![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিস্তা, আজ কেঁদে বুক ভাসাবোনা
ঐটুকু পানি তোমায় উৎসর্গ করব।
তপ্ত রোদে যদি তোমার ছায়া হতে পারতাম;
যদি পারতাম সাগর সেঁচে
তোমার বুকে ফেলতে,
তবে আমি তাই করতাম।
পিপাসা ক্লান্ত মৃত্যু পথ যাত্রীকে
কিভাবে সাহস দিতে হয় জানিনা।
ও সূর্য, তিস্তার সবটুকু উষ্ণতা আমার গায়ে ফেল
তবু তিস্তা কে একটু রেহাই দাও।
২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৪
মিঃ আতিক বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৩
ওমেরা বলেছেন: ভাল লিখেছেন ধন্যবাদ ভাইয়া ।
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৪০
মিঃ আতিক বলেছেন: মনের যে কষ্ট তার বোবা প্রতিবাদটা করার চেষ্টা করেছি।
৩| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১
মিঃ আতিক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত।
ধন্যবাদ।
৪| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৩
টমাটু খান বলেছেন: অনেক ভা্ল লাগল।
৫| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৪
জুন বলেছেন: তিস্তাকে দেখেছি দুকুল ছাপানো এক বিশাল স্রোতস্বীনি হিসেবে ।
আজ সে শুধুই ধু ধু বালুচর, অবিশ্বাস্য ।
কবিতায় ভালোলাগা মিঃ আতিক
+
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪২
মিঃ আতিক বলেছেন: তিস্তা কে কেন্দ্র করে এর উপর নির্ভর করা কোটি কোটি খেটে খাওয়া মানুষের বুকের জমিনটাও শুধুই ধু ধু বালুচর।
আপনার সাথে কাল চিয়াং মাই স্টেশন পর্যন্ত ঘুরলাম। বাস্তবতার সাথে মিল করে এতো সুন্দর ভাবে লিখেছেন যে তাকে কাহিনি মনে হয়নি মনে হচ্ছিলো আপনার সাথেই আছি সব দেখছি। বাকিটুকও ঘুরবো, পরবর্তী পোস্টে।
ধন্যবাদ।
৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৫
চাঁদগাজী বলেছেন:
সব সমস্যার অনেক সমাধান থাকে, বাংলাদেশ শুধু এক সমাধান খুঁজছে, যেটাতে মগজের দরকার হয় না।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৯
মিঃ আতিক বলেছেন: জী, দ্বিমত করবোনা;
৭| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সুন্দর কবিতা
৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯
মো নিয়াজ হোসেন বলেছেন: ভালো হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৮
মিঃ আতিক বলেছেন: ধন্যবাদ
৯| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪
চাঁদগাজী বলেছেন:
তিস্তার ২ পারে পানি ধরে রাখার ব্যবস্হা করা সম্ভব।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৭
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে ।
তিস্তার জল যায় কই, আন্তর্জাতিক এই নদীর পানি গজলডোবায় আর রনজিৎ-৩ জলবিদ্যুত প্রকল্পে নিতে দেয়া যাবেনা ।
আন্তর্জাতিক এই নদীর পানিকে রাখতে হবে সচল নীচের মত অবিকল , বাধা বন্দনহীনভাবে সুষ্ঠু প্রবাহে বর্ষা ও গ্রীস্মে ।
মমতা যদি উজান থেকে ভাটির পানে পানি দেয় বন্ধ করে, তাহলে এদেশ হতে প্রতি বছর ১২ লক্ষ লোকের
উজানে ভারত ভ্রমনের জন্য বেনাপোল আর হিলী সীমান্ত পথে শক্ত করে বাঁধ দিতে হবে , যেন তা মমতার
কুকে শেল হয়ে বিধে। ভ্রমনের নামে দেশ হতে প্রতি বছর লক্ষ কোটি টাকা উজানে যায় যে চলে ।
অনেক শুভেচ্ছা রইল
২৯ শে জুন, ২০১৭ রাত ৩:৪০
মিঃ আতিক বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত।
আপনার এই মন্তব্যের সাথে একমত হয়ে আগের করা মন্তব্যটি এখানে আসেনি, তাই আজকে আবার শুভেচ্ছা জানালাম।
ভালো থাকুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৪
সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো