![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ গোটা বিশ্বের ভূখন্ডটি যদি খন্ড বিখন্ড না হয়ে একটিই দেশ হতো তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে, পৃথিবীতে একজন মানুষও ভূমিহীন হয়ে থাকতো না।প্রত্যেকটি পরিবারের অন্ততঃ দুই তিনশত বিঘা করে জমি থাকতো। তা দিয়ে আবাদ সাবাদ করে অত্যন্ত স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে সক্ষম হতো। সামরিক খাতে যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয়, তা দিয়ে জনকল্যানার্থে ব্যয় করা হলে পৃথিবীর কোন মানুষ খাবারের অভাবে বা বিনা চিকিৎসায় মারা যেত না। পৃথিবীর কিছু সংখ্যক লম্পট মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিনা প্রয়োজনে বাউন্ডারি লাইন কেঁটে খন্ড বিখন্ডিত করে রেখেছে সুন্দর এই পৃথিবীটিকে। একবার সকলেই ভেবে দেখুনতো ঐ যে বাউন্ডারি-টি ওটি না থাকলে সুবিধা বেশি না অসুবিধা বেশি? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অসুবিধার চাইতে সুবিধা অনেকগুণে বেশি। আমার মনে হয় আমার সাথে একমত হতে আপনারা ইচ্ছা প্রকাশ করবেন। তাই নয় কি????
২| ২৬ শে মে, ২০১৫ রাত ৯:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ রাত ৮:৩৯
হোসেন মালিক বলেছেন: এক বিশ্ব এক দেশ
সরকার কারা গঠন করবে? সরকারপ্রধান কে হবে? পুরা পৃথিবীর রাজধানী কোনটা হবে-- ওয়াশিংটন ডিসি নাকি বেইজিং?