নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেদনায় নীল

মৃদু হাওয়া

এ জন্মের রেলগাড়ীরা যায় জলপরী হোক ধুলো হাওয়ায় হাওয়া কে এসে আঁকে তার ডানায় এই নরম চুল ধুলোর ফুল যায় ভেসে যায়

মৃদু হাওয়া › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় কবিতা-সৎ পাত্র-সুকুমার রায়

২৪ শে মার্চ, ২০১০ সকাল ৯:০৫

শুনতে পেলুম পোস্তা গিয়ে-

তোমার নাকি মেয়ের বিয়ে?

গঙ্গারামকে পাত্র পেলে?

জানতে চাও সে কেমন ছেলে?

মন্দ নয়, সে পাত্র ভাল-

রঙ যদিও বেজায় কালো;

তার উপরে মুখের গঠন

অনেকটা ঠিক প্যাঁচার মতন।

বিদ্যে বুদ্ধি? বলছি মশাই-

ধন্যি ছেলের অধ্যবসায়!

উনিশটি বার ম্যাট্টিকে সে

ঘায়েল হ'য়ে থামল শেষে।

বিষয় আশয় ? গরীব বেজায়-

কষ্টে- সৃষ্টে দিন চলে যায়।

মানুষ ত নয় ভাইগুলো তার

একটা পাগল একটা গোঁয়ার ;

আরেকটি সে তৈরি ছেলে,

জাল করে নোট গেছেন জেলে।

কনিষ্ঠটি তবলা বাজায়

যাত্রাদলে পাঁচ টাকা পায়।

গঙ্গারাম ত কেবল ভোগে

পিলের জ্বর আর পান্ডু রোগে।

কিন্তু তারা উচ্চ ঘর,

কংসরাজের বংশধর!

শ্যাম লাহিড়ী বনগ্রামের

কি যেন হয়ে গঙ্গারামের।-

যাহোক্, এবার পাত্র পেলে,

এমন কি আর মন্দ ছেলে?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১০ সকাল ৯:০৬

মৃদু হাওয়া বলেছেন: :)

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:১৪

মৃদু হাওয়া বলেছেন: :(

২| ২৪ শে মার্চ, ২০১০ সকাল ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেয়ার করার জন্যে ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:১৩

মৃদু হাওয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২৪ শে মার্চ, ২০১০ রাত ৯:০২

সোহায়লা রিদওয়ান বলেছেন: সুকুমার রায় তো বস ই !!! মজার কবিতা :-)

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:১৩

মৃদু হাওয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য আর মজা পাওয়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.