![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কারন ছাড়া ভালবাসার বয়সটা এখন আর নেই। ফিলিংস না, কোয়ালিটির উপর ভালবাসার স্থায়ীত্ব নির্ভর করে। বেটার কোয়ালিটি পাইলে খুব দ্রুত ভালবাসা সুইচ করে এই বয়সে। সেইটাও কিন্তু বেটার ফিলিংস এর জন্যই, যেই ফিলিংস সুইচ করে এসেছি।
অদ্ভুত মায়া, মায়ার ক্যাটাগরিও অদ্ভুত। লুকিং ফর এচিভ বেটার কোয়ালিটি। কিছু তো একটা স্থায়ী করতেই হবে, হয় ফিলিংস নইলে কোয়ালিটি।
প্রেম হইতে হইতে হইলে কি মানষিকতার মিল থাকা খুব বেশী প্রয়োজন? যদি প্রয়োজন হয় তাইলে তো তো চাহিদা থাকলো আর যতদূর জানি চাহিদা থাকলে প্রেম হয় না।
যদি আমার ভাবতে ভালো লাগে তাইলে ভাবনার সাথে আমার প্রেম হইছে। আত্মতুষ্টির জন্যেই তো মানুষ প্রেম করে। কেউ কোটি টাকার রেঞ্জরোভারে চড়লে তুষ্টি হয়, কেউ রিক্সায় চড়ে তুষ্ট হয়। তুষ্টিই যদি প্রেমের প্রধান হয় তাইলে চাহিদা কেন থাকে? কেউ প্রেমের পাত্র সুইচ কেন করে? বেটার অপরচুনিটিতে কি তুষ্টি বেশী হয়? খোদ স্রষ্টার সাথে প্রেম হইলেও তো চাহিদা থাকে স্বর্গে যাওয়ার।
শক্তি নিংসরনে এক অদ্ভুত আনন্দ কাজ করে, জানি নিজে শেষ হয়ে যাচ্ছি তবুও শক্তি নষ্ট করতে মন চায়। নারী শক্তি শোষন করে, শোষন করে করে একটা আস্ত পুরুষকে শক্তিহীন করে তোলে। অসীম এ শক্তি এবজর্ব করার এক অবিশ্বাস্য ক্ষমতা এদের মধ্যে আছে। এ জন্যেই বোধহয় সাধুরা কয়, যেখানে সৃষ্টি ওখানেই মৃত্যু!
নিজেকে অনেক কঠোর মনে করতাম, শক্তির শোষন শুরু হয়েছিলো। নিজেকে হারিয়ে ফেলতে শুরু করছিলাম, ফিরে আসতে পেরেছি বোধহয়। কিন্তু সাময়িক এ ফেরায় কি আমি মুক্ত হতে পেরেছি? ভবিষ্যতেও তো আবার এই ফাদেই পড়তে হবে।
©somewhere in net ltd.