![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে কয়েকটি তথ্য
১. প্রাচীন কালে ঢাকা বঙ্গ জনপদের অধীনে ছিল।
২. বগুড়ার মহাস্থানগড় একসময় পুন্ড্রুনগর হিসেবে পরিচিত ছিল।
৩. বাংলার প্রাচীনতম জনপদ ছিল পুন্ড্র।
৪. বর্তমান বগুড়া ও রাজশাহী ছিল পুন্ড্রু জনপদের অধীনে।
৫. বৃহত্তম ঢাকা ও ময়মনসিংহ ,কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর জেলা ছিল বঙ্গ জনপদের অধীনে।
৬. সমতট কুমিল্লা , নোয়াখালী ও সিলেট জেলা নিয়ে।
৭. চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে হরিকেল জনপদ ছিল।
৮. বরিশালকে বলা হতো চন্দ্রদ্বীপ।
৯. বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র ছিল মহা¯তানগড়।
১০. বাংলাদেশের ভূখন্ডে প্রাচীন জনপদগুলোর নাম হলো- বঙ্গ, গৌড়, বরেন্দ্র, পুন্ড্রু, রাঢ়, সমতট , হরিকেল।
১১. চাঁপাইনবাবগঞ্জ ছিল গৌড়ের অধীনে ছিল।
১২. পুন্ড্রু জনপদের অবস্থান উত্তরবঙ্গে।
১৩. বাংলা নামের উৎপত্তি পাওয়া যায় আইন-ই-আকবরি গ্রন্থে।
১৪. অস্ট্রিক ভাষাভাষি দের বলা হতো নিষাদ।
২| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮
সৌম্য বলেছেন: একটু কনফিউশান আছে। পুন্ড্র নিঃসন্দেহে প্রাচিন সভ্যতা। কিন্তু সবচেয়ে প্রাচিন কিনা কনফিউশান আছে। ইংরেজরা বলতো বাংলা গাঙ্গেয় ব-দ্বীপ। মোটেও প্রাচিন না।
কিন্তু উয়ারী-বটেশ্বর হয়তো মহেঞ্জোদারো হরোপ্পার সমসাময়িক।
৩| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১০
একসেপশন বলেছেন: ছুটির দিন। তাই।
৪| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১
টেরাকোটা বলেছেন: উয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিকদের মাঝে ব্যাপক মত পার্থক্য সৃষ্টি করেছে। এখনো এ্যাবসলিউটলি সিউর না। কারণ লাল স্যারের প্রযেক্ট মানতে চান না অপরাপর আরো বিশেষজ্ঞগণ। তারা নানাবিধ প্রশ্ন তুলেছেন যা অযৌক্তিক বলে উড়িয়ে দেয়া যায় না। তাছাড়া উয়ারী বটেশ্বরের উতখনন এখনো চলমান। বিস্তারিত জানতে পড়ুন স্বাধীন সেনের লেখা বই .......
৫| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৭
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: Valo.
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩
পুরাতন বলেছেন: সকাল থিকা এখুন পর্যন্ত মনে হয় ৫টা দিলেন ......