![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা করবেন কপিপেষ্ট পোষ্ট। সূত্র: Click This Link
কেনো প্রত্যাখ্যান করলো এই সহযোগীতার প্রস্তাব?? কোন কারনে এ প্রত্যাখ্যান .................
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারে ব্রিটেনসহ বিভিন্ন দেশের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সোমবার ব্রিটেনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়, গত বুধবার (২৪ এপ্রিল) সাভারে আটতলা ভবন রানা প্লাজা ধসের ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়। দুর্বলভাবে সজ্জিত স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজছেন জীবিতদের।
কূটনৈতিক বিভিন্ন সূত্র জানায়, দুর্যোগ কার্যক্রমে অভিজ্ঞ উদ্ধারকারী দল সরবরাহের লক্ষ্যে বিদেশিদের প্রস্তাব গত সপ্তাহে প্রত্যাখ্যান করা হয়। যদিও এ সহায়তা নিলে আরো প্রাণ রক্ষা করা সম্ভব হতো।
এ সংক্রান্ত নথি হাতে পেয়েছে ওই সূত্র। নথিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকে সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ তারা আশঙ্কা করছিলেন, এ প্রস্তাব গ্রহণ করলে তাদের জাতীয় অহংকার ভুলুণ্ঠিত হবে। নথিতে বাংলাদেশি কর্মকর্তাদের সহায়তা গ্রহণে সম্মত করাতে কূটনৈতিক তৎপরতার কথা বলা হয়েছে।
বিপুলসংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, বিষয়টি জানতে পেরে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসে জাতিসংঘ। কার্যকর উদ্ধার অভিযান চালাতে বাংলাদেশের যথাযথ সামর্থ্য (যন্ত্রপাতি ইত্যাদি) আছে কি না, সে ব্যাপারে তারা আলোচনার পর সামর্থ্য নেই বলে সিদ্ধান্তে পৌঁছান তারা। এরপর ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের সরকার উদ্ধারকারী দল ও ভারী উত্তোলন যন্ত্রপাতি দিয়ে সাহায্য করার প্রস্তাব নিয়ে আসে।
একজন কর্মকতা এ ব্যাপারে বলেন, “জাতিসংঘ জানিয়ে দিয়েছে, ব্রিটেনসহ আন্তর্জাতিক মহল অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য প্রস্তুত। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে।”ু
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, তারা বিশেষজ্ঞদের পরামর্শ দিতে চাইলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে।
বর্তমানে কোনো সতর্কতামূলক পোশাক ছাড়া প্লাস্টিকের স্যান্ডেল পরেই কাজ উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এমনকি ধ্বংস্তূপে আটকেপড়া এক নারী শ্রমিকের হাত কেটে তাকে উদ্ধার করার দায়িত্ব এক স্বেচ্ছাসেবী গার্মেন্টস শ্রমিককে দিয়েছিলেন ডাক্তাররা। দিনের বেলা ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকার জন্য আটকদের কেউ কেউ নিজেদের প্রস্রাব পান করতে বাধ্য হয়েছেন।
এছাড়া আটক পড়া শ্রমিকদের স্বজনেরা অভিযোগ করেছেন, সরকার দ্রুত উদ্ধার কাজ শেষ করে দিতে যাচ্ছে। ৭২ ঘণ্টার বেশি কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই চিন্তা করে ধ্বংসস্তূপ সরানোর জন্য শনিবার থেকেই ভারী যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মকর্তারা। তবে জনগণের তোপের মুখে এ সিদ্ধান্ত আরও পেছানো হয়। ফলে এরই মধ্যে জীবিত অবস্থায় আরও অনেককে উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুশতাক আহমেদ এ ব্যাপারে সূত্রকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে তার কানে এসেছে, কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না। তিনি বলেন, “আমি শুনেছি মন্ত্রী বলেছেন, এর কোনো প্রয়োজন নেই।”
প্রসঙ্গত, ভবনের মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানাকে রোববার সীমান্তবর্তী এলাকা বেনাপোল থেকে গ্রেফতার করা হয়। ভবন ধসে পড়তে পারে- প্রকৌশলীদের এমন সতর্কবাণী উপেক্ষা করে তিনি শ্রমিকদের কারখানায় ফিরে যেতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
আরআর/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর
১৭ ই মে, ২০১৩ রাত ২:৪৩
মতিউর রহমান মিঠু বলেছেন: দারুন বলেছেন জননেতা। পাছার কাপড় বাচাতে সরকারের এই প্রত্যাখান আমার ধারনা....
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৫
জাহাঙ্গীর জান বলেছেন: সত্য বলতে কি, যদি এই মানব সৃষ্ট হত্যা কান্ড পৃথিবীর অন্য কোথাও হতো আগে সেখানে ১৪৪ ধারা জারি করে এবং সেই এরিয়া শীল করে দেওয়া হতো এরপর উদ্ধার কাজ পরিচালিত হতো । এবং সেটা যেই কোনো রাষ্ট্রের জন্য উপযুক্ত উদ্ধার প্রক্রিয়া হিসাবে গণ্য হতো ।
১৭ ই মে, ২০১৩ রাত ২:৪৪
মতিউর রহমান মিঠু বলেছেন: কথা সত্য, তবে মনে রাখতে হবে এ দেশটার নাম বাংলাদেশ ভাইজান...................
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৬
জাহাঙ্গীর জান বলেছেন: সত্য বলতে কি, যদি এই মানব সৃষ্ট হত্যা কান্ড পৃথিবীর অন্য কোথাও হতো আগে সেখানে ১৪৪ ধারা জারি করে এবং সেই এরিয়া শীল করে দেওয়া হতো এরপর উদ্ধার কাজ পরিচালিত হতো । এবং সেটা যেই কোনো রাষ্ট্রের জন্য উপযুক্ত উদ্ধার প্রক্রিয়া হিসাবে গণ্য হতো ।
১৭ ই মে, ২০১৩ রাত ২:৪৫
মতিউর রহমান মিঠু বলেছেন: কথা সত্য, তবে মনে রাখতে হবে এ দেশটার নাম বাংলাদেশ ভাইজান...................
৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫
ঢাকাবাসী বলেছেন: যদি এতে নগদ মালপানি থাকত আর তাতে % কমিশনের চান্স থাকতো বা বিদেশ ভ্রমনের চান্স থাকত তাহলেই রাজি হয়ে যেত।
১৭ ই মে, ২০১৩ রাত ২:৪৫
মতিউর রহমান মিঠু বলেছেন: এটাই চরম সত্য বলছেন ভাই।
৫| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: এমন আবাল চোদা বিটলামী করা ছাগলামী জানেন না মি.আবাল
২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:০১
মতিউর রহমান মিঠু বলেছেন: মি.বালযুক্ত ফয়সাল, এখানে বিটলামী পাইলি কোথায়?? যা লিখছি এগুলো পুরো বিশ্ব জানে, শুধু তোরমতো কতিপয় দালাল জারজ জানেনা।
তোর গায়ে দালালের রক্ত আছে শিওর। নইলে এটাক বিটলামী বলতিসনা জারজ কোথাকার.......
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩২
জননেতা বলেছেন: দেশের প্রেসিডেন্ট, বর্তমান আর সাবেক মন্ত্রী, এম.পি রা যখন বিদেশে চিকিৎসা করতে গিয়া মারা যান আর বিদেশীরা জানতে পারে বাংলাদেশ নামক দেশটির চিকিৎসা ব্যবস্তা এত ভালো যে !!!! , সেই দেশের অভিবাবকরা নিজেদের চিকিৎসা বিদেশে গিয়ে করে তখন দেশের ভাব মূর্তি নষ্ট হয় না কিন্তু হতভাগা শ্রমিকদের উদ্ধার করার জন্য বিদেশীদের সাহায্য নিলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। !!!!