নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মে জা জ খা রা প আ ছে !

মে জা জ খা রা প আ ছে !

আহমেদ মোস্তাক

আকাশ বলে কিছু নেই... যা আছে তা ধরে নেয়া অনুমান... মন বলে কিছু নেই... যা আছে তা মেনে নেয়া বিভ্রম ...

আহমেদ মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার পদাবলী

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬



১.

দু’চোখে টানেল খুঁড়ে দেখি হারিয়েছি মহাকর্ষ---

পুরনো অসুখ ভালোবাসা হয়ে পেরুলো আলোকবর্ষ

আমি ভাঙি, ভাঙি আর গড়ি, হই চুর-চুর

কোন রসায়নে ইস্পাত হয় এতোটা ভঙ্গুর---!

সৌন্দর্য টানে খু-ব, জানে সে অসহ্য বিনাশ

হে আমার দীর্ঘশ্বাস, অকাল সর্বনাশ!

দোহাই খোদার, জ্বালিস নে আর এরূপ আগুন

বরং আমার জীবন নিয়ে নে, খুন কর, খুন!

২.

উদ্ভন্ত নাগরিক সময়; জীবন বাউন্ডুলে

বাউরি বাতাসে পলিথিনও হঠাৎ ওঠে ফুলে

বালিশ ভরা জমাট তুলো, শিথানে স্বপ্ন দূষণ

হতচ্ছাড়া বাঁধণ হারা, উচ্ছিষ্ট হই ভীষণ......

পুড়ে পুড়ে ছাই; ছাই থেকে হাওয়াই

নয়না, প্রেম দিওনা, তিক্ত এ দাওয়াই !

৩.

অনু কী পরমানু-- মুক্ত বাজার অর্থনীতি,

বস্তুমাত্রই ছুঁয়ে যায় রাজশ্রী’র জ্যামিতি......

---জেগে উঠে দেখি, রঙিন পোষ্টার হলে দেয়ালে

লাইট পোষ্ট আমি, নির্বাক থাকি, তক্ষক হবার খেয়ালে---

বাজার বুঝে ভালোবাসাও নিখাঁদ পুঁজিবাদ,

তবুও মনে জাগে যে কীসের আহ্লাদ!

৪.

কতোটা বয়স হলে মন সৃষ্টি হয়!

কতোটা কয়লা হলে দহন বুকে সয়!

আর কতো ব্যকুল হলে বল তোরে পাই?

আমি বন্ধু তোর স-ব চিবিয়ে চিবিয়ে খাই!

৫.

কাকে তুমি প্রেম বলো? কাকে ভালোবাসা?

কে চিনেছে কবে কার আহত মনের ভাষা?

আমার হাতের গোলাপ হাতেই নাহয় শুকাক....

মন কবেই বর্জ্য চিনে হয়েছে দাঁড় কাক !

বলাৎকার আজ বিশুদ্ধ ভালোবাসার আইন

বলতে কি হবেই তবুও হ্যাপি ভ্যালেন্টাইন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.