নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫৬

এলোমেলো দিনের শেষে
রাত্রি যখন নামে
চোখটা বুজি
মনের মাঝের
বৃষ্টি যেন থামে।

ডুকরে ওঠা হাসি আমার
অশ্রু ভেজা সুর
গাইবো যে গান
আসে না আর
সে কোথায়? কতদূর?

হাতের কলম, চোখের চশমা
গালের মাঝে জল
সবই তোমার
সবই তোমার
দূর আকাশের কালো মেঘেরা আজ
আমার সম্বল।

বৃষ্টি হয়ে ঝড়ুক তারা,
বিজলি হয়ে পড়ুক
মরে পঁচে ধ্বংস হয়ে
তোমায় খুশি করুক।

বৃষ্টি আমার, ঝড় আমার
তোমার বাকি সব।
ছোবে না তোমায় আমার বৃষ্টি গুলো?
হবে না অনুভব?

বুঝবে নাকো তুমি সেসব
জানবে না কোন কিছু
সব পেয়ে তুমি সুখি আছো
এটাই সব কিছু।

হাজার গ্যালন বৃষ্টি আমার
হাজার টুকরো মেঘ
ভেজায় আমায় সকাল-বিকেল
উছলে আবেগ।

বৃষ্টি আমায় ছাড়ে নাকো
বৃষ্টি আমায় ছাড়ো
হঠাৎ ভাবি ছাতা নিয়ে ঐ
দাঁড়িয়ে তুমি আছো।

হয়ত ভাবি ফিরবে তুমি
গাইবে আমার গান
হারিয়ে যাওয়া রূপকথা সব
আবার পাবে প্রাণ।

ভিজতে ভিজতে ক্লান্ত হয়ে
হাঁটতে থাকি আমি
দেহ যখন আর হাঁটে না
তখন হঠাৎ থামি।

মরার মত জীবনটায়
রাত্রি আবার নামে
চোখটা বুজি
মনের মাঝের
বৃষ্টি যেন থামে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:২০

তানভীর আকন্দ বলেছেন: একটা ছন্দের দোলায় শুরু হয়ে হঠাত্ ভেঙে গেল কেন?

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

পলাশের লাল রঙ বলেছেন: ঘুমিয়ে পড়ার পর আরতো ছন্দ থাকে না।

২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০

হাসান বিন নজরুল বলেছেন: ভালো লেগেছে ভাই

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

পলাশের লাল রঙ বলেছেন: ধন্যবাদ :-)

৩| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগল । :)

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

পলাশের লাল রঙ বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.