নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখন মুক্ত । তবে নিজেকে লুকিয়ে নিব সবার মাঝে থেকে ।

মোতাহারুল হাসান

মোতাহারুল হাসান › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকে এখন ভুত

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৮

আমাদের দেশের ব্যাংক গুলোতে বিশেষ জাতীয় ভুত ঢুকেছে । যে ভুত গুলো তাড়ানোর জন্য একজন উঝার খুব প্রয়োজন । একটার পর একটা অঘটনের মধ্যে দিয়ে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে পুঙ্গু করে দেওয়ার পাইতার চলছে ।
বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় ব্যাংক যেগূলো আছে সেগুল ব্যাংকগুলোর ম্যানেজার নিজেদের ব্যাংকের টাকাগুলো পৈত্রিক সম্পত্তি মনে করেন ।
সকল ব্যাংকের কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত লাখ লাখ লোন করে তারা নিজেদের বাড়ি গাড়ি করে থাকেন । কিন্তু একজন উদ্দ্যোক্তা ঋন চাইলে বলে এইটা করো এইটা করো । তোমার মামা খালু আছে কিনা ।
যদি একজন ব্যক্তি ১ লাখ টাকা লোন চান তাহলে তাকে প্রায় ২০০০০ টাকা ব্যয় করতে হয় । এই ২০ হাজার টাকা ছাড়া তো সুদ আছেই ।
আমি মাঝে মাঝে জানার জন্য ব্যাংক গুলোতে যাই সেখান কার রিকোয়ারমেন্ট শুনলে মনে হয়ে আসলে ব্যাংক আমার মত জঙ্গলের না ।
আরোও একটা কথা শুধু তাই না ৬০০০০-৭০০০০ টাকা লোন করতে গেলাম ব্যাংকে বলে যে উনি লোন নিতে পারবেন না । এরপর বাধ্য হয়ে একটা এন জিও এর দারস্থ হলাম । মুল কথা বাংলাদেশের এত এন জিও যেমন দরকার নাই এত ব্যাংকেরও দরকার ছিল না ।
যে নেতার যখন প্রয়োজন হয় তখন সে একটা ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেন । তারপর ব্যাংকের টাকা গুলো মাঝে মাঝে হাওয়া হয়ে যায় ।
সবশেষে বলি দেশের এই সমস্যা থেকে বাচার উপায় হয় উঝা আনতে হবে না হলে আমাদের দেশ পরিবর্তন করতে হবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

ফ্রিটক বলেছেন: সবগুলোর ব্যাংকের চুরির পিছনে সরকারি আমলা ও মন্ত্রী দের হাত আছ বলে আমার মনে হয়। আমরা সাধারন জনতা ব্যাংক থেকে টাকা নিতে গেলে কত আইন তারা দেখায় অথত তারা( মন্ত্রী ামলা রা এক জামানত দিয়ে ১৪ জায়গা থেকে টাকা খায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.