![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা ইচ্ছে তাই বলব.....
কোথায় যাচ্ছি আমি?
অবশ্যম্ভাবী পতন? নাকি অনিবার্য নি্য়তির ফুলশয্যায়?
মৃদু আস্ফালনে বলে স্মৃতিময় শার্ট-আমাকে পড়ে নাও
তারপর বেরিয়ে পড়,ঝাঁপিয়ে পড়,খাও-যা পাও,না পাও
তুমি কি শালা কবি?নাকি ঐ ছাইপাশ খাও?
সবাই যেমন হচ্ছে তুমিও তেমন হও
তেমন হও
তেমনি হও,
যেমন করে অন্য সবাই নিঃস্ব হয়ে সবই পায়..!
কবিতার বাম গালে আলতো চুমু একে,
উত্তেজনায় ফুঁলে ওঠা কুমারী স্তনের মতোন
তোমাকে যখন দেখি এই জোছনার আকালে...।
.............আমি আমার মতই নিঃস্ব হয়ে যাই ।
কোথায় যাচ্ছি আমি?
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
মানুষ বলেছেন:
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: হতাশার বোধ ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
ময়ুখ বলেছেন: নিজেকে নিজের মধ্যে ফিরে পাওয়াই হতাশার হতাশার সমাপ্তি!
তাতেও উত্তর মেলে না। হতাশা বা আশার সাথে গন্তব্যের রিলেশান নাই
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: আসলেই তো কোথায় যাচ্ছি?