![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বার্তা ডেস্ক
কায়রো: মিশরের অন্তবর্তী সরকারের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করায় এল বারাদির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর বারাদিকে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছেন মিশরের ফৌজদারি আদালত।
আলজাজিরা এবং আল আহরাম মঙ্গলবার এই খবর জানায়।
গত ৩ জুলাই মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর অন্তবর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় সাবেক কূটনীতিক ও পরমাণু কমিশনের প্রধান এল বারাদিকে।
গত বুধবার ব্রাদারহুড ও মুরসি সমর্থকদের বিক্ষোভে সেনাবাহিনী গণহত্যা চালালে প্রায় ছয়শ মানুষ নিহত হয়। এই হত্যাযজ্ঞের দায় এড়ানোর ঘোষণা দিয়ে পদত্যাগ করেন এল বারাদি।
এল বারাদি জনগণের বিশ্বাসভঙ্গ করেছেন, এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন দেশটির হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের ফৌজদারি আইন বিভাগের প্রধান ড. সাইদ আতিক।
ড. আতিক মনে করছেন, এল বারাদি সরকারের অংশ হিসেবে তার যথাযথ দায়িত্ব পালন করেননি।এমনকি ব্রাদারহুডের ‘সন্ত্রাসী কার্যক্রমের’ বিরুদ্ধে সরকার যখন ব্যবস্থা নিয়েছে তখনো এল বারাতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন ড. আতিক।
তিনি বলেন, “এল বারাদি স্বেচ্ছায় এই পদে যোগদান করেননি। তাকে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট এবং রেভ্যুউলেশনারি ফোর্সের একজন প্রতিনিধি হিসেবে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করেই পদত্যাগ করেছেন।”
বারাদির এই পদত্যাগের ঘটনার ফলে বিশ্বের কাছে মিশরীয় অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন ড. আতিক। তিনি অভিযোগ করেন, বারাদির পদত্যাগের কারণে সবাই ভাবতে বাধ্য হয়েছেন যে ব্রাদারহুডের বিক্ষোভে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে।
এল বারাদি বর্তমানে পরিবারসহ অস্ট্রিয়ায় অবস্থান করছেন।
©somewhere in net ltd.