![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৮জুলাই জয়নাল হাজারি তার হজারিকা প্রতিদিন পত্রিকায় বাক্তিগত একটি ভাসন ছেপেছেন। বক্তৃতার বর্ণনায় এমপি নিজাম হাজারির বিরোধিতা করতে গিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন নিজাম হাজারি দু মিনিট ইংরেজিতে কথা বলতে পারবেনা। কারনটা ছিল গেছে ঈদের দিন নামাজের পূর্বে দেয়া বক্তৃতায় নিজাম হাজারী অনেক উন্নয়নের বর্ণনা দেয়ার এক পর্যায়ে বলেছিলেন তিনি জাপান ও মালয়শিয় প্রতিনিধিদের সাথে ফেনীতে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ব্যাপারে কথা বলেছেন। জয়নাল হাজারী প্রশ্ন রেখেছেন যার দু-চার মিনিট ইংরেজি বলার সামর্থ্য নেই সে কীভাবে প্রতিনিধি দলের সাথে এ ব্যাপারে আলোচনা করবে। ধরে নিচ্ছি নিজে না পারলে কোন দোভাষীর সহযোগিতা নিয়েছেন।
কর্মসূত্রে দেশের বাইরের একটি বাংলাদেশ হাইকমিশনে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমাদের মানেজিং ডাইরেক্টর বিদেশী, তার ব্যাবসায়িক কিছু বিষয় জেনে নেয়ার জন্য হাইকমিশনে সরাসরি আলোচনা করার মতো কাউকে খুঁজছিলেন, তার ব্রিটিশ একসেন্টের ইংরেজি বুঝতে এখানকার কর্মকর্তাদের কতটা কষ্ট হচ্ছিলো সেটা নিজে চোখে দেখেছি। কর্মকর্তাদের চোখে মুখে ভিতি, কথা না বলতে পারলে বাঁচেন।
গত কদিনের খবরে সবচেয়ে আলচিত বিষয় বিদেশে আমাদের কর্মজীবী ভাইদের দুরবস্থা।মালয়শিয়ার জঙ্গলে পালিয়ে আছে আমাদের অনেক ভাইরা,পুলিশ ওদের জঙ্গল থেকে খুঁজে বের করতে প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়েছে। জঙ্গল ঘুরে ঘুরে কুকুরের চিৎকার শুনে পুলিশ খুঁজে বের করছে মানুষকে।মানবতার চূড়ান্ত এ অপমানের বিরুদ্ধে কথাবলার শক্তি হারিয়েছে বাংলাদেশের সরকার প্রশাসন। নতজানু পররাষ্ট্রনীতি আর হীনমন্যতার কোন পর্যায়ে থাকলে দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা এর প্রতিবাদ জানাতে ব্যার্থ হন তা ভাবার বিষয়।তারা কবে ওদের বুঝাতে পারবেন আমারা সেখানে কারো কৃপাপ্রার্থী নই,ঘামঝরানো শ্রমের মূল্য প্রার্থী,তোমাদের সমৃদ্ধির অংশীদার।মালয়শিয়ার সাথে বাংলাদেশের ব্যাবসায়িক লেনদেনের পার্থক্যটা দেখলে বোঝাযায় আমাদের জীবনবাজী রেখে মাথার ঘাম পায়ে ফেলা ভাই গুলো ক টাকাই আর রোজগার করছে।
খবরের অধিকাংশ প্রতিবেদনেই বাংলাদেশ হাইকমিশনের উদ্রিতি দিয়ে খবর ছাপানো হচ্ছে। ভাবছি হাইকমিশনের কর্তা ব্যাক্তি,প্রশাসনের ঊর্ধ্বতনদের এহেন ঘটনার কড়া প্রতিবাদ করার মতো ইংরেজি জ্ঞান আছে তো?
১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৩
মিঃ আতিক বলেছেন: সেখানে ভিসা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে এটা তারা নিজেরাই তৈরি করেছে, অবৈধ লোকদের বৈধতা দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে বলে কম্পানি গুলোর মালিকদের থেকে অনাদায়ী ট্যাক্স আদায়ের সুযোগ নিয়েছে, ফলে অনেক কোম্পানি তাদের হিসাব কিতাব ঠিক করতে প্রদেয় সময় পেরিয়ে গেলেও অবৈধ কর্মচারী দের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে।
২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
আদম বেপারীদের কাজ হলো পাঠায়ে দিয়ে টাকাটা নিয়ে নেয়া; সরকারের কাজ হলো আদম বেপারীদের থেকে শেয়ার নেয়া; এখানেই শেষ।
১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭
মিঃ আতিক বলেছেন: আমাদের দেশের মানুষ ধারনাগত কিছু ভুলের মধ্যে দিয়ে যাচ্ছে, দেশের মানুষ ভাবছে বাইরে থেকে পাওয়া রেমিটেঞ্ছ আমাদের বাড়তি পাওয়া,এটা যে কত বড় ভুল ধারনা সেটা এদেশের সাধারন মানুষকে বোঝান অনেক কঠিন, সরকারও এই পথেই আছে।
৩| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৯
মোশাররফ হোসেন সৈকত বলেছেন: ভালো বলেছেন।
১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৩২
মিঃ আতিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০২
চাঁদগাজী বলেছেন:
সরকার আসলে জেনেশুনেই আদম বেপারীদের জন্য সব সুযোগ করে দিচ্ছে।
২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১০
মিঃ আতিক বলেছেন: পরিস্থিতি তাই বলছে।
৫| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হতাশ হতে চাইনা, কিন্তু চাইলেই তো সব হয় না..............
৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ সরকার আদম ব্যবসা করে যেভাবে লাভবান হয়েছে, অন্য কিছু থেকে এতভাবে লাভবান হয়নি
৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:৫৩
মিঃ আতিক বলেছেন: এই লাভের স্থায়িত্ব ক্ষণস্থায়ী, যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে এই দাসত্তের দরজা। সউদিরা কিছু নমুনা দেখাতে শুরু করেছে।
৭| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:০১
এম আর তালুকদার বলেছেন: খুব ভাল লিখেছেন তবে তাদের কনে পৌছাবে বলে মনে হয় না।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:০৫
মিঃ আতিক বলেছেন: আপনার কথাই ঠিক হয়তো, তবুও এই ভেবে যে, মহাসুমুদ্রে একটা বালিকনা নিক্ষেপ করলে তারও একটা প্রতিক্রিয়া হয়।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:২২
সচেতনহ্যাপী বলেছেন: কারো কৃপাপ্রার্থী নই,ঘামঝরানো শ্রমের মূল্য প্রার্থী,তোমাদের সমৃদ্ধির অংশীদার চেয়ে দেখ, প্রতিটি সোপানই বলছে সে কথা।।