নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্ন রং

আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে.........

ময়ুখ

আমার যা ইচ্ছে তাই বলব.....

ময়ুখ › বিস্তারিত পোস্টঃ

আমার জন্ম যদি আমি স্বীকার করি তবে তোমাকে ফাঁসীতে ঝুলতেই হবে। এর ব্যতয় ঘটলে তুমি আমার অভিবাদন গ্রহন কোরো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২



যে আঙ্গুল তুমি আজ দেখালে

যে চিহ্ন দিয়ে তুমি আজ সমগ্র জাতির মুখে চপেটাঘাত করলে

হে কসাই, হে জল্লাদ

তুমি ভেবনা তুমি পার পেয়ে গেলে...

কোটি মানুষের ঘৃণার আগুণে তোমাকে পুড়তেই হবে হে খুনী।



আমি জানি না মহান বিচারক তোমার এই ছবিটি দেখেছে কিনা

আমি জানি না যারা তোমার হাতে নির্যাতিত হয়েছিল তারা অথবা তাদের স্ব্জন তোমার এই ছবি দেখেছে কিনা,

আমি জানি না তোমার এই দম্ভ বাংলার মানুষ কিভাবে নিবে অথবা নিচ্ছে

শুধু জানি তোমার এই ছবি আমি দেখেছি এবং দেখছি......



অবাক বিস্ময়ে দেখছি কিভাবে জাতির পতাকা এখনো খামছে ধরে আছো হে মহান শকুন।



আমার জন্ম যদি আমি স্বীকার করি তবে তোমাকে ফাঁসীতে ঝুলতেই হবে।

এর ব্যতয় ঘটলে তুমি আমার অভিবাদন গ্রহন কোরো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

লজিক2010 বলেছেন:


রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

ময়ুখ বলেছেন: সরকার আপিল করতে পারবে সাজা কমানোর জন্য।। তার মানে আইনে তার ফাঁসি হবার সম্ভাবনা শুন্যের কোঠায়.।.।.

এর চেয়ে বেকসুর খালাস করলেই ভালো লাগতো। তাহলেও তো আপিল করলে ফাঁসি হবার সম্ভাবনা থাক তো.।

হায় রে দেশ আর অভাগা আ্মরা !!!!!!!!!!!!

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

অস্হির বলেছেন: আশা ভেঙ্গেছে অনেক আগেই। নতুন স্বপ্ন দেখতে চাইনা। আসলেই আমরা অভাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.