নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোস্তাফিজ ফরায়েজী জেরী

মোস্তাফিজ ফরায়েজী জেরী

সাধারণত গল্প লেখি, কবিতা আর তেমন মনে আসে না। এক কথায় গল্প নিয়ে আমার বসবাস। নিজের মত জোরালোভাবে প্রকাশের চেষ্টা করি। দেশকে ভালোবাসি, প্রেমকে শ্রদ্ধা করি।

মোস্তাফিজ ফরায়েজী জেরী › বিস্তারিত পোস্টঃ

জাতির কাছে আবেদন: ব্লগ সাইটগুলো বাঁচাও

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

যে প্রশ্নটা এখন প্রবল হয়ে দাঁড়িয়েছে ব্লগিং জগতে তা হলো, বাংলাদেশের ব্লগ সাইটের ভবিষ্যৎ কি? ক'দিন আগেও এরকম প্রশ্ন ওঠেনি। তবে প্রথম আলো ব্লগ ও শব্দনীড় ব্লগ বন্ধ ঘোষণার পর প্রশ্নটা জোরালভাবে সবার মাঝে জাগছে।



যদিও এদেশে ব্লগ বন্ধ হওয়া নতুন নয়, এর আগে মত প্রকাশের স্বাধীনতা হরণ করে ব্লগ সাইট বন্ধ করেছে সরকার। তবে নতুন যে ব্যাপারটা মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটা হচ্ছে এবারের ব্লগ সাইট বন্ধের নয়া কারণ। মূলত প্রথম আলো তাদের ব্লগ বন্ধের পিছনে যে খোঁড়া যুক্তি দেখিয়েছে তা স্পষ্ট করে দিয়েছে শব্দনীড়। শব্দনীড় তার কারণ হিসেবে স্পষ্ট করে তালিকা ঝুলিয়ে দিয়েছে দুই লক্ষ টাকার একটি ফর্দ। আর এতেই শব্দনীড়ের ব্লগাররা সঞ্চালককে সহযোগিতা করতে শুরু করে। শব্দনীড়ের ব্লগার এবং সুধীজনেরা এজন্য বাহবা পাবার যোগ্য। ব্লগারদের সহযোগিতায় শব্দনীড়ের শেষ রক্ষা হলেও এই রক্ষা কতদিন স্থায়ী থাকবে বলা মুশকিল।



আর প্রথম আলো ব্লগ বন্ধের ঘোষণাপত্রের নিচে কোন কোন ব্লগার কমেন্টে অভিযোগ করছেন, মূলত অর্থনৈতিক স্বার্থ না থাকায় প্রথম আলো কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারটাকে উড়িয়ে দেবারও উপায় নেই।



এতো গেল প্রথম আলো ও শব্দনীড়ের কথা। এছাড়া টুডে ব্লগ প্লাস ম্যাগাজিনে কয়েকমাস যাবৎ ঝুলছে বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন। তবু তারা সাড়া পাচ্ছে বলে মনে হয় না। সচলায়তন চলছে তার নিজের গতিতে, আর বিডি নিউজ২৪ ব্লগ একটি আইডি ভেরিফিকেশন করতে কত সময় নেয় তা কে জানে?



অন্য ব্লগ সাইটের অবস্থা খারাপ হলেও ব্লগ সাইটের ভিতর সবচেয়ে শক্ত আর্থিক অবস্থানে আছে সামহোয়্যার ইন ব্লগ বা সামু। এর কারণ হিসেবে বলা যেতে পারে, গণজাগরণ মঞ্চের আন্দোলনের পিছনে তাদের আকুন্ঠ সমর্থন। দেশের সর্ববৃহৎ এই ব্লগ সাইটটি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পেরেছে বলে মনে হয়।



তবে ব্লগ সাইটগুলোর এই সঙ্কটপূর্ণ মুহুর্তে দেশের প্রতিষ্ঠানগুলোর কি কোন দায়ভার নেই?



দেশের কথা, সমাজের কথা, জাতির কল্যাণের কথা চিন্তা করেই ব্লগাররা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তারা তৈরী করে যাচ্ছে অনলাইনে বাংলা অভিধান।



এখন বাংলাতে কোন কিছু গুগলে সার্চ দিলে সে বিষয়ে হয়তো কোন না কোন ব্লগ চোখে পড়বে।



তবে এই অভিধানের অনেক কাজ বাকী। বাংলাভাষাকে সমৃদ্ধ এবং পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে এই অভিধানের বিকল্প নেই। যারা ভবিষ্যৎ কল্পনা করতে পারে না, তারা এ বিষয় নিয়ে অতটা ভাবতে পারবে না। এমন একটা সময় আসছে যখন কাগজের ব্যবহার বলতে কিছু থাকবে না। তথ্যভান্ডার বলতে তখন থাকবে শুধু অনলাইনের তথ্যই। তাই ব্লগ সাইটকে বাঁচিয়ে রাখার কোন বিকল্প নেই।



মনে রাখতে হবে, একটি নিউজ মিডিয়ার রিপোর্ট আর ব্লগের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটি নিউজের চেয়ে একটি ব্লগের মূল্য অনেক বেশি। কেননা বেশিরভাগ নিউজের প্রয়োজন একদিন ফুরিয়ে যেতে পারে, এবং বাংলাদেশের তথ্যভান্ডার হিসেবে তা অকেজো। কিন্তু বেশিরভাগ ব্লগ বেঁচে থাকবে আজীবন এবং তথ্যভান্ডার ছাড়াও ইতিহাসের উপাত্ত হিসেবে ব্যবহৃত হতে থাকবে।



তাই বাংলা ব্লগ সাইটগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জাতির সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.