছিলেন?
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩
প্রামানিক বলেছেন: দারুণ লাগল।
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া কেমন আছেন? অনেক দিন কোন ছড়া পাচ্ছি না যে
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার ফুল !!
বাংলাদেশে কোথায় আছে এই ফুল, দেখতে যেতে হবে।
কখন ফোটে এই ফুল? কিছুই লেখেননি। তাহলে দেখতে যাব কবে?
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: আপু আমি লেখার ভেতরে লিখেছি ,আমি এই বাসরী ফুল সম্মন্ধে তেমন কিছুই জানিনা।
আমাদের গ্রামেই আছে আসতে পারেন দেখতে।
আপনি মনে হয় শুধু ছবি দেখেই গেছেন লেখাটা পড়েননি ,আমি তো লিখেছি ,এ ফুল ফোটে সাধারণত নভেম্বর মাসে এবং স্থায়িত্ব প্রায় ছয় থেকে আট মাস
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: আর হ্যা আপু আপনি ঢাকা বোটানিক্যাল গ্যার্ডেন হতে সংগ্রহ করতে পারেন এই বাসরী ফুল
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
ধ্রুবক আলো বলেছেন: ছবি ব্লগ খুব ভালো লাগলো।
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪
রাইসা আন্তা বলেছেন: ভালো লিখছেন।
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রাইসা আপু
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
blackant বলেছেন: এই ফুলের গাছ আমার লাগবেই।
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনি ঢাকা বোটানিক্যাল গ্যার্ডেন হতে সংগ্রহ করতে পারেন এই বাসরী ফুল
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪
জুন বলেছেন: এই ফুল সম্পর্কে আমি প্রথম জানতে পারি এই ব্লগেরই একজনার পোষ্ট থেকে । যতদুর মনে পরে সাদা মনের মানুষের পোষ্ট। তখন থেকেই মন কেড়ে নিয়েছিল বাসরী ফুল তার অনন্য সৌন্দর্য্য দিয়ে । ছ মাস ধরে ফুটে থাকা মানে বেশ দীর্ঘ সময় । তাহলে এটা ফুটে উঠুক আমাদের দেশের পথে প্রান্তরে ।
অনেক ভালোলাগা রইলো ।
+
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: এই ফুল অনেক দিন ফুটে থাকে এটা আমারও ভাল লেগেছে। ধন্যবাদ জুন আপু
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০
সুমন কর বলেছেন: আগে তো এ ফুল দেখি নি !! সুন্দর।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুমন দা
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১১
হাসান রাজু বলেছেন: গাছটি কি সংগ্রহ করতে পেরেছেন ? এটি কি বীজ থেকে হয় নাকি গাছের ডাল/শাখা পুতে দিলেই হয় ? বা অন্য কোন ভাবে ?
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০
মোস্তফা সোহেল বলেছেন: গাছটি আমাদের গ্রামেই আছে। এটি বীজ থেকে নাকি ডাল থেকে হয় বলতে পারব না। পরে খোঁজ নিয়ে বলতে পারব
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২
নতুন নকিব বলেছেন:
বিচিত্র এই পৃথিবী! বিচিত্র এখানের নানান সৃষ্টি! মনের অজান্তেই অস্ফুট কন্ঠে বেরিয়ে আসে চেনা সুর- "তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর!"
সুন্দর এই ফুলটি আগে কখনও দেখেছি বলে মনে হয় না।
ভাল থাকবেন।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ নকিব ভাই।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
ফুলগুলো ভালো লাগলো.....
১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো জানতাম এর নাম বাসর ফুল, হতে পারে স্ত্রীলিঙ্গও আছে
১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০
মোস্তফা সোহেল বলেছেন: আমি ঠিক জানিনা।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
নীলপরি বলেছেন: দারুন দেখতে ফুলগুলো । শেয়ার করার জন্য ধন্যবাদ ।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আমিও ঠিক জানিনা......আহেন আমরা গলাগলি ধইরা কান্দি
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
অপরূপা ফুল ।
ব্লগার "জুন" এর কথাটিই আবার বলি ---- ছ মাস ধরে ফুটে থাকা মানে বেশ দীর্ঘ সময় । তাহলে এটা ফুটে উঠুক আমাদের দেশের পথে প্রান্তরে ।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
মোস্তফা সোহেল বলেছেন: আহমেদ ভাইয়া মন্তব্যর জন্য ধন্যবাদ।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২
কামরুন নাহার বীথি বলেছেন:
দুঃখিত আমারই ভুল। তবে আপনার গ্রাম -এ যেতে কোন পথে যাব বলেননি তো।
২০| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৮
সিফটিপিন বলেছেন: এই প্রথম জানলুম!
বাসরী ফুল, বাহ নামটাও সুন্দর।
এই ফুল দিয়ে বাসর ঘড় সাজানো খুব সুন্দর হয়, সম্ভবত সেই কারনেই বাসরী ফুল নাম করন করা হয়েছে।
বাসর ঘর সাজাতে এই ফুল আমার লাগবেই
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
২১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৩০
ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার ফুলের ছবি বিবরণ ও কবিতা, ভাল লাগল দেখে ও পাঠে ।এর নাম করনের বিষয়ে সাদা মনের মানুষের কথাই মনে হয় সঠিক । আমার জানা মতে এই ফুল গাছটি প্রথম দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে। তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও সর্বশেষ ঢাকায় বৃটিশ কাউন্সিলে। আর এখন জানা গেল এটি আছে এই পোস্ট লিখকের ভাই এর বাড়ীতে । এ গাছটি আমাদের দেশে একেবারেই নতুন। আমদানি ভারত থেকে। বৈজ্ঞানিক নামের শেষাংশ ভারতের মহীশুরের স্বারণিক। সাধারণত মিশনারিগুলোর মাধ্যমেই ছড়িয়ে পড়ছে সর্বত্র। বাসরলতা (Thunbergia mysorensis) নামটাও সম্ভবত ধার করা। তবে যথার্থ। মাচা পেলে বাসরসজ্জার ফুলের মতো চমৎকার নিখুঁত ভঙ্গিতে ঝুলে থাকে। শক্ত লতা, পাতার বিন্যাস বিপ্রতীপ, লম্বাটে, ২০-৩০ সেন্টিমিটার লম্বা। ঝুলন্ত মঞ্জরিতে তামাটে লাল ফুল থাকে প্রায় সারা বছর। ফোটে পর্যায়ক্রমে। পাপড়িগুলো পুরোপুরি খোলে না। গন্ধহীন। বাসর ঘর সয্যার জন্য আদর্শ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আপনার মাধ্যমে এই ফুলের আরও অনেক অজানা তথ্য জানতে পারলাম ,এজন্য আপনাকে অনেক ধন্যবাদ
২২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১১
অতঃপর হৃদয় বলেছেন: ফুল আমার সব সময়ই ভাল লাগে। কবিতা এবং ফুল দুটোই ভাল লেগেছে। ধন্যবাদ।
২৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১
শায়মা বলেছেন: বাহ!
তাইতো, প্রথমে ভেবেছিলাম তুমি বানান ভুল লিখেছো ভাইয়া। এটা বুঝি বাঁশরী বানে বাঁশী ফুল হবে।
পোস্ট পড়ে আর ছবি দেখে বুঝলাম!!!! বাসর শজ্জার জন্য জাস্ট পারফেক্ট!!!!!
গুড গুড ভেরী গুড ভাইয়ামনি!!!!!!!!!
অনেক ভালোলাগা!
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: বানান আমি কম পারি । শায়মা আপু আমিও কনফিউশনে ছিলাম বানান নিয়ে
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
খায়রুল আহসান বলেছেন: অজানা একটি সুন্দর ফুলের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। পাঠকদের মন্তব্য থেকে জানা গেল, আমার মত আরো অনেকের কাছেই এ ফুলটি অপরিচিত ছিল।
জুন এর সাথে কন্ঠ মিলিয়ে বলছি- ছ মাস ধরে ফুটে থাকা মানে বেশ দীর্ঘ সময় । তাহলে এটা ফুটে উঠুক আমাদের দেশের পথে প্রান্তরে।
ডঃ এম এ আলী আরেক ধাপ এগিয়ে গিয়ে যে তথ্যগুলো এবং স্মৃতি জাগানিয়া ছবি সংযোজিত করেছেন, তার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১০
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার সব ছবির সাথে দারুন একটা পোস্ট!
লাইক!
২৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১
ক্লে ডল বলেছেন: নামটা ভারি মিষ্টি। বাসরী।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১
একজন সত্যিকার হিমু বলেছেন: আগে কখনো দেখেনি ।দারুন তো ।