![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ বলে কিছু নেই... যা আছে তা ধরে নেয়া অনুমান... মন বলে কিছু নেই... যা আছে তা মেনে নেয়া বিভ্রম ...
শিকল-গয়না
কবি : খন্দকার মোস্তাক আহমেদ
তুমি আসবে বলে সে আশায় অপেক্ষা আর শেষ হয়না
সঙ সেজে রঙ মেখে পড়ে আছি শিকলের গয়না !
তুমি আসবে তাই শব্দ বারুদ হয়, হাতের অস্ত্র কলম
তবু ক্ষতে পচন ধরেছে, কবিতা হয়না মলম...
ক্ষুধার্ত শকুনের দল ওড়ে মৃত লাশের লোভে
ডিম আগে না মুরগী ? জখম হল বাঙালী এ ক্ষোভে!
হুমায়ূন আজাদ, রাজিব হায়দার কিংবা সাগর-রুনি;
হল-মার্ক আর ঝুলন্ত(!)পদ্মাসেতু--বল কে আসল খুনি ?
কি দিয়েছি বাঙলাকে আর কততুকু হল ঋণ শোধ...
কবে দংশাবে বিবেক-নাগিন, হবে সামান্য পাপবোধ ?
ওরে অস্থির বাঙালী ! তুই নিজেই শত্রু তোর !
বেয়াল্লিশ পেরিয়ে গেলো ! আসলো না তোর ভোর...
মিছিল মিটিং বুলি কপচানো – এ সবই নিছকতা
আগে নিজের আগল ভাংগ নারে ! তবে তো স্বাধীনতা !
এখানে দেখুন
©somewhere in net ltd.