নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

হলুদ কাব্য (গায়ে-হলুদের ছড়া)………

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৮





*** পুরান ঢাকার বিয়ের অনুষ্ঠানে বেশ কিছু মজার বিষয় থাকে, তার মধ্যে গায়ে হলুদ অন্যতম। গায়ে হলুদে ১টা প্যাকেট ২০/২৫টা র্যাপিং পেপারে মোড়ানো ছোট ছোট কিছু ছড়া থাকে, যার উদ্দেশ্য মজা করা বা অন্যকে পঁচানো……………তেমনি কিছু ছড়া নামের অখাদ্য……………………



(১)

নাদুস-নুদুস মুখটা যে তার

দেখতে লাগে বেশ

সুন্দরী সে দেখতে বটে

লম্বা মাথার কেঁশ।



(২)

ধনেশ পাখি চেনেন নাকি?

মস্তবড় টাক

এই আসরে তেনার নাকি

আছে বেশ নাম-ডাক?



(৩)

বলুন দেখি এবার আপনি

কোন নাম’টা পাবেন?

বলতে যদি নাহি পারেন

কার দরজায় যাবেন??







(৪)

শুভ্র-সফেদ দেখতে যিনি

সাদা বগের মতো

বিরক্ত সে হয়ে বলেন

গাধা’র বাচ্চা যতো।



(৫)

আপনি যাবেন তাহার কাছে

দেখতে যিনি ভাইয়া

ভুল মানুষ’কে নিলেন বেছে

ভাইয়া সে নয় ছাঁইয়া !!!



(৬)

চলুন এবার খুঁজে দেখি

সুন্দরী কে আছেন

আসর জুড়ে সারাটাক্ষন

মুখটি টিপে হাঁসেন??



(৭)

মানুষ জাতীর আদি রুপটা

ছিলো নাকি বাঁদর

খুঁজে দেখেন পেতেও পারেন

তেমন কোন ত্যাঁদর!!

(৮)

স্বাস্থ্যটা তার মাশাআল্লাহ্

মস্তবড় হাঁসি

ইনসআল্লাহ কোরবানীতে

তিনিই খোদার খাসি।



(৯)

বিশ্ব-মন্দা বাজার খারাপ

নাইযে টাকা কুড়ি

ক্যাম্বা কইরা বানাইলেন ভাই

এতো সুন্দর ভুঁড়ী??





(১০)

Rapping করা রঙে-রঙীন

সুন্দর বাক্সখানা

তাকেই দিবেন দেখতে যিনি

লাগে অন্ধ-কাণা।



(১১)

একের পর এক গুল মারে সে

ছেঁড়া মাথার তাঁড়

খুঁজে দেখেন পেতেও পারেন

হোজ্জা-গোপাল ভাঁড়।



(১২)

আপনি খুঁজেন নবাব বেটি

ঘসেটি তার নাম

কুটিল চিন্তা মাথা ভরা

জটিল করেন কাম।



(১৩)

গানে শুনি প্রেম নাকি

অনুরাগের আয়না

সাহস আছে কারো কাছে

ধরবে প্রেমের বায়না।



(১৪)

কি ভাইজান মলিন কেন

এতো সুন্দর বদন

একটু খুঁজলেই পেয়ে যাবেন

আপনার চেয়েও মদন।



(১৫)

চলেন এখন খুঁজে দেখি

যেন সুন্দরী রাঁধা

রাঁধা’র পরেই পাবেন সবাই

আসর সেরা গাঁধা !!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৯

অনন্ত জীবন বলেছেন: ভালো লেগেছে। এরকম বিয়ে বাড়ীর কিছু সংগ্রহ আছে নাকি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৪

মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ অনন্ত জীবন ভাই। আছে কিছু সংগ্রহ, কেন প্রয়োজন নাকি ভাই??

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২২

ঈষাম বলেছেন: সুন্দর

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৩

মতিউর রহমান মিঠু বলেছেন: অনেক ধন্যবাদ ঈষাম ভাই

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪০

অনন্ত জীবন বলেছেন: প্রয়োজন আছে। সময় করে পোস্ট দিয়েন।
ভাল থাকবেন অনন্ত জীবন

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৫

মতিউর রহমান মিঠু বলেছেন: প্রয়োজন থাকলে অবশ্যই দিবো জীবন ভাই। ভাল থাকবেন সব সময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.