নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
ফেসবুকে সঞ্চয় পত্র নামে একটা পেজে আমার লাইক দেওয়া আছে।যারা জানেন না কোথায় টাকা রাখলে কেমন মুনাফা আসে তারা এখানে পোষ্ট দেন,পরে অনেকে সেখানে মন্তব্য করেন,প্রশ্নকর্তার উত্তর দেওয়ার চেষ্টা করেন।
কয়েকদিন আগে একজন পোস্ট দিলেন,আমি সোনালী ব্যাংকে এক লক্ষ টাকা রাখতে চাই কেমন মুনাফা পেতে পারি?
নিচে অনেকে কমেন্ট করেছেন। একটা কমেন্ট পড়ে আমি হেসে ফেললাম।
পরে ভেবে দেখলাম উনি যা বলেছেন, সঠিক কথায় বলেছেন।
উনার কমেন্টটা ছিল-এর চেয়ে বাসায় গরু পালেন লাভ বেশি পাবেন।
আমাদের দেশের বেশির ভাগ ব্যাংক গুলো দিনের পর দিন গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে অথচ এটা দেখার কেউ নেই!
আমরা যারা সল্প আয়ের মানুষ ব্যাংকে টাকা রাখি তাদের জন্য এখন ব্যাংকে টাকা রাখা বিলাসিতাই বলব।
বছরে সেবার নামে দু দুবার আপনার টাকা ব্যাংক যা ইচ্ছে ভাবে কেটে নিচ্ছে। এখানে আমি আপনি একেবারেই নিরুপাই।
সোনালী ব্যাংক থেকে শুরু করে সব ব্যাংকই সঞ্চয় পত্রের উপর মুনাফা কমিয়ে দিচ্ছে।
দেশে যে ভাবে মুদ্রাস্ফিতি বেড়েছে সেখানে সঞ্চয় পত্রের মুনাফা কমে যাওয়ার কারনে সমাজের এক শ্রেনী মানুষের আয় ও কমে গেছে।
বেশির ভাগ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে।আমাদের মত সল্প আয়ের মানুষেরা এখন ব্যাংকে টাকা রাখতে ভয় পায়।
সরকারের উচিত বর্তমান সমাজের প্রেক্ষাপটে সঞ্চয় পত্রের মুনাফা আরও বাড়ানো।
আর ব্যাংক গুলো তাদের ইচ্ছে মত গ্রাহকের টাকা নিজেদের পকেটে না ঢুকাতে পারে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
ব্যাংকে টাকা না রেখে গরু পালুন তাতে লাভ বেশি।মন্তব্যকারি মোটেই ভুল কিছু বলেননি।
বিস্তারিত বলার মত সময় নেই একটু কষ্ট করে আপনারা ভাবলেই এর উত্তর পেয়ে যাবেন।
সবার জন্য শুভ কামনা
২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৭
মোস্তফা সোহেল বলেছেন: এদেশে মনে হয় এটা সম্ভব নয়।
২| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: গরু পালন সহজ কথা নারে ভাই। বিরাট দিকদারি।
২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৯
মোস্তফা সোহেল বলেছেন: গরু পালন সহজ নয় আবার কঠিন কিছুও নয়।
গ্রামে যারা বাস করেন আগে প্রায় সবার বাসায়ই গরু ছিল।
৩| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৮
বিটপি বলেছেন: সঞ্চয় সঞ্চয়ই - এখান থেকে মুনাফা আশা করেন কোন কনসেপ্টে? মুনাফা হবে ইনভেস্টমেন্টে। সঞ্চয়ে কখনও মুনাফা আশা করা ঠিক নয়।
২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: তাহলে সঞ্চয়পত্র সরকার কেন রেখেছে? শুধু শুধু সঞ্চয়ের উপরে মুনাফা দিচ্ছে কেন?
সঞ্চয়ে মুনাফা আশা করা ঠিকনা বুঝলাম।কিন্তু কষ্ট করে সঞ্চয় করা টাকা বেহিসাব ব্যাংক গুলো কেটে নিচ্ছে কেন?
৪| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২০
বিটপি বলেছেন: সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে ঋণ নিচ্ছে এবং বিনিময়ে সুদ দিচ্ছে - মুনাফা নয়। সরকার কোন ব্যবসা করেনা যে মুনাফা দেবে। ব্যাঙ্কগুলো তাদের চার্জ কেটে নিচ্ছে। আপনি বাড়িতে রাখলে টাকা চুরি হয়ে যেতে পারে। ব্যাঙ্কে রাখলে নিরাপদ। এই বাবদ ব্যাঙ্ক চার্ক কেটে রাখছে।
৫| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৫
ফয়সাল রকি বলেছেন: সঞ্চয়পত্র আর ফিক্সড ডিপোজিট স্কিমের মধ্যে পার্থক্য আছে। সঞ্চয়পত্র সরকারী প্রোডাক্ট, চাইলেই কোনো ব্যাংক ইচ্ছাকৃত চার্জ কাটতে পারে না, তেমনি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটও সরকার কর্তৃক নির্ধারণ হয়। তবে ফিক্সড ডিপোজিটের রেট ব্যাংক ভেদে আলাদা হতে পারে, যদিও সরকার কর্তৃক সর্বোচ্চ রেট সীমা বেঁধে দেয়া হয়েছে।
৬| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: শুধু গরু নয়, আরও অনেক কিছু পালন করা যায়, স্বল্প পরিসরে চাষ বাসও করা যায়। এতে ব্যাঙ্কে টাকা রাখা অপেক্ষা বেশি লাভবান হওয়া যেতে পারে।
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৭
মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন।মন্তব্যর জন্য ধন্যবাদ।
৭| ০৩ রা মে, ২০২২ দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
ঈদ মোবারক।
শুভকামনা।
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাল আছি দাদা আপনি কেমন আছেন?
৮| ২৮ শে মে, ২০২২ সকাল ৯:০৩
জ্যাকেল বলেছেন: গরু তো মারা যাইতে পারে। বরং এক কাজ করেন, ব্যাংকে টাকা না রেখে এমন পণ্য কিনুন যা পচবে না। আর ভবিষ্যত দামে বিক্রি করে ডাবল লাভ হবে।
৯| ২০ শে জুন, ২০২২ রাত ৯:৫৬
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আমিও একমত। তিনি ঠিক বলেছেন। ব্যাংকে টাকা রাখার থেকে গরু পালা সহ আরও অনেক কাজ করলে সব দিক থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কোনো মানুষ এই সব ঝামেলায় যেতে চায়না বিধায় ব্যাংকে টাকা রেখে লাভবান হতে চায়। শর্ট কাট কে না পছন্দ করে বলুন।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০০
প্রতিদিন বাংলা বলেছেন: বিড়ালের গলায়। ..কে ?