নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

- আমার হারিয়ে যাওয়া -

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মৃন্ময় আহমেদ

।। মা ও মাটি ।।—­­ অবাক ভ্রমণ —­­

মৃন্ময় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বেল নিয়ে কিছু কথা

০২ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৪

[ইটালিক]প্রথমেই বলে রাখছি মা কিন্তু আমায় জোর করে বেলের শরবত খাওয়াতেন; আমি খেতে মানা করলে মন খারাপ করতেন।[/ইটালিক]



এই ফল নিয়ে দু'টা প্রবাদ বাল্যকাল থেকেই শুনে আসছিঃ

এক, [রং=ৎবফ]নেড়া বেল তলায় একবারই যায়[/রং]

দুই, [রং=ৎবফ]বেল পাকলে কাকের কী?[/রং]



প্রবাদ দু'টি ব্যাখ্যা বা বিশ্লেষণের অপেক্ষা রাখে না; কারণ নেড়ার বেল তলার কাহিনী আর কাকের অক্ষমতা বা অপারগতার কথা সবার জানা আছে। আর এদের মর্মার্থ ব্যাখ্যা করে পান্ডিত্য জাহির করার মতো ধৃষ্টতা করার কোনো ইচ্চে আমার নেই।



যাহোক, বেল প্রবাদ-প্রবচনের খাদ্য কেনো সে আলোচনায় যাবো না, বরং বেল ফলের জন্মস্থান, খাদ্যগুণ আর উপকারিতা নিয়ে কিছু লিখতে চাই।



[রং=মৎববহ]বেল[/রং] (Bael, also Beli fruit, Bengal quince, stone apple or, Wood apple)



বেজ্ঞানিক নামঃ [ইটালিক]Aegle marmelos[/ইটালিক]



বেল আমাদের দেশীয় ফল। এর আদি জন্মস্থান বাংলাদেশ ও ভারত। আমাদের দেশের প্রায় সব ধরনের মাটিতে বেলগাছ জন্মে। এদেশে নানা জাতের বেল পাওয়া যায়। বেলের জাত নির্ণয় করা হয় এর আকৃতি ও প্রকৃতি অনুসারে। বর্তমানে 'দশসেরি জাতের বেল'-এর বেশ কদর।



'শ্রীফল' বেলের আরো একটি নাম। বেল ফল হিসেবে এবং ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। দীর্ঘকাল হতে পেটের নানা প্রকার অসুখে বেল খাওয়া হয়। পাকা বেল সুস্বাদু এবং পুষ্টিকর। কাঁচা বেল পুড়িয়ে খাওয়া হয়। বেলের মোরব্বা বা পাকা বেলের শরবত অনেকেরই খুব প্রিয়। বেলের পুষ্টিগুণ অনেক; এতে শ্বেতসার, খনিজ লবণ, ভিটামিন বি এবং সি রয়েছে। কবিরাজি চিকিৎসায় বেলের গুণ ব্যাপক। আমাশয় এবং কোষ্ঠবদ্ধতায় বেল খুব উপকালা ফল। বেল গাছের পাতা এবং ছাল নানা অসুখে ব্যবহার করা হয়ে থাকে। আর কাঁচা বেলপোড়া তো প্রায় সকল রোগের ওষুধ।



বেল ফলের কথা এ পর্যন্তই। সাহায্য নিয়েছি বাংলাদেশের ফল নামক পুস্তিকা হতে। শেষ করতে চাই ফল নিয়ে প্রচলিত একটি প্রবাদবচন দিয়েঃ



[রং=ড়ৎধহমব]বার মাসে বার ফল

না খেলে যায় রসাতল [/রং]



__________________________

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ৮:২৭

অতিথি বলেছেন: এতো ফল থাকতে বেল.....
হু.... নতুন অনেক তথ্য জানলাম।
ধন্যবাদ।

২| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ১০:১২

অতিথি বলেছেন: নেড়া বেল তলায় একবার যায়। এটা চরম ভুল কথা........ আমি বহু দেখছি এরকম।

৩| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ১০:৫০

সাইমুম বলেছেন: আমাদের গ্রামের সাধন বাবু নিরেট ন্যাড়া! তাকে দেখলে কেউ কেউ স্টেডিয়াম নামে ডাকে। আবার কেউ 1937 বাংলা সাবান নামেও ডাকেন। তাকে সব সময় বেল তলায় যেতে দেখেছি। কারণে বাজারের বেল তলায়ই তার সেলুন । তবে এটা দোকান নয়। স্রেফ গাছতলা। তবে তার মাথায় কেউ কখনো বেল পড়তে শুনেছি। তারপরও প্রবাদ বাক্যটির মূল্য কম --এটা বলছিনা।

৪| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ১১:২৯

ঝরা পাতা বলেছেন: আমি ভাবছিলাম কলিং বেল এখন দেখি কদবেল। ধুর মিয়া দিলেন তো মুডটা নষ্ট কইরা।

৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

সেতু আশরাফুল হক বলেছেন: মাথায় বেল পড়লে ন্যাড়া কেন, কেউই বেলতলায় যাবে না। তবে পোষ্টটিকে আরও সমৃদ্ধ করা যেত। লেখককে পুনরায় অনুরোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.