নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোস্তাফিজুর রহমান চৌধুরী

মোস্তাফিজুর রহমান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

চোখে পরার মত পরিবর্তন

৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৫

বিশাল এ পৃথিবীর ছোট একটি ভূখন্ডের কোন এক ক্ষুদ্র প্রান্তে বসে ভাবছি ক্রমশ: ক্ষীয়মান স্বাদ, গন্ধ, সৌন্দর্য্য, আবেগ, অনুভূতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও চেতনাবোধের কথা। মানুষ ভোগ-বিলাসের পথ পরিক্রমায় এগিয়েছে অনেক দূর, কিন্তু হারিয়েছে অনেক কিছু। প্রকৃতির উপর মানুষের নির্ভরশীলতা অনেকখানি কমলেও কিছু কিছু ক্ষেত্রে মানুষ প্রকৃতির কাছে বড় অসহায়। ইত্যবছরে জাপানের ভয়াবহ সুনামী প্রকৃষ্ঠ উদাহরণ। নেপালের ভয়াবহ ভূমিকম্পও আরেকটি উদাহরণ হতে পারে। যে মুহূর্ত হতে এ মানবগোষ্ঠি প্রকৃতির উপর নির্ভরশীলতা কমাতে শুরু করেছে, তখন থেকেই হারাতে শুরু করেছে খাবারের সুগন্ধি, মানুষ মানুষের প্রতি স্নেহ,মায়া,মমতা,ভালবাসা। কোথায় জানি এসবের মাঝে একটি সুনিবিড় সম্পর্ক। যে ইলিশ মাছ খেলে দুদিন যাবৎ হাতে গন্ধ লেগে থাকত, যে গাওয়া ঘি খেলে দু/তিন দিন হাতে গন্ধ লেগে থাকত, যে আম খেলে আত্মাটা শাস্তিতে জুড়িয়ে যেত সেসব কিছু এখনও বর্তমান থাকলেও নেই শুধু প্রশান্তি দেওয়ার মত জিনিষটুকু। বড়রা কি পরম স্নেহে ছোটদের আদর, ভালবাসা দিয়ে ভরিয়ে দিত আর ছোটরা কি গভীর শ্রদ্ধার সহিত বড়দের সম্মান করত, সমীহ করত তা শুধু ভেবে ভেবে ক্লান্ত হই। বর্তমান দিনে স্নেহ, ভালবাসা, শ্রদ্ধাবোধ, স্বাদ, গন্ধ সবকিছুর মধ্যেই কেমনজানি ভেজালের সংমিশ্রণ। কেন??????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে মুহূর্ত হতে এ মানবগোষ্ঠি প্রকৃতির উপর নির্ভরশীলতা কমাতে শুরু করেছে, তখন থেকেই হারাতে শুরু করেছে খাবারের সুগন্ধি, মানুষ মানুষের প্রতি স্নেহ,মায়া,মমতা,ভালবাসা। কোথায় জানি এসবের মাঝে একটি সুনিবিড় সম্পর্ক। যে ইলিশ মাছ খেলে দুদিন যাবৎ হাতে গন্ধ লেগে থাকত, যে গাওয়া ঘি খেলে দু/তিন দিন হাতে গন্ধ লেগে থাকত, যে আম খেলে আত্মাটা শাস্তিতে জুড়িয়ে যেত সেসব কিছু এখনও বর্তমান থাকলেও নেই শুধু প্রশান্তি দেওয়ার মত জিনিষটুকু। বড়রা কি পরম স্নেহে ছোটদের আদর, ভালবাসা দিয়ে ভরিয়ে দিত আর ছোটরা কি গভীর শ্রদ্ধার সহিত বড়দের সম্মান করত, সমীহ করত তা শুধু ভেবে ভেবে ক্লান্ত হই। বর্তমান দিনে স্নেহ, ভালবাসা, শ্রদ্ধাবোধ, স্বাদ, গন্ধ সবকিছুর মধ্যেই কেমনজানি ভেজালের সংমিশ্রণ। কেন??????

এগিয়ে যাবার নামে ভোগ পূজি আর ব্যক্তিস্বাতন্ত্রবাদের উত্থান ও বিকাশ সামষ্টিকতাকে গলাটিপে মারছে। স্বার্থপরতা, লোভ আর মিথ্যা ব্যাস .. সব হারিয়ে যাচ্ছে!!!!!!!!!!!!!!!!!!!!!
যতক্ষন না মৃত্যু এসে তাকে থামাচ্ছে।

নিশ্চয়ই বদলে যাবে এ কু-দিন। আসবে সুদিন নির্লোভ, পরার্থপরতা আর সত্যের হাত ধরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.