![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড শার্প ফটোকপিয়ারের অনুমোদিত অংশীদার হিসেবে দেশের বাজারে নিয়ে এল নতুন শার্প এআর-৬০২০ মডেলের ডিজিটাল ফটোকপিয়ার মেশিন ।এই ফটোকপিয়ার মেশিনটি এক সাথে কপি, প্রিন্ট এবং কালার স্ক্যান করতে পারে । শার্প এআর-৬০২০ ফটোকপিয়ার মেশিনটি এক মিনিটে ২০ কপি প্রিন্ট করতে পারে। শার্পের এই ফটোকপিয়াটিতে রয়েছ ৬৪ মেগাবাইট র্যাম, ৩৫০ শিট পেপার ধারণ ক্ষমতা। এটির কপি ও প্রিন্ট রেজুলেশন ৬০০x৬০০ ডিপিআই। মেশিনটিতে ২৫% থেকে ৪০০% পর্যন্ত জুমিং রেঞ্জ পাওয়া যাবে।এটি লেজার বিম প্রিন্টিং ও ইনডিরেক্ট ইলাস্ট্রোস্ট্যাটিক ফটোগ্রাফিক মেথোড দ্বারা পরিচালিত । প্রতি পৃষ্ঠা কপি বা প্রিন্টিং এ খরচ মাত্র ৩৫ পয়সা । এক বছর ওয়ারেন্টিসহ ফটোকপিয়ারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার টাকা।
আরো বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন:
http://globalbrand.com.bd/photocopier
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
ভিটামিন সি বলেছেন: এতো ছোট কেরে? আমাদের অফিসেরটা তো বিশাল। এ৪ পেপারের ২টা ট্রে, এ৩ পেপারের একটা, এ৫ পেপারের একটা। প্র্রতি ট্রেতে ৫০০ শিটেরও বেশি ধরে। ফুজি জেরোক্স, মিনিটে ৪৬ শিট প্রিন্ট দেয়া যায়।