![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
সুমনের সাথে আমার আহমরি বন্ধুত্ব বলতে যা বোঝায় সেটা নয়।আমরা একই শহরে থাকি আর একই ক্লাসে পড়ি বলে আমাদের মধ্যে একটা ভালই বন্ধুত্ব হয়েছে।তবু কিছু কিছু কারনে আমি সুমনকে ঠিক মন থেকে ১০০% বন্ধু ভাবতে পারিনা।
ও খুবই অহংকারী আর বেশ কিপ্টাও বলা যায়।আজ পর্যন্ত যতবার ওর সাথে কোন হোটেলে কিম্বা রেস্তোরায় খেতে গিয়েছি ও একদিনও বিল পরিশোধ করেনি।অথচ ওদের অবস্থা আমাদের চেয়ে অনেক বেশিই ভাল।
তাছাড়া ওর বেশ ভুষন চলাফেরাও আমার কাছে উগ্র মনে হয়।মাঝে মাঝে কি যে সব ড্রেস পরে।এসব নিয়ে কথা বলতে গেলেই ও বলবে আরে বোকা এ গুলো তো ওয়ের্স্টান কালচার।এই বিষয়টি নিয়ে মনে মনে আছি, একদিন ওকে সুযোগ মত আচ্ছা করে ধরব।কিন্তু কি ভাবে ওকে কিছুটা শিক্ষা দেওয়া যায় সেটা কিছুতেই ভেবে পাচ্ছি না।
সেদিন ছুটির দিন ছিল।আমি শহরে ঘুরতে বেরিয়েছি বিকালে।এমন সময় সুমনের ফোন
কিরে তুই কোথায়?
এই তো শহরে ঘুরছি।আসবি নাকি তুই?
ওকে তুই দাড়া আমি দশ মিনিটে আসছি।
এই দশ মিনিটে আমি একটা ভাবনা ভেবে ফেললাম, সুমনকে আজ একটা শিক্ষা দেবই।
সুমন আসলে দুজনে একটা ভাল রেস্তোরায় গেলাম।বললাম কি কি খাবি বল?সুমন বলল তুই অর্ডার দে।
আমি বললাম আজ তোর যা ভাল লাগে খাবি আমার যা ভাল লাগে তাই খাব।
আমি দেখলাম সুমন তিন পদের খেয়েছে যার বিল ২৫০ টাকা।আর আমি যা খেয়েছি তার বিল মাত্র ১২০ টাকা।
খাওয়া শেষে আমি ক্যাশ কাউন্টারে এগিয়ে গেলাম বিল দেওয়ার জন্য।পকেট থেকে ১২০ টাকা বের করে বিল দিয়ে দিলাম।
সুমন ভেবেছিল আমি আজও প্রতিদিনের মত ওর বিল দিয়ে দিব।আমি ওর দিকে তাকিয়ে বললাম তোর বিল তুই দে।
জানিস না ওয়ের্স্টান কালচারে একসাথে খেলেও যার বিল সেই দেই।
সুমনের মুখটা দেখলাম শুকিয়ে কালো হয়ে গেছে।এমন কালো মুখ সুমনের আমি আর কোন দিন দেখিনি।ব্যাটা এইবার বুঝছে ওয়ের্স্টান কালচার কারে কয়!!
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: শালা শব্দটি বাদ দিয়ে ব্যাটা দিয়ে দিয়েছি ভাইয়া।আমাদের দেশে শালা একটা গালিও বটে!
ওয়েষ্টার্ন কালচার সম্পর্কে আমার জ্ঞান শূন্যই বলতে পারেন।এই পড়ে যে টুকু জানি আর কি।
গল্প পড়ে মজা পেয়েছেন জেনে ভাল লাগল।পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অল্প কথায় সুন্দর গল্প।
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: গল্প ভাল লেগেছে জেনে ভাল লাগল মাইদুল ভাই।
অনেক ভাল থাকুন।
৩| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫২
তারেক_মাহমুদ বলেছেন: মজার গল্প ,যে যেমন তার জন্য তেমন ব্যবস্থা ।
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: হু তারেক ভাই যে যেমন তার জন্য তেমন ব্যবস্থা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮
শামচুল হক বলেছেন: মজাই লাগল। ধন্যবাদ
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: গল্প পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ শামচুল ভাই।
৫| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২১
আরাফআহনাফ বলেছেন: হা হা হা
ওয়েস্টার্ন কালচার ধরা খাইলো অবশেষে ! ! !
আমাদের কালচার যতদিন, যতবেশি ধারন করতে পারবো ততোই আমাদের মন্গল।
ভালো থাকুন।
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: আমারা এখন দুই নৌকায় পা দিয়েই চলতে পছন্দ করি মনে হয়।তাই আমাদের কালচার দিন দিন হারিয়ে যাচ্ছে।
আপনিও অনেক ভাল থাকুন ভাইয়া।
৬| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০
তারেক ফাহিম বলেছেন: ওয়ের্স্টাান কালছার
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: গল্প পড়ার জন্য ধন্যবাদ ফাহিম ভাই।
৭| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮
ক্স বলেছেন: ওয়েস্টার্ন কালচারের অস্তিত্ব এখন শুধুমাত্র পোশাকে খুঁজে পাওয়া যায়। আর কিছুতে নয়।
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: যে কোন কালচার অনুসরন করা খারাপ নয় যদি কালচারটা ভাল হয়।কালচার শুধু পোশাকে দিয়ে কোন লাভ নাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ ক্স।
৮| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই আমার এই পোষ্টটি একটা সামান্য যা তা পোষ্ট বলতে পারেন।এই পোষ্টে আপনি কি এমন মন্তব্য করেছেন যা মডুরা মুছে দিল?
আপনি মাঝে মাঝে উল্টা পাল্টা মন্তব্য করেন যা লেখার সাথে একদম যায় না।হয়তো আপনি নিজেকে অন্য ব্লগারদের চেয়ে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে চান।এটা কোন দোষের নয়।আপনি নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করুন তবে আবল তাবল মন্তব্য থেকে নিজেকে বিরত রাখুন।এটা ব্লগের জন্য খুবই দৃষ্টি কটু দেখায়।ভাল থাকবেন।
৯| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২
নীলপরি বলেছেন: দারুণ কালচার শিখেয়েছেন তো। ☺☺
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: গল্প পড়ার জন্য ধন্যবাদ নীলপরি।
১০| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: ওয়েস্টার্ন মুভি দেখে দেখে অনেক কিছু শিখেছি।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল।আরও বেশি করে শিখুন।
১১| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
মিথী_মারজান বলেছেন: ওয়াও!
এক কথায় যাকে বলে উচিত শিক্ষা!
হা হা হা।
ভাইয়া!!!
এটা কি শুধুই গল্প নাকি সত্যিই এমনটা করেছেন?
লেখাটা এত প্রাণবন্ত যে বুঝতেই পারছিনা!
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি আপনার কাছে প্রানবন্ত লেগেছে জেনে খুব ভাল লাগল মিথী আপু।
যদিও আমি গল্প লিখতে ভয় পায়।লেখাটি পোষ্ট করেছি ভয়ে ভয়ে।
১২| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
ভুয়া মফিজ বলেছেন: ব্যাটাকে জন্মের শিক্ষা দিয়েছেন।
এরপর ওয়েষ্টার্ন কালচারের কথা বলার আগে দুইবার চিন্তা করবে!
লিখেছেন খুব ভালো। চমৎকার লাগলো। কিপ ইট আপ!!
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৫
মোস্তফা সোহেল বলেছেন: মফিজ ভাই গল্প পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনিও গল্প অনেক ভাল লেখেন।আপনার নতুন গল্প ও সাথে নতুন ভ্রমন কাহিনি পড়ার অপেক্ষায় আছি।
১৩| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভালো লিখেছেন।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৬
মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার ভাই গল্প পড়ে আপনার ভাল লাগা টুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
১৪| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৭
ব্লগ মাস্টার বলেছেন: দারুণ হয়েছে গল্প।বেশ শিক্ষনীয় বটে।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ব্লগ মাস্টার।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
১৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৪
সামু পাগলা০০৭ বলেছেন: আমি এখানে এসে ব্যাপারটি খেয়াল করে অবাক হতাম। যে যার সামর্থ্য অনুযায়ী খায়! এক বন্ধু হয়ত বার্গার, ফ্রাইস, মিল্ক শেক কমবো নিয়ে বসে আছে, অন্যজনের সামর্থ্য কম হওয়ায় জাস্ট ব্রেড বাটার গিলছে! দেশে থাকতে বন্ধুরা সবাই টাকা একসাথে বের করতাম। মোট কত টাকা আছে সে হিসেবে করে, সবাই একই মানের খাবার খায়! কিন্তু এখানে কেমন যেন সিস্টেম। ভালো লাগেনা পশ্চিমি কালচারের এই ব্যাপারটি। যদিও ভালো খারাপ সব কালচারেই আছে। হোক বাংলাদেশী বা পশ্চিমি!
ভালো থাকুন।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৮
মোস্তফা সোহেল বলেছেন: হু ভাল মন্দ সব কালচারেই আছে।আমরা শুধু ভালটাই নেব আর খারাপ থেকে শিক্ষা নেব।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ সামুপাগলা।
আপনিও ভিষন ভাল থাকুন।
১৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৩
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! টিট ফর ট্যাট ।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: বর্তমান দুনিয়াই টিট ফর ট্যাট না হলে কি চলবে কবি সাহেব?
১৭| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৪
নতুন নকিব বলেছেন:
আভাল লাগলো। লাইক দিলাম। অনেক ভাল থাকবেন, প্রত্যাশা।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৬
মোস্তফা সোহেল বলেছেন: গল্প পড়ার জন্য ধন্যবাদ।আপনিও অনেক ভাল থাকুন নকিব ভাই।
১৮| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাল।আরও বেশি করে শিখুন।
ওয়েস্টার্ন মুভি আর ওয়েস্টার্ন বই কে না দেখে/পড়ে?
১৯| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬
জুন বলেছেন: হা হা হা একেই বলে শ্যঠ্যে শ্যঠাং মোস্তফা সোহেল
উন্নত বিশ্বের প্রশংসায় আমরা পঞ্চমুখ কিন্ত নিজের জীবনে তার প্রয়োগ দেখলে সুমনের মত অবস্থা আরকি ।
ইদানীং ইয়ং জেনারেশনের স্বামী স্ত্রীতো বাজার হাট, খাওয়া- দাওয়া, বাসা ভাড়া এমনকি সিনেমার টিকিটের দাম পর্যন্ত হাফ হাফ কালচারে চলে ।
মজা লাগলো বাস্তব গল্পটি ।
+
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ইদানীং ইয়ং জেনারেশনের স্বামী স্ত্রীতো বাজার হাট, খাওয়া- দাওয়া, বাসা ভাড়া এমনকি সিনেমার টিকিটের দাম পর্যন্ত হাফ হাফ কালচারে চলে । ওরে বাবা তাই নাকি? বিষয়টা জানা ছিল না তো!
গল্প পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জুনাপি।
২০| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০১
ধ্রুবক আলো বলেছেন: উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন।
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০
মোস্তফা সোহেল বলেছেন: গল্প পড়ার জন্য ধন্যবাদ ধ্রুবক আলো।
২১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪
সুমন কর বলেছেন: হাহাহা...........বেশ হয়েছে।
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
২২| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭
খায়রুল আহসান বলেছেন: অনুগল্প ভাল হয়েছে, কারণ গল্পের মাধ্যমে একটা শিক্ষনীয় বিষয় উঠে এসেছে। আমাদের ধর্ম যেমন অপব্যয় করতে নিষে্ধ করে, তেমনি কিপটেমি করতেও নিষেধ করে। মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দেয়, মিতব্যয়িতা একটি মধ্যপন্থা।
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ধর্মজ্ঞান কম থাকায় আমরা দিন দিন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি।বর্তমানে বেশির ভাগ মানুষ মনে হয় মধ্যপন্থা অবলম্বন করে না।
গল্প পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
২৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭
কাইকর বলেছেন: সুন্দর গল্প ।
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
২৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মজা পেলাম। ভালো।
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯
মোস্তফা সোহেল বলেছেন: গল্প পড়ার জন্য ধন্যবাদ মামুন ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬
পুলক ঢালী বলেছেন: হা হা হা বেশ মজার গল্প ভাল শিক্ষাই পেয়েছে তবে শেষে শালা না বলে ব্যাটা বলতে পারতেন বা অন্য কিছু। শালা আমরা সামনা সামনি বলি লিখলে ভাল দেখায় না।

ওয়েস্টার্ন কালচার সম্পর্কে আপনার অগাধ জ্ঞান আছে দেখা যাচ্ছে!!