নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** তবু ছুয়ে দেখি বৃষ্টি ***

২০ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩৯



আগে বর্ষাকাল ভাল না লাগলেও আমার কাছে এখন বর্ষাকাল ভালই লাগে।আমি কখনই বাংলা মাস ঠিকঠাক মনে রাখতে পারিনা।তবে মাসের নাম খেয়াল থাকে।আমার মা এখনও পর্যন্ত বাংলা মাসের দিনক্ষণ ঠিকঠাক বলতে পারেন।এটা আমার কাছে অবাকই লাগে।আগেকার সব মানুষই মনে হয় বাংলা মাস ঠিকঠাক বলতে পারতেন।বিশেষ করে গ্রামের মানুষরা।আর কৃষি কাজের জন্য বাংলা মাসের দিনক্ষণ ঠিকঠাক জানা একটা বড় বিষয়। বর্ষাকাল চলে আসলেও এখনও পর্যন্ত প্রচুর পরিমানে বৃষ্টি আমার এ দিকে হয়নি।এই দুই এক পশলা হয়েই শেষ। এমন এক পশলা বৃষ্টির পরে দেখা যায় গরম আরও বেড়ে যায়।

ছোট বেলায় বর্ষাকাল অতটা পছন্দ করতাম না।কারন বর্ষা হলে বাইরে খেলতে যেতে পারতাম না।তবে বৃষ্টিতে মাঝে মাঝে ভিজতে পেরে ভাল লাগত।আরও ভাল লাগত গামছায় করে কাছের বাওড়ে মাছ ধরতে।তবে মায়ের বকুনির জন্য বর্ষা এলে ইচ্ছে মত কিছু করতে পারতাম না।
একাধারে যখন বর্ষা হত তখন মা এটা ওটা খাবার বানাতেন।সেই ক্ষনটাও ছিল বেশ আনন্দের।
এখন গ্রামের মানুষ বর্ষাকালে কিভাবে সময় পার করে তা জানিনা।কেননা বেশিরভাগ গ্রামেই এখন পরিবর্তন এসেছে।
সময়ের সাথে মানুষের কৃষ্টি কালচারেরও পরিবর্তন হয়েছে।

আগে যখন ডায়েরি লিখতাম, তখন বর্ষার সময় কবিতা আর অনুকাব্য লেখার চেষ্টা করতাম।
দু একটি অনুকাব্য শেয়ার করেই লেখাটি শেষ করছি।

** বর্ষায় ভিজি
মনের কষ্ট গুলো খুঁজি।

**এখন কাল বর্ষা
মনে নাই ভরসা।

**বর্ষার সময় মাথায় দেই ছাতা
মনে পড়ে প্রিয়জনের কথা।

আমার লেখা এই কয়েক লাইন কেন জানি আমার খুব প্রিয়...

তবু ছুয়ে দেখি বৃষ্টি
মন ভেজায় না শরীর
দেখেনি কেউ
না তুমিও।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৩ রাত ১২:০৭

বিষাদ সময় বলেছেন: আপনার মায়ের প্রতি শ্রদ্ধা। আমিও একসময় অনুকাব্য লেখার চেষ্টা করতাম

২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার অনুকাব্য গুলি আমাদের সাথে ব্লগে শেয়ার করুন।

২| ২১ শে জুন, ২০২৩ রাত ১:০৬

জ্যাকেল বলেছেন: বর্ষা ঋতু-ই ছিল আমার কাব্য লেখার দিন। অবশ্য বুড়ো বয়সে আর সে দিন নেই।

২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:২৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিরা কখনও বুড়া হয়না।

৩| ২১ শে জুন, ২০২৩ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: বর্ষাকাল আমার ভালো লাগে না। এই মাসে অসুখ বিসুখ বেশি হয়।

২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩০

মোস্তফা সোহেল বলেছেন: টানা কয়েকদিন বৃষ্টি হলে আমারও ভাল লাগে না।

৪| ২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৬

জটিল ভাই বলেছেন:
আপনার মায়ের মতো মানুষেরাই সত্যিকারের বাঙালি। শ্রদ্ধা।

২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ২৩ শে জুন, ২০২৩ রাত ২:৫৯

খায়রুল আহসান বলেছেন: গদ্যাংশটুকু ভালো লিখেছেন। + +
কবিতা কবি মনের সত্য ও শুদ্ধতম প্রকাশ। অনুকবিতায় তা খণ্ডিত হয় না; সেখানেও তা শুদ্ধ ও সত্যই থাকে।
অনুকবিতাগুলোতে আপনার মনের তাৎক্ষণিক অনুভূতি সম্যকভাবেই প্রকাশিত হয়েছে।

২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০১

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে পড়ে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

৬| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

বিজন রয় বলেছেন: আপনি ব্লগে আসেন!!!! আজকে দেখলাম অন্য একটি পোস্টে মন্তব্য করেছেন।

তাহলে ?
আমি কিছুনি হলো ব্লগে সময় দিচ্ছি।

পারলে আমার সাথে কথা বলবেন।
শুভকামনা রইল।

২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: কেমন আছেন বিজন দা? আমি সময় পেলেই ব্লগে ঢু মারি আর কিছু পোষ্ট পড়ার চেষ্টা করি।
আপনি তো আর আগের মত ব্লগে সময় দেননা।
সময় করে আসবেন ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.