নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

** এই শীতকালটা আমার গরমেই কেটেছে! **

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৭



শীতকাল যায় যায় করেও এখনও কিছুটা রয়ে গেছে।এবার বছর নাকি শীতটা ভালই পড়েছিল। আমি অবশ্য শীত অতটা উপলব্ধি করতে পারিনি।অনেকের শীতকালটা কাটে কোথায় সর্বনিম্ন তাপমাত্রা পড়ল এটা দেখে।কারও কাটে শীতে টাটকা খেজুরের রস খেতে পারবে কোথা থেকে সেই প্লান করে।আবার কেউ কেউ জাস্ট শীতকালটা লেপের তলায় শুয়েই কাটিয়ে দেয়।

আমার এবার শীতকালটা কেটেছে শুধু বাজারদর আতংকে।বার বার মনে হয়েছে প্রতিটা দ্রব্যমূল্য আর কত বাড়বে।কোথায় গিয়ে থামবে এই মূল্যস্ফীতি।শীতে শাকসবজি প্রচুর উৎপাদন হয় সেই হিসেবে দামটা মানুষের হাতের নাগালেই থাকে।কিন্তু এইবার প্রতিটি শাকসবজির দাম গত শীতের চেয়ে কয়েক গুন বেশি ছিল।গতবার কাচা ঝাল ছিল কেজি প্রতি ৬০-৭০ টাকার ভেতরে।এবার সেই কাঁচা ঝাল ১৪০ টাকার নিচে নামেইনি।অন্যান্য জিনিসের দামের কথা আর নাই বললাম। আর সাম্প্রতিক সময়ে প্রতিটি জিনিস পত্রের দাম কেমন তা আপনাদের সবারই জানা।

আমার এখন শুধু একটা কথায় বারবার মনে হচ্ছে দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে থামবে।
আমার মত স্বল্প আয়ের মানুষদের জন্য বাজার এখন এক আতংকের নাম।সত্যি বাজারে যেতে ভয় লাগে।এবার শীতকালটা যে কি ভাবে গেছে টেরই পায়নি।দেশে এত উন্নয়ন কি মানুষ ধুয়ে পানি খাবে।যে উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পুরনের পথ কঠিন করে দেয় সেই উন্নয়ন নিয়ে জাতি কি করবে।বর্তমানে দেশের মূল্যস্ফীতি যে হারে বাড়ছে এর লাগাম টেনে না ধরতে পারলে আমাদের জন্য জীবন আরও কঠিন হয়ে যাবে।

# ছবি গুগল থেকে।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাজারের গরমে শীতকালটা গরমকালের মতই কেটেছে অনেকের।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: সাধারন মানুষের দিন এখন কষ্টেই কাটছে।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকারের জনগণের কষ্টের কথা ভাবা উচিত।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০

মোস্তফা সোহেল বলেছেন: জনগনের কথা সরকার মনে হয় না আর ভাবছে।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই অনেক দিন পরে পেলাম আপনাকে। কই থাকেন আপনে?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪১

মোস্তফা সোহেল বলেছেন: প্রায়ই তো আসি সামুতে,লেখা পড়ি ,কম বেশি মন্তব্য করি।পোষ্ট কম করা হয়।
আশা করি আপনি ভাল আছেন?

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: এই দেশের বেশির ভাগ দরিদ্র মানুষ শীত বা গরম নিয়ে ভাবে না। তাঁরা ভাবে বাজারের দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে। জিনিস পত্রের দাম সব সময়ই বাড়ে। কিন্তু করোনার পর যেভাবে প্রতিটা জিনিসের দাম বেড়েছে। আগে কখনও এরকম হয়নি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২

মোস্তফা সোহেল বলেছেন: একটা প্রতিবেদনে দেখলাম দুই তিন মাসের ব্যবধানে সব জিনিসের দাম প্রায় ৭০% বেড়েছে।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



আমাদের সবজি রপ্তানী হয়ে যাচ্ছে নাকি?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: সবজি তো কিছু রপ্তানি হয়ই।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: মাত্র ৬/৭ মাস আগেও এক ডজন ডিম কিনতাম ৯০-৯৫ টাকা দিয়ে। এখন কিনছি ১৪৫ টাকা দিয়ে। বৃদ্ধির হার শতকরা ৫৫% । দ্রব্যমূল্য বাড়লেও এক লাফে কখনও ১০-১৫% এর বেশি বাড়া উচিৎ না। এভাবে বাড়লে বুঝে নিতে হয়, চাঁদাবাজ, সরকার দলীয় মাস্তান আর মধ্যস্বত্বভোগীদের দৌ্রাত্ম্য বেড়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: এই সব দৌরাত্ম্য কবে কমবে আল্লাহই ভাল জানেন।
এদেশে উপরওয়ালা নিজ হাতে কিছু না করলে মনে হয়না জনগনের ভাল কিছু হবে।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১

নেওয়াজ আলি বলেছেন: গরিবের জন্য মাছ মাংশ হারাম করা হোক

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: এমনিতেই হারাম হয়ে যাবে।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

জুল ভার্ন বলেছেন: অস্বাভাবিক দ্রব্যমূল্যের নাভিশ্বাস আমজনতার শীত উপলব্ধি করার সুযোগ হয়নি।

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই ভাইয়া।

৯| ০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:১২

ভুয়া মফিজ বলেছেন: উন্নয়নের জোয়ার চলমান। এই জোয়ারের সময়ে কিছু অসুবিধা তো হবেই। এই নিয়ে যারা উহ আহ করবে, তারা রাজাকার। তাদের দেশে থাকার কোন অধিকার নাই। সরকার যেমন দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করছে না, তেমনি দূর্ণীতিও নিয়ন্ত্রণ করছে না। কাজেই খুব বেশী সমস্যা হবার কথা না। দেখেন, দূর্ণীতি করে কিছু সহায়-সম্পত্তি বানাতে পারেন কিনা। তাও যদি না পারেন, তাইলে আমার মতো ইংল্যান্ডে চলে আসেন। ;)

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: বাংলাদেশের এজেন্সি গুলা যদি বিশ্বাসযোগ্য হত তাহলে ইউরোপে যাওয়ার ট্রাই করতাম।
নিজে অত বুঝিনা।তাই এই জেলখানাতেই জীবন পার করে দিতে হবে।

১০| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫৮

করুণাধারা বলেছেন: দাম বাড়তে বাড়তে কোথায় থামবে :(

আদৌ থামবে কি!! স্বল্পমূল্যে চাল আটা কেনার জন্য ট্রাকের সামনে ৫-৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর দেখা যায়, চাল আছে তো আটা নেই। পেটে ভাত না থাকলে উন্নয়ন দিয়ে কী হবে!!

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: এটাই বাস্তব কথা,পেটে ভাত না থাকলে উন্নয়ন কি হবে।

১১| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন তো আরও বেশী দাম বাড়ছে

কাপড় চোপড়ের দামও বেশী

১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে আর কোন কিছুর দাম কখনও কমবে না মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.