নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।
আহমেদ ছফার গুরু প্রফেসর আব্দুর রাজ্জাক সাহেবের জ্ঞান নিয়ে অনেক ঘটনা পড়েছি । বাংলাদেশের অনেক নামকরা গবেষণার উনি সুপারভাইজার ছিলেন , অনেক পি এইচ ডি উনার অধীনে হয়েছে কিন্ত উনার নিজের পি এইচ ডি ডিগ্রী ছিলোনা, কেনো ছিলোনা সেই কাহিনী অনেকেই জানেন । উনার জীবনের সবচেয়ে গুরত্ত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আমি অনেক কিছু ভাবলাম । একটা হলো উনার নিজের লেখা কোন বই উনি ছাপেন নাই , আরেকটা হলো জ্ঞান গবেষণার ফাকে উনি যে বিষয়ে খুব বেশী সময় দিতেন সেটা হলো দাবা খেলা ।
হুমায়ূন আহমেদের কোন লেখায় পড়ছিলাম , উনি খুব নিম্ন মানের দাবা খেলোয়াড় ছিলেন, প্রায় ভুলভাল চাল দিতেন এবং উনার জেতার রেকর্ড কম কিন্ত হারার রেকর্ড বেশী । অথচ সেই দাবা খেলাতেই উনি সময় দিতেন সবচেয়ে বেশী ।
এখন উনি ৪/৫ টা বই লিখে গেলে কি হতো ?
পৃথিবীর বই পুস্তকের ইতিহাস বলে , ধার্মিক গ্রন্থগুলো ছাড়া অন্য কোন সব গ্রন্থ মানুষের স্মৃতির বাইরে চলে যায় কিংবা কিছু সময় পরে আর পাত্তা পায় না । পৃথিবীতে বিভিন্ন বিষয়ে এতো সব বই লেখা হইছে , যেগুলো পড়তে একজন মানুষের ৪/৫ হাজার বছর লেগে যাবে ।উনি বুদ্ধিমান মানুষ ছিলেন , তাই নিজে বই লেইখা সময় নষ্ট না করে , উনি তাবৎ পন্ডিত দের লেখা বই পড়ে তার গুরুত্ত্বপূর্ণ জীবনের সময়টুকুর মধ্যে ই তিনি বেচেছিলেন।
আর দাবাটা উনি যখন খেলতেন ,আমার ধারনা চাল দেয়ার ফাকে ফাকে উনি যে বইগুলো পড়তেন সেগুলো নিয়েই ভাবতেন , নইলে তার মতোন জ্ঞানী মানুষের 'টেরিফিক দাবা খেলোয়াড়' উপাধিটা পেতে হতো না।
ব্লগের জীবনেও দেখলাম, প্রচুর জনপ্রিয় লেখক এসেছেন , বিতর্কিত কিংবা সন্মানিত কিংবা চর্চিত । কিন্ত সময়ের ফেরে হোক আর কালের পরিক্রমায় হোক এদের কাউকে পরের সময়ে আর তেমনটা পড়া হয়নি ।
ভাইরাল আসলে একটা সময় নির্ভর প্যারাডক্স , গতকাল যেমন ফেরানো যায় না , আগামীকালও আজকে আনা যায়না ।
ইমন জুবায়ের নামটা এখনকার ব্লগে যারা আছেন তাদের অনেকেই হয়তো জানেন না , অথচ একজন আপাদমস্তক ব্লগার বলতে যা বুঝায় তাই ছিলেন তিনি । আরো অজস্র ব্লগার ছিলেন ,আমি মাঝে মধ্যে ব্লগে ফিরে এসে তাদের খুজে পড়তে যাই , অনেক লেখাই পাই , অনেকের লেখাই পাই না ।
পৃথিবীতে এতো সাহিত্য , এতো কবিতা , এতো কন্টেন্ট রচনা হয়ে গেছে , এখন নিজের কিছু লিখাটাই পন্ডশ্রম ।
আমি তাই বইয়ের পাতার মাঝে গুজে রাখা গোলাপের পাপড়ির গন্ধ নিতে
পুরানো ব্লগের মাঝে ফিরে যাই ।
জনপ্রিয়তার জ্বালা অনেক , নিজেকে টাইম লাইনে রাখার চেষ্টা বজায় রাখতে হয় আবার হাত তালি কিংবা গালি কিংবা ঈর্ষা সব কিছুই উপভোগ করতে অভ্যস্ত হতে হয় ।
মানুষের ক্ষুদ্র জীবনে আসলে লো প্রফাইল কিংবা কীটের জীবন নিয়ে বেচে থাকাটাই আমার জন্য শ্রেয় । নীচে বসে থেকে সেই ওপরের দিকে তাকিয়ে থাকলে মানুষও দেখা যায় , সূর্যও দেখা যায় ,
সাড়ে ৬ ফিট উচ্চতায় থাকলে নীচের দিকে তাকিয়ে থাকতে হয় সর্বদাই
ওপরে নীল আকাশটাও দেখা হয় না , চাদটাও অন্ধকারে ঢেকে থাকে ।
যদিও জীবনানন্দ লো প্রফাইলে থাকা অবস্থাতেই ট্রামের নীচে পড়ে গেলেন , কিন্ত ২০০ বছর পরেও পৃথিবীর কোন কোণা থেকে কেউ একজন হলেও তার এক লাইন মনে রাখবে ।
আমি এদেরকেই জনপ্রিয় বলি ,ভাইরাল বলিনা ।
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৮
নিমচাঁদ বলেছেন: ১৪ বছরে ব্লগ জীবনে মাঝে মধ্যে এসে নিজেকেই জানান দিতে ইচ্ছে করে ,
আরে ! আমিওতো একসময় ব্লগার ছিলাম !!
২| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৬
ঢাবিয়ান বলেছেন: পুরো লেখাটাই অসাধারন। আর শেষের তিন লাইনতো কোট করার মত । +++++++
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০১
নিমচাঁদ বলেছেন: হীরক রাজার দেশের মন্ত্রীদের মতোন আমি সর্বদাই মনে করি ,আমি অতি তুচ্ছ ,আমি অতি নগণ্য ।
হীরকের খোজ পেতে তাই অফলাইনেই থাকি বেশী , কিন্ত হারিয়ে যাইনি ।
ভালো থাকুন
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৯
আহমেদ জী এস বলেছেন: নিমচাঁদ ,
সুন্দর লেখা।
আপনার "লো প্রোফাইল" নিয়ে লেখা প্যারাটির সাথে সহমত।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:১৫
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ জনাব
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: আলোচনাটি ভালো লাগল। + +
"লো প্রোফাইল" নিয়ে লেখা আপনার কথাগুলোর সাথে একমত পোষণ করি।
শীতের কুয়াশাচ্ছন্ন রাতের আঁধারে রাস্তা অতিক্রম করা কোন বুনো খরগোশের চোখে হঠাৎ করে দূর থেকে ছুটে আসা কোন যানবাহনের আলো পতিত হলে তার যে অবস্থা হয়, লাইমলাইটে গেলে আমারও সে রকমের অবস্থাই হবে বলে অনুমান করি। অতএব, লো-প্রোফাইলই আমারও কাম্য, সবসময়ের জন্য।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:২০
নিমচাঁদ বলেছেন: "অনন্ত জীবন যদি পাই আমি—তাহ’লে অসীমকাল একা
পৃথিবীর পথে যদি ফিরি আমি—ট্রাম বাস ধুলো দেখিবো অনেক আমি—" জীবনানন্দ দাশ
যেহেতু অনন্ত জীবন আমরা পাবোনা , তাই ধুলো কণা হয়ে থাকাটাই হোক আমাদের নিয়তি
৫| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
জনপ্রিয়তা নিয়ে আপনি যাঁর উদাহরণ দিয়েছেন, তাঁকে কোটী মানুষ জনপ্রিয় ভাবেন; আপনি কি নতুন কিছু বললেন? এত কষ্ট করে ইহা টাইপ করার দরকার কি ছিলো?
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:২৩
নিমচাঁদ বলেছেন: কষ্ট করে টাইপ করলাম এতে কিছু লাভও তো হলো বটে ,
এই যে আপনার ১/২ মিনিট নষ্ট করতে পারলাম ।
জানেনতো হুমায়ুন আজাদ বলে গেছেন সব কিছু নষ্টদের অধিকারে চলে গেছে ,
তাই নষ্ট কিছু লেখাও আপনাকে পড়তে হবে ।
সকালের পত্রিকায় চোখ বুলান ভালো কিছু খবরের আশায় , কিন্ত
প্রথম পাতাতেই দেখবেন আশি ভাগ খারাপ খবর ,
বাধ্য হলেও এর চল্লিশ ভাগ আপ্নেকে পড়তে হয়
৬| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩০
কামাল১৮ বলেছেন: প্রত্যেকে নিজের মতো করে বাঁচে।কেউ লো হয়ে যায় কেউ হয় হাই।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:২৭
নিমচাঁদ বলেছেন: নব্বইর দশকের কিংবা আশির দিকে 'আহা' নামে একটা রক গ্রুপ ছিলো ,যাদের একটা খুব হিট গান ছিলো হান্টিং হাই এন্ড লো
আপনার কমেন্ট পড়ে সেই বহু পুরানো গানতার কথা মনে পড়লো ।
সময় থাকলে ক্ল্যাসিক এই গানটা শুনে নেবেন
৭| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
ডার্ক ম্যান বলেছেন: এত বছর পর কোন গুহা থেকে বের হলেন।
জনপ্রিয় মানুষরা একটা নির্দিষ্ট সময়ের জন্য। আর মনীষীরা সব কালের জন্য
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:২৯
নিমচাঁদ বলেছেন: মনীষি শব্দটা ইদানিং কালে আর কেউ ব্যবহার করেনা । বহুদিন পরে আপনার কলমে শব্দটা শুনে ভালো লাগলো
৮| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৪
শেরজা তপন বলেছেন: আপনিতো নিমচাঁদ নয় আমাবশ্যার চাঁদ হয়ে গেছেন ভাই।
আপনার এই জনপ্রিয়তা বিষয়ক দর্শন পছন্দ হয়েছে- চমৎকার একটা লেখা নিয়ে ফিরলেন।
ব্লগ ও ব্লগারদের সাথে থাকুন আপনাদের মত এমন ঋদ্ধ পুরনো ব্লগারদের ব্লগে এই মুহূর্তে খুব প্রয়োজন।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩২
নিমচাঁদ বলেছেন: ব্লগেতো ফিরি শেরজা তপনের মতোন অনেক 'গুপ্তঘাতি' লেখকদের লেখা পড়ার জন্যেই , চুপে এসে চুপে চলে যাই
আর হ্যা গুপ্তঘাতি আমি তাদেরই বলি যাদের লেখা আমাকে গহীন কোণ স্পর্শ করে যায়
আর হ্যা
লো প্রফাইল শব্দটা আপনার সাথেও কেমন জানি খুব যায়
৯| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর সুপ্রিয় নিমচাদ ভ্রাতা। আপনার আগমন সুস্বাগতম ।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩২
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ হে কবি , অভিবাদন গ্রহন করুন
১০| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লোকমুখে শুনতে শুনতে বা পড়তে পড়তে আবদুর রাজ্জাককে কিংবদন্তি জেনেছি। মাঝেমধ্যে মনে হয় ছফা, হুমায়ুন আহমেদ বা সলিমুল্লা খানরাই উনাকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪০
নিমচাঁদ বলেছেন: ইহা সত্য নহে ।
হীরার জন্ম কিন্ত কয়লার নীচে । ঢাবির ক্লাবে রাজ্জাক সাহেব যাদের সাথে দাবা দাবা খেলতেন , তাদের কয়েকজনের কাছেও শুনেছি অনেক উদাহরণ । আলোচনার মূল উপজীব্যই ছিলো রাজ্জাক সাহেবের জ্ঞান । অজস্র বই উনার পড়া ছিলো । সেগুলোর উদাহরণ উনি কথায় কথায় দিতে পারতেন । থিসিসের সুপারভাইজার হও্য়াটা উনাদের সময়ে যোগ্যতার ব্যাপার ছিলো , এখন তো রাজনীতিক ব্যাপার ।
যারা মাথার ভেতরে অজস্র লেখকের সম্ভার সাজানো থাকে তাকে অবহেলা করা যায় না ।
১১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুরাতনরা যদি হারিয়ে যায় তবে নতুনরা শিখবে কি? আপনাকে পেয়ে অত্যন্ত খুশি হলাম। এভাবে ফিরে আসুক ব্লগের সেই সময়ের দিনগুলো।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪২
নিমচাঁদ বলেছেন: মানুষ সময়ের পেছন দিকে ফিরতে পারেনা ।
টাইপ রাইটের ব্যবহার এখন চলে ? লোকজন পত্রিকা ষ্টান্ডের সামনে দাঁড়িয়ে সকালের পত্রিকা পড়ে ?
মহাকালে কিছুই টিকেনা । বরং বর্তমানেই বিশ্বাস রাখতে হয় নিয়ত
১২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩৮
নজসু বলেছেন:
রানু মন্ডল কিংবা কাঁচা বাদামের বাদামওয়ালা (এই মুহুর্তে বাদাওয়ালার নাম মনে পড়ছে না) হুট হাট করেই সস্তা ভাইরাল হয়, আবার হুট করে নিমিষেই নিভে যায়।
কিন্তু, জীবনানন্দরা যুগ যুগ ধরে আছেন এবং থাকবেন।
মনের মতো একটা লেখা পাঠ করলাম। ধন্যবাদ আপনাকে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৩
নিমচাঁদ বলেছেন: ধরেন আমার অর্ধশতকের জীবনে খুব কম তো আর পাঠ হয়ে ওঠেনি , দেশী থেকে বিদেশী , ইংরেজী থেকে ফরাসী - দূর্বোধ্য জীবনানন্দ পড়তে তাদের চাইতে অনেক কষ্ট বেশী হতো ,বছর খানেক আগে সুইস আল্পসের ভিতর দিয়ে ট্রেনে করে যাচ্ছিলাম ইটালীর তুরিনে। আমার মোবাইলে ছিলো জীবনানন্দের না বোঝা কিছু কবিতা । বার্নিনো এক্সপ্রেসের একদম শেষের কামরায় ছিলাম আমি । একা এবং নিঃসংগ । চোখ বুলালাম সেই কবিতাগুলোতে , এক সময় মনে হলো বুর্জোয়া এই দেশের লাক্সারী ট্রেন ভ্রমণে একদম অপরিচিত একজন দরিদ্র কবির কবিতা আমি বুঝতে পারছি , মনে হলো তিনি যেনো আমার পাশের সীটেই বসে আছেন ।
অবশ্য এটাও ঠিক , পেটে পর্যাপ্ত ভাত না থাকলে এসব কবিতা মাথায়ও ঢুকে না । এ এক অদ্ভুত বিষয়
১৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে মাঝে মাঝ কেউ কেউ আপনার নাম নেয় তাই হুট হাট ব্লগে হাজিরা দিয়ে যাবেন। নিশ্চয় ভাল আছেন। জনপ্রিয়তা সব সময় থাকেনা কিন্তু কেউ কেউ মানুষের মনে থাকে আজীবন। +++
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৬
নিমচাঁদ বলেছেন: হ্যা, শুদ্ধতম ব্লগার নয় , একজন আমুদে মানুষ হিসাবে হয়তোবা
অনেকেই আছেন না , নতুন নতুন বন্ধু বানায় , আমার পক্ষে সেটা সম্ভব হয় না
ব্লগ থেকে যাদের পেয়েছিলাম , অনেকেরই সাথে যোগাযোগ নেই কিন্ত তারাই আমার শুদ্ধতম বন্ধু হিসাবে হৃদয়ে গাথা রয়ে গেছেন।
ধন্যবাদ আপনাকে
১৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮
বাকপ্রবাস বলেছেন: আব্দুর রাজ্জাক সম্পর্কে আপনার অভিমতটা সঠিক মনে হয়, যদিও আমি তাকে পড়িনাই, সলিমুল্লাহ ইদানিং বুলেট ট্রেইনের মতো ছুটছেন, ওনি যখন বলেন সবাই হা করে তাকিয়ে থাকছে আর শুনছে, ওনার মুখে আব্দুর রাজ্জাক সম্পর্কে কিছু শুনেছি অনলাইন প্লাটফর্মে
ভাইরাল শব্দটা ইদানিং পপুলার ও চর্চা হচ্ছে টিকটক কালচার আসার পর থেকে, যার মনে শরীরে যা আছে তা নিয়ে ঝাপিয়ে পড়ছে ভাইরাল হতে, একটা মজার ব্যাপার হল যার কিছু নাই, সেই নাইটাও সেইল হয় এই প্লাটফর্মে। যেমন ধরুণ হিরু আলমের শিক্ষা নাই, সে সেইটা সেইল করে, সে বলে আমি শিক্ষিত নই তায় আমাকে মূল্যায়ন করা হচ্ছেনা, এটা বলে সে অশিক্ষাটাই সেইল করছে, অশিক্ষিত হয়ে সে পদ পদবি চাচ্ছে, সংসদে যেতে চাইছে আবার গর্ব করেই বলছে আমি অশিক্ষিত।
আপনার লেখাটা পড়ে খুব ভাল লেগেছে, ব্লগে এমন লেখা আসতে থাকলে আবার চাঙ্গা হবে এবং ব্লগের মানটাও বাড়বে। হিরু আলমরা এখানে আসার সাহস পাবেনা।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১১
নিমচাঁদ বলেছেন: আব্দুর রাজ্জাক সাহেব কথা বলতেন তার দেশীয় টোনে । আস্তে আস্তে । তার কথাগুলো ছিলো সংক্ষিপ্ত কিন্ত বেশ ভেতর থেকে আসা । খেয়াল করে দেখবেন যারা কথা বেশী বলে তাদের ৯৮ ভাগ কথা আপনি পরে মনে রাখতে পারবেন না, কিন্ত যিনি আপ্নার চোখের দিকে চোখ রেখে দুই তিনটা বাক্য বলেন- তার কথাগুলো মনে থাকে অনেকদিন ।
আমাদের দূর্ভাগ্য আব্দুর রাজ্জাক সাহেবের লিখিত বই নেই , যেমন টা আছে নীরদ সি চৌধুরীর । অভিজাত এক লেখক । অটোবায়োগ্রাফী অফ এন আন্নোন ইন্ডিয়ান সারা জীবন পড়া যায় , কিন্ত রাজ্জাক সাহেবের নাই কোন অডিও ,নাই কোন ভিডিও। সলিমুল্লাহ সাহেব উনার অণুকরণে বেশ ভালোই কথাবার্তা বলেন , কিন্ত উনিও রাজ্জাক সাহেববের সামনে কথা বলার সাহস করতেন না ।
আরেকজনের কথা বলি , আখতারুজ্জামান ইলিয়াস । ঢাকা কলেজে আমরা উনাকে পেয়েছিলাম। আরেক মানুষ ছিলেন । চিলেকোঠার সেপাই আসলেই ব্যক্তিত্বে তেমন যুতসই ছিলেন না । আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার যেমন প্রাঞ্জল , তার ক্লাশ করতে সারা ঢাকা শহর থেকে পোলাপাইন আমাদের গ্যালারীতে ভরে থাকতো , কিন্ত ইলিয়াস স্যার সেরকম জনপ্রিয় ছিলেন না । উনার লেকচার শুনেছি দু একবার বিশ্ব সাহিত্য নিয়ে যা বলতেন , সেসব মাথায় ঢোকার মতোন আমাদের মাথা তখন হয়নি। তবে নাম গুলো বলেছিলেন , সেগুলো পরবর্তীতে কিছু কিছু পড়েছি । যখনই বাংলা বিভাগের সামনে দিয়ে যেতাম, ইলিয়াস স্যারকে দেখতাম বইয়ের ভেতরে মাথা গুজে বসে আছেন। উনারা পড়েছেন বেশী ,লিখেছেন খুব কম।
১৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮
গেঁয়ো ভূত বলেছেন: ক্ষণপ্রভার চমক পৃথিবী আলোকিত করে, কিন্তু সে আলোতে পথ চলা যায় না। প্রদীপের আলো ক্ষুদ্র হলেও তার আলোতে পথের দিশা পাওয়া যায়।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৫
নিমচাঁদ বলেছেন: ভালো বলেছেন ভাই
১৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৫
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ
১৭| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬
নতুন বলেছেন: নিজের জীবনটা আনন্দের সাথে জাপন করা উচিত।
জনপ্রিয় হবার দৌড়ে মানুষ নিজের জীবন মানুষ কিভাবে ভালো বলবে সেই ভাবে জাপন করে।
আগে কোথাও বেড়াতে গেলে বেশি ছবি তুলতাম, এখন ক্যামেরা কম ব্যবহার করি, নিজের চোখে চারপাশের সৌন্দর্য উপভোগ করি...
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৬
নিমচাঁদ বলেছেন: পুরানো ব্লগার দের দেখলে আনন্দ পাই ।
ভালো থাকুন ভাই
১৮| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঠিকই তো ।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৬
নিমচাঁদ বলেছেন: ধন্যবাদ
১৯| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১
বিজন রয় বলেছেন: বহুদিন পর পোস্ট দিলেন!!
ভাল ছিলেন নিশ্চয়ই।
ভালো পোস্ট।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৭
নিমচাঁদ বলেছেন: এই পোষ্ট না দিলে আপনাদের মতোন স্বনাম ধন্য ব্লগারদের কি দেখতে পেতাম ?
ভালো থাকার চেষ্টা করা হয় নিয়মিত ।
২০| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
আপনার সাথে আমি একমত।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৮
নিমচাঁদ বলেছেন: আপ্নিও এখন পুরানো ব্লগার হয়ে গেছেন
আপ্নাকে দেখে আনন্দ হলো
ভালো থাকবেন
২১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক একজন কিংবদন্তী দার্শনিকের নাম। উনার সম্পর্কে যত জেনেছি তত মুগ্ধ হয়েছি। উনার একটা কথা কোথায় জানি পড়েছিলাম, "ইতিহাস শেখ সাহেবরে স্টেটসম্যান অইবার সুযোগ দিছিল। তিনি এইডা কামে লাগাইবার পারলেন না"।
তা ব্লগার নিমচাঁদ কোন সুযোগ কাজে লাগাইতে গিয়া সামুকে ভুলে গেছে আল্লাহ মালুম।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১০
নিমচাঁদ বলেছেন: শেখ মুজিব সম্পর্কে উনার আরো ভালো অব্জার্ভেশন ছিলো ,সেগুলো উল্লেখ করি নাই, কারণ আমাদের দলীয় স্বাভাব চরিত্র ভালো না
সামুকে ভুলে গেলে কি ফিরে আসা যায় ?
এই ব্লগের সাথে আমার ব্যক্তি জীবনের অনেক কিছু জড়িত ভাই
২২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্ত্যব্যের কিয়দংশ পোস্ট হলনা কেন বুঝতেছিনা।যাক শুভকামনা জানবেন নিমদা।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১১
নিমচাঁদ বলেছেন: ব্লগারের মডারেটর জাদীদ কে ধরেন , এটার জন্য তার বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলুন
২৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩২
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক দিনপর। আপনার কথা একটু আগেই মনে করছিলাম। তাছাড়া ২০১৮ এর ব্লগ ডে এর ছবি গুলো দেখছিলাম।
জনপ্রিয় হলেও নিজেকে আড়ালে রেখে জনপ্রিয়তা পাওয়ার মাঝে এক ধরনের আনন্দ আছে। যেমন আমি অনেক মানুষকে চিনি তারাও আমাকে চেনে শুধু নামে কিন্তু চেহারা চেনে না। এটা এক আলাদা আনন্দ।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৬
নিমচাঁদ বলেছেন: মনে করার জন্য কৃতজ্ঞতা ।
নিজেকে আড়াল করে রাখাটা -এইটা ক্ষণিকের আনন্দ। এটা আবার অনেকের ব্যর্থতা
খুব বড় একটা খবর দেই <
যেমন আমিই নিজেই পোষ্ট করেছিলাম ব্লগার সিরাজ সাই আর বেচে নেই কিন্ত খুব সম্ভবত বেচে আছেন, নিজেকে অনলাইন অফলাইন থেকে আড়াল করে রেখেছেন কিছু কারনে ।
তবে এর চেয়ে আমি বেশী কিছু বলবোনা ।
সবার অধিকারকেই সমর্থন করি ।
যে যেটাতে আনন্দ পায় ,তাতে আমার কোন ক্ষতি নেই
২৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:২৫
শার্দূল ২২ বলেছেন: ভাইরাল আর জনপ্রীয়তা, কোয়ান্টিটি আর ক্যুয়ালিটির মতই।
ইমন জুবায়েরকে ভুলেই গেছিলাম, মনে পড়ে গেলো সেই সময়ে ওনার দুর্দান্ত ভুমিকা ।
শুভ কামনা
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: জনপ্রিয় না হওয়াই বেটার, কারণ জনপ্রিয়তা ধরে রাখতে হবে এই টেনশনে তারা রাতে ঠিক মতো ঘুমাতে পারেনা। আপনি সঠিক বলেছেন। অবেকদিন পর আপনার দারুণ একটা পোস্ট পড়লাম।