![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।
রাত হলে আব্বার বুকে প্রচণ্ড ব্যাথা ওঠে।
পিজির ডাক্তাররা সকল পরীক্ষা নিরীক্ষা করে ধারণা করছেন হার্টে ব্লক থাকতে পারে। এনজিওগ্রাম করাতে হবে। ব্লক ধরা পড়লে রিং লাগাতে হবে।
এইসব ব্যাপারে কেউ আমাকে ধারনা দিতে পারেন ?
এনজিওগ্রাম কোথায় করালে ভালো হয় ? পিজি, সোহরাওয়ার্দি নাকি হার্ট ফাউন্ডেশন ? রিং এর দর দাম কেমন ?
কেউ কি আছেন- যিনি এসব ব্যাপারে আমাকে পরামর্শ দিয়ে উপকার করবেন?
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:১০
মোজাম্মেল প্রধান বলেছেন:
আপনার কন্টাক্ট নাম্বারটা পেতে পারি ? তাহলে অনেক জরুরী তথ্য আপনার কাছ থেকে পাবো। প্লিজ...
[email protected]
২| ২৮ শে জুন, ২০১২ দুপুর ১:৫৬
তাবিজ সোহান বলেছেন: দেশের সরাকারি হাসপাতালের যা অবস্থা !!!! আমার মতে পিজি, সোহরাওয়ার্দি বাদ দিয়ে টাকা বেশি খরচ হইলেও হার্ট ফাউন্ডেশনি অনেক ভালো হবে।
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:১২
মোজাম্মেল প্রধান বলেছেন:
ধন্যবাদ ভাই- পরামর্শের জন্য।
৩| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:১৪
মীর হাসিন রেজা বলেছেন: আমিও আম্মার এন্জিওগ্রাম করেছিলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, তারপর দুটি রিং পরানো হয়েছে। এক বছর পার হলো, আলহামদুলিল্লাহ আম্মা ভালো আছেন। আপনিও ওখানে করাতে পারেন।
তবে কতগুলো বিষয় আছে যা আগেই পরিকল্পনায় থাকা ভালো, আমি আমার অভিজ্গতা থেকে বলতে পারি-
১) এমন প্রস্তুতি থাকা আবশ্যক যে, এনজিওগ্রামের পরপরই প্রয়োজনীয় সংখ্যক রিং পরানো। একই সিস্টেমে দুটি কাজ করা ভালো, নতুবা রোগির উপর চাপ পড়ে, কষ্ট হয়।
২) কোন ধরণের রিং পরাবেন, সরচেয়ে ভালো, ভালো বা মধ্যম মানের? তবে, সুযোগ থাকলে আগেই এসব বিষয়ে অভিজ্গ ডাক্তারে পরামর্শ নেয়া ভালো
৩) আমি আম্মার একটি মেজর ভেসেলে খুব ভালোটি আর অন্য মাইনর ভেসেলে মাঝারিটা সেট করিয়েছিলাম, অবশ্যই আমার এক আত্নীয় কার্ডিওলজিষ্টএর পরামর্শে।
আল্লাহ আপনার সহায় হোন, আপনার বাবা দীর্ঘায়ু লাভ করুন। ভালো থাকুন।
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:২৬
মোজাম্মেল প্রধান বলেছেন: অনেক ধন্যবাদ রেজা ভাই, বিস্তারিত জানতে আমি আপনার সাথে মোবাইলে কথা বলতে পারি ? আপনার মোবাইল নম্বরটা দিবেন ?
[email protected]
৪| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:২২
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আমার ভাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজিস্ট ছিলেন, বর্তমানে দেশের বাইরে। আমার বাবার চিকিৎসা এই হাসপাতেলি করা হয়েছে। সোহরাওয়ার্দিতে যে প্রবললেমটা পরবেন তা হল ক্ষমতাবান কেউ না থাকলে ভয়ঙ্কর হেরেজমেন্ট মোকাবেলা করতে হবে, একজন সাধারন ক্লিনার থেকে শুরু করে উপর লেভেল এর কাছ থেকে। এর চেয়ে সামগ্রিক বিচারে সুচিকিৎসা পেতে হলে হার্ট ফাউন্ডেশন অনেক ভাল বলে মনে করি।
আর ব্লক থাকলেই রিং পরাতে নাও হতে পারে, অনেক সময় "বেলুনি" সিস্টেমে ব্লক ছারিয়ে দেওয়া হয়, এতে রিং লাগে না।খরচ অনেক কম। আর রিং এর দাম কতা তা মনে নাই
আর একবার এনজিওগ্রাম করে পরীক্ষা করে পরে এনিজওপ্লাস্টি করার চাইতে একেবারে প্রিপারেশন নিয়ে দুইটাই করা ভাল। এতে করে রোগির উপর চাপ কমে, খরচো কমে।
আপনার আব্বার সুস্থতা কামনা করছি।
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:২৮
মোজাম্মেল প্রধান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমি প্রয়োজনে আপনার সাথে আবার যোগাযোগ করবো। আপনার কন্টাক্ট নম্বরটা দেয়া যাবে উপরের ই-মেইলে ?
৫| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:২৮
পানকৌড়ি বলেছেন: সবার মতো আমিও মনে করি হার্ট ফাউন্ডেশনই বেস্ট । ওখানে ডাঃ বদিউজ্জামানকে দিয়ে করাবেন,ওনার কাছে যতবার আমার মাকে নিয়ে গিয়েছি আমার খুব ভালো লেগেছে । খুবই আন্তরিক একজন ডাক্তার ।
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৩১
মোজাম্মেল প্রধান বলেছেন: ডা. বদিউজ্জামান সাহেবকে সহজে পেতে পারি কী ভাবে? আপনার কোন রেফারেন্স কাজে লাগবে ? আপনার কন্টান্ট নাম্বারটা পেতে পারি ?
৬| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:২৮
অর্ফিয়াস বলেছেন: ভাই, আপনার মেইল চেক করুন। আমি আমার নম্বরটা দিয়ে দিয়েছি।
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:২৯
মোজাম্মেল প্রধান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আপনাকে একটু বিরক্ত করবো। প্লিজ।
৭| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৩০
ঘোর ছাড়া এক সুখি ছেলে বলেছেন: ডাঃঅমল কুমার চৌধুরী
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক(কার্ডি্ওলজি)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা।
০১৮১৮২৫১১৮৭ (সিরিয়াল এর জন্য) ফোন করে দেখতে পারেন আমি উনাকে দেখাই
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৩৩
মোজাম্মেল প্রধান বলেছেন:
অনেক ধন্যবাদ পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। আমার আসলেই অনেক উপকার হচ্ছে।
৮| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৩১
অর্ফিয়াস বলেছেন: পানকৌড়ি বলেছেন: সবার মতো আমিও মনে করি হার্ট ফাউন্ডেশনই বেস্ট । ওখানে ডাঃ বদিউজ্জামানকে দিয়ে করাবেন,ওনার কাছে যতবার আমার মাকে নিয়ে গিয়েছি আমার খুব ভালো লেগেছে । খুবই আন্তরিক একজন ডাক্তার ।
- হ্য, উনি খুব ভালো ডাক্তার। তবে আমার আব্বারটা করেছিলেন মালেক সাহেবের মেয়ে কি যেনো নাম তিনি...
২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৩৫
মোজাম্মেল প্রধান বলেছেন: আমি হার্ট ফাউন্ডেশনেই যাবো বলে সিদ্ধান্ত নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। পরে আপানকে কল করবো।
৯| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৩৬
অর্ফিয়াস বলেছেন: আপনি যে কনো সময় কল করতে পারবেন আমাকে।
১০| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৪৫
মুহিব বলেছেন: হৃদরোগ ইনস্টিটিউট। ডা. মোমেনের সাথে কথা বলতে পারেন। তিনি বনানীর পিপিএল এ বসেন। আমার আত্নীয়ের রিং তার মাধ্যমে করিয়েছিলাম। ডাক্তারের ব্যবহার এবং কাজ ভাল। এপয়নমেন্ট ০১৭১৩৩৩৩২৩৩।
তবে যেখানেই রিং পড়ান তার স্থায়িত্ব খুব বেশী দিন থাকে না। ৩ ধরনের রিং আছে ৫০/৭৫/১৫০। আপনি ৭৫০০০+ টাকার রিং পড়াতে পারেন।
২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:১৩
মোজাম্মেল প্রধান বলেছেন: ধন্যবাদ মুহিব ভাই, পরামর্শের জন্য। ইনস্টিটিউট কিংবা ফাউন্ডেশন দুইটার একটাতে করাবো। আব্বার জন্য দোয়া করবেন।
১১| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:০৭
সুদীপ্ত কর বলেছেন: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মনে হয় ভালো হবে।
মন শক্ত রাখেন। সব ঠিক হয়ে যাবে।
২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৮
মোজাম্মেল প্রধান বলেছেন:
থ্যাঙ্ক ইউ দাদা, চেষ্টা করছি।
১২| ২৯ শে জুন, ২০১২ সকাল ৮:০০
যাযাবর জোনাকী বলেছেন: আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সাজেস্ট করব। আর রিং পরানোর যদি কোন বিকল্প থাকে তবে সেটাই করতে পরামর্শ রইলো। রিং পরানোটা একটু ঝামেলার, পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে।
গতমাসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমার বাবার এনজিওগ্রাম ও বাইপাস সার্জারি করিয়েছি। সর্বমোট ১,৫০,০০০ এর মতো খরচ হয়েছিলো। শুধু এনজিওগ্রাম করাতে ১২০০০ এর মতো লাগবে।
৩০ শে জুন, ২০১২ সকাল ১০:৫২
মোজাম্মেল প্রধান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, পরামর্শের জন্য। আমরা চেষ্টা করছি। এখনো টাকার জোগার হয়নি। হলেই এনজিওগ্রামে নিয়ে যাবো। দোয়া করবেন।
১৩| ২৯ শে জুন, ২০১২ রাত ১০:৩৪
শাহ আশরাফ বলেছেন: আমিও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনই সাজেস্ট করব। এখানে আমার আম্মাকে বাইপাছ করিয়েছি । খরচ ও অনেক কম ফলাফল অনেক ভাল
৩০ শে জুন, ২০১২ সকাল ১০:৫৩
মোজাম্মেল প্রধান বলেছেন:
অনেক ধন্যবাদ পরামর্শের জন্য। চেষ্টা করছি। দোয়া করবেন।
১৪| ৩০ শে জুন, ২০১২ দুপুর ২:৪৭
rashu905 বলেছেন: আমার আম্মাকে রিং পরানো হয়েছে প্রায় ২/৩ বছর হয়ে গেল । আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন , আমার অভিজ্ঞতা আছে কল মি ঃ ০১৭১৭১৯০৯০৫
৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
মোজাম্মেল প্রধান বলেছেন:
ধন্যবাদ কমেন্টের জন্য। আমি আপনাকে কল দিবো।
১৫| ০১ লা জুলাই, ২০১২ বিকাল ৪:৫৭
রাকি২০১১ বলেছেন: ভাই, তথ্য দিতে পারলাম না; কিন্তু দোয়া করি আপনার আব্বা সুস্থ হয়ে উঠুন।
০১ লা জুলাই, ২০১২ রাত ৯:৫২
মোজাম্মেল প্রধান বলেছেন: দোয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এরচে ভালো আর কী হতে পারে ?
১৬| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৬
পাগলা যোদ্ধা বলেছেন: সবাই দেখি হার্ট ফাউন্ডেশনের কথা বলছেন, কিন্তু বিশেষজ্ঞ মতামত অনুযায়ী কিন্তু রিং পরানো বা বাইপাসের জন্য ইউনাইটেড হাসপাতাল সবচেয়ে ভালো। দিন সাতেক আগে আমাদের এক ডাক্তার বড় ভাই তার বাবার বাইপাস করালেন এখান থেকে, এবং তারপর উনার মন্তব্য যে ওখানেই সবচেয়ে ভালো।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল ২০০৩-এ আব্বার বাইপাস করানো, তখন হার্ট ফাউন্ডেশন থেকে ডা. জালাল সাহেব কে দিয়ে করানো হয়েছিল। পরে ডা. জালাল সাহেব ইব্রাহীম কার্ডিয়াক-এ চলে আসেন।
০১ লা জুলাই, ২০১২ রাত ৯:৫৩
মোজাম্মেল প্রধান বলেছেন: ইউনাইটেড হাসপাতাল অনেক ব্যয়বহুল তবে ভাল - এটা সবাই বলে। অনেক ধন্যবাদ ভাইয়া পরামর্শের জন্য।
১৭| ০১ লা জুলাই, ২০১২ রাত ১০:০৮
বিপ্লব কান্তি বলেছেন: স্কয়ার হসপিটালকে ও মাথায় রাখতে পারেন, এনজিগ্রাম না করে রিং পরাবে নাকি কিছুই পরাবে না , নাকি অপারেশনই করতে হবে তা নিয়ে আলোচনা কেন ?
আগে এনজিওগ্রাম করান , এমন ও হতে পারে কয়েকটি ব্লক । তখন অপারেশনের ডাক পড়বে ,
কি দুনিয়া আসলো , আজ থেকে ১০০ বছর আগে মানুষ হৃদরোগে মারা যেত না , এখন সবারই এই রোগ হয়ে যায় । হায় হায়
০১ লা জুলাই, ২০১২ রাত ১০:২৭
মোজাম্মেল প্রধান বলেছেন: আপনার পরামর্শ ভাল লাগলো। কমেন্ট পড়ে দু:খের মধ্যে ও হাসি পেলো। আব্বার জন্য দোয়া করবেন।
১৮| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৯
আবু সালেহ বলেছেন: আপনার বাবা এখন কেমন আছেন.......ভােলা থাকুক সেই কামনাই করি.......
০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৮
মোজাম্মেল প্রধান বলেছেন: ভাইয়া, আব্বার হার্টে অনেকগুলো ব্লক ধরা পড়েছে। দ্রুত বাইপাস করাতে হবে। অবশ্যই দোয়া করবেন।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৩
পারভেজ আনাস বলেছেন: ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার আব্বাকে হার্টের বাইপাস করিয়েছেন? আমার আম্মার হার্টের সমস্যা , আমার কিছু তথ্য দরকার ভাই
[email protected] অনুগ্রহ পূর্বক সাড়া দেবেন ভাই
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৮
নতুন বলেছেন: পারভেজ আনাস বলেছেন: ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার আব্বাকে হার্টের বাইপাস করিয়েছেন? আমার আম্মার হার্টের সমস্যা , আমার কিছু তথ্য দরকার ভাই
[email protected] অনুগ্রহ পূর্বক সাড়া দেবেন ভাই
হার্ট ফাউন্ডেশনে করান ঐটাই সবচেয়ে ভালো হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১২ দুপুর ১:৪৯
অর্ফিয়াস বলেছেন: জাতীয় হ্রদরোগ ইন্সটিউট সবচে ভালো যদি লোক থাকে। এখানে সিরিয়াল দিতে হয় কিন্তু ট্রিটমেন্ট ভালো এবং টাকা কম লাগে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমার আব্বার রিং পরিয়েছিলাম। খরচ হয়েছিলো মোট ১১০,০০০ টাকা (১ টি রিং এর আগে এনজিওগ্রাম করা হয়েছিলো)। এখন একটু বেমী লাগতে পারে। এটা ১ বছর আগের কথা। এখানকার ট্রিটমেন্ট ভালো এবং রি পরানো হয় যেদিন ভর্তি হবেন সেদিনই বা তার পরদিনই। মানে কোন সিরিয়াল দিতে হয়না।