নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলো পড়া চিঠি

স্বপ্ন আলো আঁধার

কম্পাঙ্ক

এপাড়ে আঁধার ওপাড়ে আলোর মৌনতা..।।।

কম্পাঙ্ক › বিস্তারিত পোস্টঃ

আমরা কি এতোটাই বোকা???

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৩

নবজাগরনের এই আবেশে অনেক বেশি আন্দোলিত হয়েছিলাম অনেক নতুন স্বপ্ন বুকে দানা বেঁধে উঠেছিল, ভেবেছিলাম এই যাত্রা বুঝি আসলেই নব্য উত্তরণের সূচনা! হয়তো আগুন লাগা ফাগুণের ধরণটাই এমন!

নবজাগরণ যে প্রহসনে নিদারুণভাবে নিমজ্জিত হবে তা কে জানত? এই আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা বিধেয় যেটা ই বলা হোক না কেন ছিল অনেক প্রগাঢ়, অনেক বৃহতী ছিল এই আন্দোলনের আকাঙ্খা কিন্তু হঠাৎ এই বিস্তৃত পরিসরের আন্দোলন ব্যক্তিকেন্দ্রিক আন্দোলনে পরিণত হচ্ছে কার ইশারায়! আমাদের লক্ষ্য কি এতোটাই ক্ষুদ্র ছিল???

আন্দোলন ছিল অবিচার শোষণ আর লাঞ্ছনার বিরুদ্ধে,তাতে কেউ কেউ কটূক্তি করতেই পারেন এটা তার ব্যক্তি-স্বাধীনতার অংশ। তাতে আমাদের তো এতটা উদ্বেলিত হওয়ার তো কিছু ছিল না! তরুণদের আবেগ বেশি আমাদের এই আবেগই আমাদের অনেক বড় অস্ত্র আমরা কেন মিছে-মিছি তার অপব্যবহার করছি!

ক্ষমতাসীন থেকে শুরু করে বিরোধীদল সকলেই হিংস্র পশুর মতো এই গণজাগরণ মঞ্চকে নিজের করে নিতে চাইছে হয়তো বা পেরেছেও! সেই তর্কে আমি যাব না।

আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যখন দেখি

ক্ষমতাসীন থেকে শুরু করে বিরোধীদল সকলেই জনতা কে তার নিজস্ব পৈত্রিক সম্পদ হিসেবে বিবেচনা করেন!

তাদের কি ক্ষমতা আছে আমাদের ক্রীড়ানকে পরিণত করার???

আমাদের রাজনীতি এতো নোংরা কেন???

কেউ হরতাল করে বলেন আমাদের হরতাল কে জনগণ স্বাগত জানিয়েছেন আবার কেউ প্রত্যাখ্যান করে বলেন এই হরতালকে জনগণ প্রতিহত করেছে! গণজাগরণ মঞ্চ কি আজ সত্যিই প্রশ্নবিদ্ধ!

অবশেষে শাসক শ্রেণী কি তাদের গ্রাস করতে সক্ষম হয়েই গেলো? তারা কি আজ বুঝেও অবুঝ!

নাকি ভেবে নিতেই হবে বাঙালি শুধু স্বপ্ন দেখতেই জানে কিন্তু বাস্তবে তার রূপকার হতে পারে না? বারংবার এইভাবেই আমরা আমাদের পূর্ব-পুরুষরা প্রতারিত হচ্ছেন স্বাধীনতার পর থেকেই,

যে নারী প্রতিরাতে নিজের স্বামীর হাতে ধর্ষিতা এটাই কি আমার সোনার বাংলাদেশের শেষ পরিণতি?

নাকি এটা ভেবে নেবো যে অকালকুষ্মাণ্ড বাঙালি জাতি স্বাধীনতার গনগনে সূর্য ছিনিয়ে আনতে পারে ঠিকই কিন্তু তা করায়ত্ত করতে তারা শেখেনি এখনও......

আমি স্বপ্ন দেখেছিলাম শ্বাপদের করাল গ্রাস মুক্ত স্বাধীন একটি গনজাগরণের তাই আজ আমি হতাশ হতে চাই না

আজ সেজন্য আমি ক্ষুব্ধ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.